চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যার অভিযোগ উঠেছে দুই ফুপাতো ভাই ও তাঁদের পরিবারের লোকজনের বিরুদ্ধে। এতে নিহতের বাবা ও তাঁর ছোটভাই জখম হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার দেড়কোটা গ্রামে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের আবুল কাশেমের ছেলে ছালেহ আহম্মেদ (৩৭)। আহতরা হলেন আবুল কাশেম ও তাঁর ছোট ছেলে আব্দুল মতিন। গ্রেপ্তার নারীরা হচ্ছেন মনোয়ারা বেগম ও তাঁর পুত্রবধূ শাহিনা আক্তার।
দুই নারীকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড়কোটা গ্রামের ব্যাপারী বাড়ির বাসিন্দা আবুল কাশেমের সঙ্গে সম্পত্তি নিয়ে ভাগনে জামাল উদ্দিন ও মহিন উদ্দিনের বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল সোমবার সন্ধ্যায় উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। এ সময় জামাল উদ্দিন ও মহিন উদ্দিন এবং তাঁদের বাড়ির লোকজন ছালেহ আহম্মেদকে ছুরিকাঘাত করেন এবং আবুল কাশেম ও তাঁর ছোট ছেলে আব্দুল মতিনকে পিটিয়ে জখম করেন।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক ছালেহ আহম্মেদকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘জামাল উদ্দিন ও মহিন উদ্দিন সম্পর্কে আমার ভাগনে। সম্পত্তি নিয়ে তাঁদের সঙ্গে আমার পূর্ব বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় আমার প্রতিবন্ধী মেয়ে জান্নাতুল ফেরদৌস উঠান ঝাড়ু দেওয়ার সময় জামাল উদ্দিন, মহিন উদ্দিন ও তাঁদের মা মনোয়ারা বেগম আমার মেয়েকে মারধর করেন। এ সময় ছালেহ আহম্মেদ বাধা দিতে এলে তাঁরা ধারালো ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আমি ও আমার ছোট ছেলে এগিয়ে গেলে তাঁরা আমাদেরকে পিটিয়ে গুরুতর জখম করেন। তাঁদের ছুরিকাঘাতে আমার ছেলে ছালেহ আহম্মেদ মারা গেছে।’
নিহতের মা নাসিমা বেগম বলেন, ‘চোখের সামনেই জামাল উদ্দিন, মহিউদ্দিন ও মনোয়ারা আমার ছেলেকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। আমি হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।’
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ বলেন, ‘ছালেহ আহম্মেদের তলপেটে ও হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাতে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে জামাল উদ্দিন, মহিন উদ্দিন ও তাঁদের মা মনোয়ারা বেগম এবং জামালের স্ত্রী শাহেনা আক্তারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মনোয়ারা ও শাহেনাকে গ্রেপ্তার করে। পুলিশ অপর দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মামাতো ভাইকে হত্যার অভিযোগ উঠেছে দুই ফুপাতো ভাই ও তাঁদের পরিবারের লোকজনের বিরুদ্ধে। এতে নিহতের বাবা ও তাঁর ছোটভাই জখম হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার দেড়কোটা গ্রামে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন চৌদ্দগ্রাম উপজেলার দেড়কোটা গ্রামের আবুল কাশেমের ছেলে ছালেহ আহম্মেদ (৩৭)। আহতরা হলেন আবুল কাশেম ও তাঁর ছোট ছেলে আব্দুল মতিন। গ্রেপ্তার নারীরা হচ্ছেন মনোয়ারা বেগম ও তাঁর পুত্রবধূ শাহিনা আক্তার।
দুই নারীকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেড়কোটা গ্রামের ব্যাপারী বাড়ির বাসিন্দা আবুল কাশেমের সঙ্গে সম্পত্তি নিয়ে ভাগনে জামাল উদ্দিন ও মহিন উদ্দিনের বিরোধ চলে আসছে। এর জেরে গতকাল সোমবার সন্ধ্যায় উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ঝগড়া হয়। এ সময় জামাল উদ্দিন ও মহিন উদ্দিন এবং তাঁদের বাড়ির লোকজন ছালেহ আহম্মেদকে ছুরিকাঘাত করেন এবং আবুল কাশেম ও তাঁর ছোট ছেলে আব্দুল মতিনকে পিটিয়ে জখম করেন।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক ছালেহ আহম্মেদকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘জামাল উদ্দিন ও মহিন উদ্দিন সম্পর্কে আমার ভাগনে। সম্পত্তি নিয়ে তাঁদের সঙ্গে আমার পূর্ব বিরোধ চলে আসছে। গতকাল সন্ধ্যায় আমার প্রতিবন্ধী মেয়ে জান্নাতুল ফেরদৌস উঠান ঝাড়ু দেওয়ার সময় জামাল উদ্দিন, মহিন উদ্দিন ও তাঁদের মা মনোয়ারা বেগম আমার মেয়েকে মারধর করেন। এ সময় ছালেহ আহম্মেদ বাধা দিতে এলে তাঁরা ধারালো ছুরি দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আমি ও আমার ছোট ছেলে এগিয়ে গেলে তাঁরা আমাদেরকে পিটিয়ে গুরুতর জখম করেন। তাঁদের ছুরিকাঘাতে আমার ছেলে ছালেহ আহম্মেদ মারা গেছে।’
নিহতের মা নাসিমা বেগম বলেন, ‘চোখের সামনেই জামাল উদ্দিন, মহিউদ্দিন ও মনোয়ারা আমার ছেলেকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। আমি হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি।’
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম সবুজ বলেন, ‘ছালেহ আহম্মেদের তলপেটে ও হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাতে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে জামাল উদ্দিন, মহিন উদ্দিন ও তাঁদের মা মনোয়ারা বেগম এবং জামালের স্ত্রী শাহেনা আক্তারের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মনোয়ারা ও শাহেনাকে গ্রেপ্তার করে। পুলিশ অপর দুই আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।’

ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার নির্দেশদাতা ইয়াছিন আরাফাতকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
১৯ মিনিট আগে
শীতে মৌলভীবাজারে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। শ্রীমঙ্গলে আজ তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার এই জেলায় বেশি শীত পড়েছে। দিন কিংবা রাতে ঘন কুয়াশায় ঢাকা থাকে এই অঞ্চল। কিছুদিন ধরে বেশির ভাগ সময় কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে না।
৪৩ মিনিট আগে
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাঘেঁষা ভারতের ত্রিপুরা রাজ্য। সীমান্তবর্তী গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিম কার্ড। শুধু সীমান্তে নয়, এমন সিমের ব্যবহারের প্রমাণ মিলেছে খোদ ফেনী শহরেও; যা ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে...
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি নির্বাচনের খরচের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে তিন দিনে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা পেয়েছেন।
২ ঘণ্টা আগে