রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা নগদের ডিস্ট্রিবিউশন ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ অভিযোগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে রাউজান থানা-পুলিশ।
আজ বুধবার দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিমকে (২৯) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গত বুধবার (৮ জুন) রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম।
গ্রেপ্তার ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে। তিনি নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিস্ট্রিবিউশন ম্যানেজার।
দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিএসওদের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যান ইব্রাহিম। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রাখেন তিনি।
ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম বলেন, ‘নগদের ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্ট্রিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গড় মিল পরিলক্ষিত হওয়ায় এ বিষয়ে প্রতিষ্ঠানের এম ডি মহোদয়কে অবহিত পূর্বক থানায় এজাহার দায়ের করি।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রাউজান থানার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, ‘নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা প্রতারণামূলক আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলমান আছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’

মোবাইলভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা নগদের ডিস্ট্রিবিউশন ম্যানেজারের বিরুদ্ধে ১২ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ অভিযোগে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নে চৌমুহনী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে রাউজান থানা-পুলিশ।
আজ বুধবার দুপুরে অভিযুক্ত মো. ইব্রাহিমকে (২৯) চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে গত বুধবার (৮ জুন) রাউজান থানায় এজাহার দায়ের করেন ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম।
গ্রেপ্তার ইব্রাহিম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নুর আহম্মদ চেয়ারম্যান বাড়ির আবদুস সালামের ছেলে। তিনি নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিস্ট্রিবিউশন ম্যানেজার।
দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার নগদের রাঙ্গুনিয়া অফিসের ডিএসওদের কাছ থেকে ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকার হিসাব বুঝে নিয়ে রাউজান নোয়াপাড়া অফিসে টাকা জমা না করে আত্মগোপনে চলে যান ইব্রাহিম। এরপর থেকে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ রাখেন তিনি।
ডিস্ট্রিবিউশন পরিচালক মো. সাহিনুর ইসলাম বলেন, ‘নগদের ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা নিয়ে আত্মগোপনে চলে যান ডিস্ট্রিবিউশন ম্যানেজার ইব্রাহিম। পরে তার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তায় গড় মিল পরিলক্ষিত হওয়ায় এ বিষয়ে প্রতিষ্ঠানের এম ডি মহোদয়কে অবহিত পূর্বক থানায় এজাহার দায়ের করি।’
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রাউজান থানার উপপরিদর্শক খোরশেদ আলম বলেন, ‘নগদ নামে একটি প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ১২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা প্রতারণামূলক আত্মসাতের অভিযোগ এনে থানায় এজাহার দিলে মামলা রুজু করা হয়। মামলার তদন্ত চলমান আছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে