কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সই জাল করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম-মৃত্যু সনদ তৈরির অভিযোগে এক যুবককে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় যুবকের বাসা তল্লাশি করে কম্পিউটারসহ জাল সনদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. নুরহান (৩০) হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা।
ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, নুরহান পূর্ব পানখালী এলাকার সামশু আলমের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে জাল সনদ ও এনআইডি তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আজ মঙ্গলবার দুপুরে জাল সনদ তৈরির খবর পেয়ে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন। পরে গ্রাম–পুলিশসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাতেনাতে আটক করে।
এ সময় নুরহানের বাসা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন ধরনের জাল সনদ, কম্পিউটার, প্রিন্টার, ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট তৈরির কাগজ এবং বিভিন্নজনের নামে তৈরি করা জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।
ইউএনও বলেন, ‘ইউপি চেয়ারম্যান বিষয়টি অবহিত করার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেপ্তার মো. নুরহানকে দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তার যুবককে টেকনাফ থানা–পুলিশের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজারে টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সই জাল করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম-মৃত্যু সনদ তৈরির অভিযোগে এক যুবককে দুই বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় যুবকের বাসা তল্লাশি করে কম্পিউটারসহ জাল সনদ তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. নুরহান (৩০) হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা।
ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, নুরহান পূর্ব পানখালী এলাকার সামশু আলমের ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে জাল সনদ ও এনআইডি তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। আজ মঙ্গলবার দুপুরে জাল সনদ তৈরির খবর পেয়ে স্থানীয় লোকজন ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীকে বিষয়টি অবহিত করেন। পরে গ্রাম–পুলিশসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাতেনাতে আটক করে।
এ সময় নুরহানের বাসা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন ধরনের জাল সনদ, কম্পিউটার, প্রিন্টার, ভোটার আইডি কার্ড, সার্টিফিকেট তৈরির কাগজ এবং বিভিন্নজনের নামে তৈরি করা জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।
ইউএনও বলেন, ‘ইউপি চেয়ারম্যান বিষয়টি অবহিত করার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেপ্তার মো. নুরহানকে দুই বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’
দণ্ডপ্রাপ্ত গ্রেপ্তার যুবককে টেকনাফ থানা–পুলিশের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
২১ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
২৫ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
৩২ মিনিট আগে