নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ১৯ ফোরম্যানকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ায় হাইকোর্ট চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনেকে চার সপ্তাহের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ এ নির্দেশ দেন।
দরখাস্তকারীর অ্যাডভোকেট পারভেজ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম ওয়াসার ওভারশিয়র আবদুর রহিম, মোজাফ্ফর আহমেদ, আশিষ চৌধুরী ও ত্রিদিব চৌধুরীর সুযোগ-সুবিধা ও পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। এ ঘটনায় তাঁরা উচ্চ আদালতে ওয়াসার বিরুদ্ধে ২০০৮ সালে রিট (৯১৮০/২০০৮) পিটিশন দাখিল করেন। ২০১২ সালের ২৫ জুন রিট নিষ্পত্তি হয়। আদেশে ৪ ওভারশিয়রকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সব সুযোগ-সুবিধা ও পদোন্নতি দিতে বলা হয়। কিন্তু এ চারজনকে পদোন্নতি না দিয়ে ২০১৪ সালের ১৮ জুলাই ওয়াসার ১৯৪তম সভায় ১৯ জনকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেয়।
অ্যাডভোকেট পারভেজ আরও বলেন, পদোন্নতি প্রাপ্ত ১৯ জন ফোরম্যান হিসাবে ১৯৮৮ সালে যোগ দেন। অপরদিকে, ডিপ্লোমা ডিগ্রি নেওয়া ওই চারজন ওভারশিয়র হিসাবে যোগ দেন ১৯৮৮ সালে। কিন্তু এঁদের অন্যায়ভাবে ওয়াসা পদোন্নতি থেকে বঞ্চিত করে। ১৯ জনকে আদালতের আদেশ অমান্য করে পদোন্নতি দেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে চার ওভারশিয়র আদালত অবমাননার দরখাস্ত দাখিল করেন। পরে আজ সোমবার উচ্চ আদালত ওয়াসার চেয়ারম্যান, এমডিসহ চারজনের বিরুদ্ধে রুল জারি করেন। আদালত তাঁদেরকে চার সপ্তাহের মধ্যে উচ্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে এ সম্পর্কে জানতে মুঠোফোনে কল করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

চট্টগ্রাম: জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ১৯ ফোরম্যানকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ায় হাইকোর্ট চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনেকে চার সপ্তাহের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ এ নির্দেশ দেন।
দরখাস্তকারীর অ্যাডভোকেট পারভেজ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম ওয়াসার ওভারশিয়র আবদুর রহিম, মোজাফ্ফর আহমেদ, আশিষ চৌধুরী ও ত্রিদিব চৌধুরীর সুযোগ-সুবিধা ও পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। এ ঘটনায় তাঁরা উচ্চ আদালতে ওয়াসার বিরুদ্ধে ২০০৮ সালে রিট (৯১৮০/২০০৮) পিটিশন দাখিল করেন। ২০১২ সালের ২৫ জুন রিট নিষ্পত্তি হয়। আদেশে ৪ ওভারশিয়রকে জ্যেষ্ঠতার ভিত্তিতে সব সুযোগ-সুবিধা ও পদোন্নতি দিতে বলা হয়। কিন্তু এ চারজনকে পদোন্নতি না দিয়ে ২০১৪ সালের ১৮ জুলাই ওয়াসার ১৯৪তম সভায় ১৯ জনকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি দেয়।
অ্যাডভোকেট পারভেজ আরও বলেন, পদোন্নতি প্রাপ্ত ১৯ জন ফোরম্যান হিসাবে ১৯৮৮ সালে যোগ দেন। অপরদিকে, ডিপ্লোমা ডিগ্রি নেওয়া ওই চারজন ওভারশিয়র হিসাবে যোগ দেন ১৯৮৮ সালে। কিন্তু এঁদের অন্যায়ভাবে ওয়াসা পদোন্নতি থেকে বঞ্চিত করে। ১৯ জনকে আদালতের আদেশ অমান্য করে পদোন্নতি দেওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে চার ওভারশিয়র আদালত অবমাননার দরখাস্ত দাখিল করেন। পরে আজ সোমবার উচ্চ আদালত ওয়াসার চেয়ারম্যান, এমডিসহ চারজনের বিরুদ্ধে রুল জারি করেন। আদালত তাঁদেরকে চার সপ্তাহের মধ্যে উচ্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে এ সম্পর্কে জানতে মুঠোফোনে কল করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
৮ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
৮ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
১৮ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
২৩ মিনিট আগে