Ajker Patrika

রোহিঙ্গা শিবিরে আরও ৬ দিন বাড়ল লকডাউন

প্রতিনিধি
রোহিঙ্গা শিবিরে আরও ৬ দিন বাড়ল লকডাউন

কক্সবাজার: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলা এবং পাঁচটি রোহিঙ্গা শিবিরে লকডাউন আরও ছয় দিন বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী ৬ জুন পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। এর আগে গত ২১ থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছিল।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় উখিয়ার ২,৩, ৪,১৫ ও টেকনাফের ২৪ নম্বর ক্যাম্পে আরও ছয় দিনের লকডাউন বাড়ানো হয়েছে। লকডাউনের সময় এসব ক্যাম্পে চিকিৎসা, খাদ্যপণ্যসহ জরুরি সেবা বাদে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৪টি আশ্রয় শিবিরে প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গার বসবাস করছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানিয়েছেন, চলাচলে বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জরুরি সেবা ছাড়া সাধারণের কার্যক্রম বন্ধ থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত