নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি ছাত্রীকে স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ইউটিকা স্টেশনের কাছে সাবওয়ে লাইনে ধাক্কা দিয়ে ফেলে দেয় কয়েক দুর্বৃত্ত। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত জিনাত হোসেন নিউইয়র্কের হান্টার কলেজের ছাত্রী। তিনি ২০১৫ সালে বাবা মায়ের সঙ্গে নিউইয়র্কে আসেন। থাকতেন ব্রুকলিনে এইটথ অ্যাভিনিউতে।
নিউইয়র্ক পুলিশের বরাতে নিহতের পরিবারের ঘনিষ্ঠরা বলেছেন, পুলিশ মনে করছে—জিনাতকে ইউটিকা স্টেশনে যারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাঁরা ছিনতাইকারী। তাঁরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ছিটকে পড়ে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ও জিনাতের খালু ডা. এনামুল হক বলেন, ‘পুলিশ বলছে ইউটিকা স্টেশন থেকে জিনাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন কীভাবে সে ম্যানহাটন থেকে ইউটিকা স্টেশনে গেল তা বোঝা যাচ্ছে না।’
শুক্রবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্ত চলছিল। তদন্ত শেষে মরদেহ হস্তান্তর বিষয়ে ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশের সঙ্গে নিহতের পরিবার ও বাংলাদেশি কমিউনিটির কয়েক নেতার বৈঠক চলছিল।
জিনাত আমির ও জেসমিন দম্পতির কন্যা। তাঁদের ছেলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। আমির হোসেনের ঢাকার ঠাঁটারীবাজারে ওষুধের ব্যবসা ছিল। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামে।
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মাহফুজ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জিনাতের মৃত্যুর খবরে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই আতঙ্কিত। কমিউনিটির সদস্যদের কেউ কেউ মনে করছেন যারা জিনাতকে ধাক্কা দিয়েছে তাঁরা সম্ভবত তাঁর সহপাঠী।’
মাহফুজ আরও বলেন, ‘বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ব্রুকলিনে গত কয়েক মাসে সাবওয়েতে অপরাধ বেড়েছে। এসব এলাকায় অহরহ গোলাগুলি হচ্ছে। কমিউনিটির নেতারা ট্রেনে চড়া ও পথে চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছেন।’

আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিনে জিনাত হোসেন (২৪) নামে এক বাংলাদেশি ছাত্রীকে স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ইউটিকা স্টেশনের কাছে সাবওয়ে লাইনে ধাক্কা দিয়ে ফেলে দেয় কয়েক দুর্বৃত্ত। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত জিনাত হোসেন নিউইয়র্কের হান্টার কলেজের ছাত্রী। তিনি ২০১৫ সালে বাবা মায়ের সঙ্গে নিউইয়র্কে আসেন। থাকতেন ব্রুকলিনে এইটথ অ্যাভিনিউতে।
নিউইয়র্ক পুলিশের বরাতে নিহতের পরিবারের ঘনিষ্ঠরা বলেছেন, পুলিশ মনে করছে—জিনাতকে ইউটিকা স্টেশনে যারা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাঁরা ছিনতাইকারী। তাঁরা জিনাতের ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় ছিটকে পড়ে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ও জিনাতের খালু ডা. এনামুল হক বলেন, ‘পুলিশ বলছে ইউটিকা স্টেশন থেকে জিনাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কেন কীভাবে সে ম্যানহাটন থেকে ইউটিকা স্টেশনে গেল তা বোঝা যাচ্ছে না।’
শুক্রবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত তদন্ত চলছিল। তদন্ত শেষে মরদেহ হস্তান্তর বিষয়ে ব্রুকলিনে নিউইয়র্ক পুলিশের সঙ্গে নিহতের পরিবার ও বাংলাদেশি কমিউনিটির কয়েক নেতার বৈঠক চলছিল।
জিনাত আমির ও জেসমিন দম্পতির কন্যা। তাঁদের ছেলে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। আমির হোসেনের ঢাকার ঠাঁটারীবাজারে ওষুধের ব্যবসা ছিল। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার জগৎপুর গ্রামে।
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মাহফুজ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘জিনাতের মৃত্যুর খবরে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই আতঙ্কিত। কমিউনিটির সদস্যদের কেউ কেউ মনে করছেন যারা জিনাতকে ধাক্কা দিয়েছে তাঁরা সম্ভবত তাঁর সহপাঠী।’
মাহফুজ আরও বলেন, ‘বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও ব্রুকলিনে গত কয়েক মাসে সাবওয়েতে অপরাধ বেড়েছে। এসব এলাকায় অহরহ গোলাগুলি হচ্ছে। কমিউনিটির নেতারা ট্রেনে চড়া ও পথে চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য বাংলাদেশিদের পরামর্শ দিয়েছেন।’

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৫ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারিত রয়েছে ২১ জানুয়ারি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ওই তারিখের আগে কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তাঁদের পক্ষে কেউ প্রচারে অংশ নিতে পারবেন না।
৫ ঘণ্টা আগে