কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্ট থেকে বড় ভাইয়ের জামিন নেওয়ার ঘটনায় ছোট ভাইকে (১২) আটক করেছে র্যাব। আটক কিশোর রামু চাকমারকুল পশ্চিম সমুদ্রপাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে।
আজ বুধবার দুপুরে কক্সবাজারের র্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।
মেজর মনজুর মেহেদী বলেন, ‘২০১৪ সালে কতিপয় মানবপাচারকারী উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ দুজনকে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে তুলে দেয়। সেখানে গিয়ে তাঁরা দালালদের নির্যাতনের শিকার হন এবং জেল খেটে দেশে ফিরে আসেন। দেশে ফিরে ২০১৮ সালে নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন।’
মেজর মনজুর মেহেদী আরও বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি বেঞ্চে আলাউদ্দিনের (২২) বদলে তাঁর ছোট ভাইকে (১২) দাঁড় করানো হয়। আদালত ছোট ভাইকে আলাউদ্দিন মনে করে আট সপ্তাহের আগাম জামিন দেন। ঘটনার পর থেকে তাঁদের পরিবারের সবাই আত্মগোপনে চলে যায়। ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিনসহ কয়েকজন ওই মামলার বাদী নুরুল ইসলাম ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমেদের পাড়ার বাসিন্দা রফিকের ওপর হামলা চালায়। তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রফিকের চোখ ও মুখে জখম হয়। এ বিষয়ে আলাউদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মো. রফিক বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করলেও ছোট ভাই আত্মগোপনে ছিল।’
মঙ্গলবার আলাউদ্দিনের ছোট ভাইকেও আটক করা হয়। মানবপাচার মামলায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।

কক্সবাজারে মানবপাচার মামলায় ছোট ভাইকে দেখিয়ে হাইকোর্ট থেকে বড় ভাইয়ের জামিন নেওয়ার ঘটনায় ছোট ভাইকে (১২) আটক করেছে র্যাব। আটক কিশোর রামু চাকমারকুল পশ্চিম সমুদ্রপাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে।
আজ বুধবার দুপুরে কক্সবাজারের র্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।
মেজর মনজুর মেহেদী বলেন, ‘২০১৪ সালে কতিপয় মানবপাচারকারী উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নুরুল ইসলামসহ দুজনকে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে তুলে দেয়। সেখানে গিয়ে তাঁরা দালালদের নির্যাতনের শিকার হন এবং জেল খেটে দেশে ফিরে আসেন। দেশে ফিরে ২০১৮ সালে নুরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে আলাউদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেন।’
মেজর মনজুর মেহেদী আরও বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ২০১৯ সালের ২৮ অক্টোবর উচ্চ আদালতের একটি বেঞ্চে আলাউদ্দিনের (২২) বদলে তাঁর ছোট ভাইকে (১২) দাঁড় করানো হয়। আদালত ছোট ভাইকে আলাউদ্দিন মনে করে আট সপ্তাহের আগাম জামিন দেন। ঘটনার পর থেকে তাঁদের পরিবারের সবাই আত্মগোপনে চলে যায়। ২০২১ সালের ২৩ এপ্রিল আলাউদ্দিনসহ কয়েকজন ওই মামলার বাদী নুরুল ইসলাম ও চাকমারকুল ইউনিয়নের পশ্চিম শাহ আহমেদের পাড়ার বাসিন্দা রফিকের ওপর হামলা চালায়। তাঁদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে রফিকের চোখ ও মুখে জখম হয়। এ বিষয়ে আলাউদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মো. রফিক বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আলাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর পুলিশ আলাউদ্দিনকে গ্রেপ্তার করলেও ছোট ভাই আত্মগোপনে ছিল।’
মঙ্গলবার আলাউদ্দিনের ছোট ভাইকেও আটক করা হয়। মানবপাচার মামলায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে