নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ২৭ নভেম্বর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে করা মামলায় আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আদালত শুনানি শেষে এক দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ শেষে তাঁর একটা প্রতিবেদন আগামী ৩ জুনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ সোমবার মামলাটির শুনানি চলাকালে নিরাপত্তাজনিত কারণে আসামি চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি।
এর আগে ১৮ মে চট্টগ্রামে কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যার পৃথক দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামের একটি সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ চিন্ময়কে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তুলতে গেলে তাঁর অনুসারীরা প্রিজন ভ্যান আটকে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষ হয়।
একপর্যায়ে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। চট্টগ্রামে বহুল আলোচিত এই ঘটনার পর ওই বছর ২৭ ও ৩০ নভেম্বর আইনজীবী হত্যা, সংঘর্ষ, ভাঙচুর ও বিস্ফোরক আইনে পৃথক পাঁচটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলার বাদী নিহত আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন। ভাঙচুর, জখম ও বিস্ফোরক আইনে হওয়া বাকি চারটির মধ্যে তিনটির বাদী হচ্ছে পুলিশ। একটিতে বাদী নিহত আইনজীবী আলিফের ভাই খানে আলম। এ ছাড়া একই ঘটনায় ৩ ডিসেম্বর মোহাম্মদ উল্লাহ চৌধুরী নামের এক ব্যক্তি কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন।
এসব মামলার এজাহারে চিন্ময়ের নাম না থাকলেও পুলিশ এসব মামলায় চিন্ময়কে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে দেখিয়ে আদালতে আবেদন করেছিলেন।
এর আগে একই বছর ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান।

চট্টগ্রাম আদালতে সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় ইসকনের সাবেক সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেলগেটে এক দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের একটি প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।
আজ সোমবার চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ২৭ নভেম্বর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে করা মামলায় আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আদালত শুনানি শেষে এক দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ শেষে তাঁর একটা প্রতিবেদন আগামী ৩ জুনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, আজ সোমবার মামলাটির শুনানি চলাকালে নিরাপত্তাজনিত কারণে আসামি চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি।
এর আগে ১৮ মে চট্টগ্রামে কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী আলিফ হত্যার পৃথক দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে এক দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।
গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোট নামের একটি সংগঠনের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রামের রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ চিন্ময়কে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তুলতে গেলে তাঁর অনুসারীরা প্রিজন ভ্যান আটকে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ করেন। একপর্যায়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের সংঘর্ষ হয়।
একপর্যায়ে চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। চট্টগ্রামে বহুল আলোচিত এই ঘটনার পর ওই বছর ২৭ ও ৩০ নভেম্বর আইনজীবী হত্যা, সংঘর্ষ, ভাঙচুর ও বিস্ফোরক আইনে পৃথক পাঁচটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলার বাদী নিহত আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন। ভাঙচুর, জখম ও বিস্ফোরক আইনে হওয়া বাকি চারটির মধ্যে তিনটির বাদী হচ্ছে পুলিশ। একটিতে বাদী নিহত আইনজীবী আলিফের ভাই খানে আলম। এ ছাড়া একই ঘটনায় ৩ ডিসেম্বর মোহাম্মদ উল্লাহ চৌধুরী নামের এক ব্যক্তি কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন।
এসব মামলার এজাহারে চিন্ময়ের নাম না থাকলেও পুলিশ এসব মামলায় চিন্ময়কে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে দেখিয়ে আদালতে আবেদন করেছিলেন।
এর আগে একই বছর ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে