সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষারের সঙ্গে দেখা করতে যাওয়া স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক জিহাদ এ জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার গ্রামের বাড়ি সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম সড়কসংলগ্ন বাড়িতে আসেন। তাঁর বাড়িতে আসার খবরে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও তাঁর আত্মীয়স্বজন ঈদ-পরবর্তী কুশল বিনিময়ে আসতে থাকেন।
জিডিতে আরও বলা হয়েছে, ওমর ফারুক জিহাদ ও তাঁর কয়েক বন্ধু ওই ছাত্রলীগ নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। মাহমুদুল হাসান তুষারের বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েক সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাজি ফোটায়। হামলায় ওমর ফারুক জিহাদ ও আবুল খায়ের নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র আহত হয়। আবুল খায়ের সরকারি হাজী এবি কলেজের ছাত্র।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার আকস্মিকতায় আমি হতবিহ্বল হয়ে পড়ি। বিষয়টি আমি প্রশাসন ও দলীয় ফোরামে জানিয়েছি।
হামলায় কারা জড়িত ও কী কারণে এ হামলা হতে পারে, জানতে চাইলে তুষার বলেন, আমার সঙ্গে স্থানীয় কোনো নেতার বিরোধ বা দ্বন্দ্ব নেই। এখন পুলিশের দায়িত্ব কারা জড়িত, তা খুঁজে বের করা।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত চলছে।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষারের সঙ্গে দেখা করতে যাওয়া স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক জিহাদ এ জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার গ্রামের বাড়ি সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম সড়কসংলগ্ন বাড়িতে আসেন। তাঁর বাড়িতে আসার খবরে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও তাঁর আত্মীয়স্বজন ঈদ-পরবর্তী কুশল বিনিময়ে আসতে থাকেন।
জিডিতে আরও বলা হয়েছে, ওমর ফারুক জিহাদ ও তাঁর কয়েক বন্ধু ওই ছাত্রলীগ নেতার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। মাহমুদুল হাসান তুষারের বাড়ির কাছাকাছি পৌঁছালে কয়েক সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাজি ফোটায়। হামলায় ওমর ফারুক জিহাদ ও আবুল খায়ের নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্র আহত হয়। আবুল খায়ের সরকারি হাজী এবি কলেজের ছাত্র।
এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাহমুদুল হাসান তুষার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার আকস্মিকতায় আমি হতবিহ্বল হয়ে পড়ি। বিষয়টি আমি প্রশাসন ও দলীয় ফোরামে জানিয়েছি।
হামলায় কারা জড়িত ও কী কারণে এ হামলা হতে পারে, জানতে চাইলে তুষার বলেন, আমার সঙ্গে স্থানীয় কোনো নেতার বিরোধ বা দ্বন্দ্ব নেই। এখন পুলিশের দায়িত্ব কারা জড়িত, তা খুঁজে বের করা।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। থানায় একটি জিডি করা হয়েছে। তদন্ত চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
৩ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
৩ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
১৩ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে