নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাঠানিয়া গোদা এলাকায় নালায় শিশু পড়ে যাওয়া স্থানে স্ল্যাব বসিয়েছে সিটি করপোরেশন। আজ রোববার বেলা ৩টায় ঘটনাস্থলে গিয়ে দুজন শ্রমিককে গর্ত ভরাটের কাজ করতে দেখা যায়।
এ সময় আল আমিন নামে এক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘উন্মুক্ত নালায় শিশু পড়ার পর গর্তটি ভরাট করতে আমাদের আনা হয়েছে। এখন লোহা দিয়ে ভালো করে ঢালাই করে দিয়েছি। আর দুর্ঘটনা হবে না।’
পাশের একটি ইলেকট্রনিকসের দোকানে বসে থাকা এক নারী বলেন, ফুটপাতের যে জায়গায় গর্ত ছিল সেটি কিছুটা নিচু। ফলে উঁচু ফুটপাত ধরে হেঁটে আসার পর হুট করে নিচু জায়গায় গর্ত থাকায় প্রায় প্রতিদিনই সেখানে কেউ না কেউ পড়ে যেতেন।
স্থানীয়রা জানান, নালা সংস্কার হলেও ভালো করে স্ল্যাব বসানো হয়নি। ওই জায়গায় সতর্কতা হিসেবে অস্থায়ী প্রতিবন্ধকতা দিয়েছিলেন তাঁরা। কিন্তু ফুটপাতের ওপর দিয়ে অনেকে মোটরসাইকেল চালান। তাঁরাই সেটি সরিয়ে দেন।
উন্মুক্ত নালায় শিশু পড়ে যাওয়ার বিষয়ে চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক বলেন, ‘দুঃখজনক হলো সাংবাদিকদের কাছ থেকে আমরা বিষয়টি জেনেছি। এরপর আজ সকালে সিটি করপোরেশনের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়েছেন। গর্তের স্থানে স্ল্যাব বসিয়ে দেওয়া হয়েছে। শিশুটির পরিচয় আমরা পাইনি। তবে জেনেছি শিশুটির তেমন ক্ষতি হয়নি।’
কাউন্সিলর শিশুটির কোনো ক্ষতি হয়নি দাবি করলেও ঘটনার সময় সেখানে জড়ো হওয়া দুজন বলেন, ‘নালায় পড়ায় শিশুটি তিনটি দাঁতে ব্যথা পেয়েছে। রক্তও বের হয়।’
শুধু এ ঘটনাটি নয়, চট্টগ্রামের উন্মুক্ত নালা-খালগুলোতে নিয়মিতই দুর্ঘটনার ঘটনা ঘটছে। এর মধ্যে গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এসব নালা-খালে পড়ে শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজনের খোঁজ মিললেও একজনকে এখনো পাওয়া যায়নি। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন পক্ষ দায় নিতে নারাজ। দুটি সংস্থা একে অপরকে দোষ দিয়ে আসছে।
উল্লেখ্য, নালায় শিশু পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ফুটপাত দিয়ে দুই নারী হেঁটে যাচ্ছেন। তাঁদের সঙ্গে থাকা ছয়/সাত বছরের এক কন্যাশিশু একজনের হাত ধরে হাঁটছে। সাফা মারওয়া ইলেকট্রনিকস নামে একটি দোকানের সামনের রাস্তার গর্তে পড়ে যায় শিশুটি। এ সময় দুই নারী চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী দোকানসহ আশপাশের লোকজন ছুটে আসেন। অন্যরা আসার আগেই তাঁরা শিশুটিকে টেনে তোলেন।

চট্টগ্রাম নগরের পাঠানিয়া গোদা এলাকায় নালায় শিশু পড়ে যাওয়া স্থানে স্ল্যাব বসিয়েছে সিটি করপোরেশন। আজ রোববার বেলা ৩টায় ঘটনাস্থলে গিয়ে দুজন শ্রমিককে গর্ত ভরাটের কাজ করতে দেখা যায়।
এ সময় আল আমিন নামে এক শ্রমিক আজকের পত্রিকাকে বলেন, ‘উন্মুক্ত নালায় শিশু পড়ার পর গর্তটি ভরাট করতে আমাদের আনা হয়েছে। এখন লোহা দিয়ে ভালো করে ঢালাই করে দিয়েছি। আর দুর্ঘটনা হবে না।’
পাশের একটি ইলেকট্রনিকসের দোকানে বসে থাকা এক নারী বলেন, ফুটপাতের যে জায়গায় গর্ত ছিল সেটি কিছুটা নিচু। ফলে উঁচু ফুটপাত ধরে হেঁটে আসার পর হুট করে নিচু জায়গায় গর্ত থাকায় প্রায় প্রতিদিনই সেখানে কেউ না কেউ পড়ে যেতেন।
স্থানীয়রা জানান, নালা সংস্কার হলেও ভালো করে স্ল্যাব বসানো হয়নি। ওই জায়গায় সতর্কতা হিসেবে অস্থায়ী প্রতিবন্ধকতা দিয়েছিলেন তাঁরা। কিন্তু ফুটপাতের ওপর দিয়ে অনেকে মোটরসাইকেল চালান। তাঁরাই সেটি সরিয়ে দেন।
উন্মুক্ত নালায় শিশু পড়ে যাওয়ার বিষয়ে চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এসরারুল হক বলেন, ‘দুঃখজনক হলো সাংবাদিকদের কাছ থেকে আমরা বিষয়টি জেনেছি। এরপর আজ সকালে সিটি করপোরেশনের প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়েছেন। গর্তের স্থানে স্ল্যাব বসিয়ে দেওয়া হয়েছে। শিশুটির পরিচয় আমরা পাইনি। তবে জেনেছি শিশুটির তেমন ক্ষতি হয়নি।’
কাউন্সিলর শিশুটির কোনো ক্ষতি হয়নি দাবি করলেও ঘটনার সময় সেখানে জড়ো হওয়া দুজন বলেন, ‘নালায় পড়ায় শিশুটি তিনটি দাঁতে ব্যথা পেয়েছে। রক্তও বের হয়।’
শুধু এ ঘটনাটি নয়, চট্টগ্রামের উন্মুক্ত নালা-খালগুলোতে নিয়মিতই দুর্ঘটনার ঘটনা ঘটছে। এর মধ্যে গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এসব নালা-খালে পড়ে শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজনের খোঁজ মিললেও একজনকে এখনো পাওয়া যায়নি। একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন পক্ষ দায় নিতে নারাজ। দুটি সংস্থা একে অপরকে দোষ দিয়ে আসছে।
উল্লেখ্য, নালায় শিশু পড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ফুটপাত দিয়ে দুই নারী হেঁটে যাচ্ছেন। তাঁদের সঙ্গে থাকা ছয়/সাত বছরের এক কন্যাশিশু একজনের হাত ধরে হাঁটছে। সাফা মারওয়া ইলেকট্রনিকস নামে একটি দোকানের সামনের রাস্তার গর্তে পড়ে যায় শিশুটি। এ সময় দুই নারী চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী দোকানসহ আশপাশের লোকজন ছুটে আসেন। অন্যরা আসার আগেই তাঁরা শিশুটিকে টেনে তোলেন।

চট্টগ্রামে পুলিশ কনস্টেবল আবদুল কাইয়ুম (২২) হত্যা মামলায় ১০ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর নগরীর খুলশী থানার টাইগারপাস আমবাগান...
৩২ মিনিট আগে
আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমরা বলতে পারি, বিজয় আমাদের হয়েই গেছে। ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে।’
১ ঘণ্টা আগে
গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক। এটাই হবে আগামীর বাংলাদেশ। আজ সোমবার দুপুরে রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির...
১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে ‘টিসি নয়, প্রমোশনের’ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন অভিভাবক। উত্তরা ৬ নম্বর সেক্টরের কলেজটির মূল ফটকের সামনে আজ সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে জড়ো হওয়া শুরু করেন অভিভাবকেরা।
১ ঘণ্টা আগে