নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মানুষ এখন জানাজাও পড়তে পারে না দাবি করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘সামনে এমন দিন আসবে, আমার মনে হয় শেখ হাসিনা থেকে অনুমতি নিয়ে নামাজ পড়তে হবে।’
আজ শুক্রবার বেলা ৩টায় নগরীর নাসিমন ভবনে বিএনপির গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘এক দিনের ঘোষণায় লাখ লাখ মানুষ গণমিছিলে যোগ দিয়েছে। এতে প্রমাণ হয় বিএনপির রাজনীতিতে জনগণ একতাবদ্ধ। এই সরকার হিংসার কারণে তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে। তারেক রহমানের স্ত্রী উচ্চতর ডিগ্রি নিয়ে ইউরোপে স্যাটেল হয়েছেন। তাঁদের পরিবার বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে অবদান রেখেছে। তাঁকেও মামলার আসামি করা হয়েছে।’
বুলু বলেন, ‘তারেক রহমানকে ৫০ লাখ মানুষ স্বাগত জানাতে যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন তাঁকে মামলার সাজা দেওয়া হয়েছে। এই থেকে বোঝা যায়, এটি হিংসার প্রতিফলন। এই বাংলাদেশে শেখ হাসিনার রক্ষা হবে না। আপনি খালেদা জিয়াকেও মামলা দিয়ে সাজা দিয়েছেন। খালেদা জিয়ার পা ধরে মাফ চাইতে হবে। এ ছাড়া আপনার কোনো গতি নেই।’
বিএনপির এ নেতা বলেন, ‘মানুষ জানাজা পড়তে পারে না, তাদের সরকার জিম্মি করে রেখেছে। আমার মনে হয়, শেখ হাসিনার অনুমতি নিয়ে সামনে নামাজ পড়তে হবে। আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে চাই।’
বরকত উল্লাহ বুলু আরও বলেন, ‘এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিদায় নেন। অন্যথায় পালানোর পথ পাবেন না। আজকের আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। আজকের আওয়ামী লীগ জিয়াউর রহমানের আওয়ামী লীগ।’

মানুষ এখন জানাজাও পড়তে পারে না দাবি করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘সামনে এমন দিন আসবে, আমার মনে হয় শেখ হাসিনা থেকে অনুমতি নিয়ে নামাজ পড়তে হবে।’
আজ শুক্রবার বেলা ৩টায় নগরীর নাসিমন ভবনে বিএনপির গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘এক দিনের ঘোষণায় লাখ লাখ মানুষ গণমিছিলে যোগ দিয়েছে। এতে প্রমাণ হয় বিএনপির রাজনীতিতে জনগণ একতাবদ্ধ। এই সরকার হিংসার কারণে তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে। তারেক রহমানের স্ত্রী উচ্চতর ডিগ্রি নিয়ে ইউরোপে স্যাটেল হয়েছেন। তাঁদের পরিবার বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে অবদান রেখেছে। তাঁকেও মামলার আসামি করা হয়েছে।’
বুলু বলেন, ‘তারেক রহমানকে ৫০ লাখ মানুষ স্বাগত জানাতে যখন প্রস্তুতি নিচ্ছিল, তখন তাঁকে মামলার সাজা দেওয়া হয়েছে। এই থেকে বোঝা যায়, এটি হিংসার প্রতিফলন। এই বাংলাদেশে শেখ হাসিনার রক্ষা হবে না। আপনি খালেদা জিয়াকেও মামলা দিয়ে সাজা দিয়েছেন। খালেদা জিয়ার পা ধরে মাফ চাইতে হবে। এ ছাড়া আপনার কোনো গতি নেই।’
বিএনপির এ নেতা বলেন, ‘মানুষ জানাজা পড়তে পারে না, তাদের সরকার জিম্মি করে রেখেছে। আমার মনে হয়, শেখ হাসিনার অনুমতি নিয়ে সামনে নামাজ পড়তে হবে। আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে চাই।’
বরকত উল্লাহ বুলু আরও বলেন, ‘এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিদায় নেন। অন্যথায় পালানোর পথ পাবেন না। আজকের আওয়ামী লীগ শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। আজকের আওয়ামী লীগ জিয়াউর রহমানের আওয়ামী লীগ।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২১ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে