নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ইতিমধ্যে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এই দুটি ট্রেন চট্টগ্রামে অবস্থান করছে।
আজ রোববার বেলা ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলস্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান।
দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। এতে বহু হতাহতের শঙ্কা প্রকাশ করা হচ্ছে। দুটি উদ্ধারকারী ট্রেন গিয়ে ট্রেনটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে বেলা ৩টার মহানগর গোধূলি ছেড়ে যায়নি। ছেড়ে যায়নি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনও। এই দুটি ট্রেন ইতিমধ্যে শিডিউল বিপর্যয়ে পড়েছে। এখানে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ইফতার করার বিষয়টি ভাবাচ্ছে যাত্রীদের। কারণ, রমজান হওয়ায় ট্রেনে পর্যাপ্ত খাবার নেই।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম বলেন, যেহেতু ট্রেনটি এখনো উদ্ধার হয়নি, সে জন্য এই রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ বের করবে।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গরমে রেললাইন বেঁকে যাওয়ায় বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়েছে। এতে ৯টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দুটি উদ্ধারকারী ট্রেন নিয়ে যাচ্ছি। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।’
বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে ময়মনসিংহ রেলস্টেশন পর্যন্ত চলাচল করত।

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ইতিমধ্যে দুটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এই দুটি ট্রেন চট্টগ্রামে অবস্থান করছে।
আজ রোববার বেলা ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলস্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান।
দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। এতে বহু হতাহতের শঙ্কা প্রকাশ করা হচ্ছে। দুটি উদ্ধারকারী ট্রেন গিয়ে ট্রেনটি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।
দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে বেলা ৩টার মহানগর গোধূলি ছেড়ে যায়নি। ছেড়ে যায়নি কক্সবাজার এক্সপ্রেস ট্রেনও। এই দুটি ট্রেন ইতিমধ্যে শিডিউল বিপর্যয়ে পড়েছে। এখানে শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ইফতার করার বিষয়টি ভাবাচ্ছে যাত্রীদের। কারণ, রমজান হওয়ায় ট্রেনে পর্যাপ্ত খাবার নেই।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম বলেন, যেহেতু ট্রেনটি এখনো উদ্ধার হয়নি, সে জন্য এই রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে। তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ বের করবে।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গরমে রেললাইন বেঁকে যাওয়ায় বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়েছে। এতে ৯টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দুটি উদ্ধারকারী ট্রেন নিয়ে যাচ্ছি। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।’
বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে ময়মনসিংহ রেলস্টেশন পর্যন্ত চলাচল করত।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে