নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

এক যুগ পর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৭ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল এই আদেশ দেন।
আসামিরা হলেন-মোহাম্মদ তৌহিদ, আবদুল জলিল, শাহ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, দীল মোহাম্মদ প্রকাশ দ্বীন মোহাম্মদ, আবদুল আজিজ, মোহাম্মদ ইলিয়াছ, মাহমুদুল হক প্রকাশ কালা মাদু, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, জাগির প্রকাশ জাকির হোসেন, লেদু প্রকাশ জয়নাল আবেদীন, লতিফ প্রকাশ লতু, সাতকানিয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোনাফ, ওসমান গণি চৌধুরী, আবু তাহের ও সারোয়ার সালাম।
মামলার বাদীপক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ এক যুগ আগে সংঘটিত চেয়ারম্যান নুরুল আবছার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলায় আসামিদের বিচার শুরু হলো।’
তথ্য মতে, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে। পরে এ ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে এবং রাজনৈতিক কারণে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোনাফ, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওসমান গণি চৌধুরী, মো. সারওয়ার সালাম ও আবু তাহেরের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণেই মূলত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে আসে।
মামলার দীর্ঘ তদন্ত শেষে সাতকানিয়া সার্কেলের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ২০১৮ সালে ১৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে এজাহারভুক্ত আসামি মোনাফ, ওসমান গণিকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেন।
পরে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন বাদী। বাদীর নারাজি আবেদন আংশিক গ্রহণ করে চট্টগ্রামের তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায় আব্দুল মোনাফ, ওসমান গণি, আবু তাহের, সারোয়ার সালামকে বিচারের আওতায় আনার আদেশ দেন।
এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ / ৩৪ ধারায় বিচার শুরুর আদেশ দিলেন বিচারক মো. রবিউল আউয়াল।

এক যুগ পর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৭ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল আউয়াল এই আদেশ দেন।
আসামিরা হলেন-মোহাম্মদ তৌহিদ, আবদুল জলিল, শাহ আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, দীল মোহাম্মদ প্রকাশ দ্বীন মোহাম্মদ, আবদুল আজিজ, মোহাম্মদ ইলিয়াছ, মাহমুদুল হক প্রকাশ কালা মাদু, জসিম উদ্দিন, নাজিম উদ্দিন, জাগির প্রকাশ জাকির হোসেন, লেদু প্রকাশ জয়নাল আবেদীন, লতিফ প্রকাশ লতু, সাতকানিয়ার উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মোনাফ, ওসমান গণি চৌধুরী, আবু তাহের ও সারোয়ার সালাম।
মামলার বাদীপক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ এক যুগ আগে সংঘটিত চেয়ারম্যান নুরুল আবছার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলায় আসামিদের বিচার শুরু হলো।’
তথ্য মতে, ২০১১ সালের ২৬ ডিসেম্বর রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছারকে। পরে এ ঘটনায় নিহতের বাবা আহমেদ হোসেন থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে এবং রাজনৈতিক কারণে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোনাফ, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ওসমান গণি চৌধুরী, মো. সারওয়ার সালাম ও আবু তাহেরের সঙ্গে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণেই মূলত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তদন্তে উঠে আসে।
মামলার দীর্ঘ তদন্ত শেষে সাতকানিয়া সার্কেলের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ২০১৮ সালে ১৩ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। তবে এজাহারভুক্ত আসামি মোনাফ, ওসমান গণিকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে আবেদন করেন।
পরে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন বাদী। বাদীর নারাজি আবেদন আংশিক গ্রহণ করে চট্টগ্রামের তৎকালীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায় আব্দুল মোনাফ, ওসমান গণি, আবু তাহের, সারোয়ার সালামকে বিচারের আওতায় আনার আদেশ দেন।
এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) উল্লিখিত ১৭ আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ / ৩৪ ধারায় বিচার শুরুর আদেশ দিলেন বিচারক মো. রবিউল আউয়াল।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
৭ মিনিট আগে
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় শুটার জিনাত এবং হত্যার পরিকল্পনাকারী বিল্লালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আটক অপর একজন তাঁদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
১০ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়ার অভিযোগে আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকা থেকে তাঁকে
৩১ মিনিট আগে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১ ঘণ্টা আগে