টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেন্টমার্টিনে অপরিকল্পিত স্থাপনা ও নানা অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সেন্টমার্টিনের সার্বিক অবস্থা দেখে এই উৎকণ্ঠা প্রকাশ করেন কমিটির সদস্যরা।
বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী।
এ সময় র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিনে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে যে অব্যবস্থাপনা চলছে তা সত্যিই উদ্বেগজনক। এ অবস্থা চলতে থাকলে আগামী পাঁচ বছর পর এখানকার অবস্থা কী হবে তা চিন্তারও বাইরে। কোনো পর্যটক এখানে আসবে কি না আমার সন্দেহ। কারণ সেন্টমার্টিনের সর্বত্রই যেন হ-য-ব-র-ল অবস্থা। দ্বীপটিকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজ করার ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেবে সংসদীয় কমিটি।’
আজ বেলা ৩টার দিকে সেন্টমার্টিনের তথ্যসেবা কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী, প্রকৌশলী মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, বেগম কানিজ ফাতিমা আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাম্মেল হোসেন, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিজুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।
পরে সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এই সভার মুলতবি ঘোষণা করেন। আগামীকাল রোববার দুপুরে কক্সবাজারে মুলতবি হওয়া এই সভা অনুষ্ঠিত হবে।

সেন্টমার্টিনে অপরিকল্পিত স্থাপনা ও নানা অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনে একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় সেন্টমার্টিনের সার্বিক অবস্থা দেখে এই উৎকণ্ঠা প্রকাশ করেন কমিটির সদস্যরা।
বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী।
এ সময় র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী বলেন, ‘সেন্টমার্টিনে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে যে অব্যবস্থাপনা চলছে তা সত্যিই উদ্বেগজনক। এ অবস্থা চলতে থাকলে আগামী পাঁচ বছর পর এখানকার অবস্থা কী হবে তা চিন্তারও বাইরে। কোনো পর্যটক এখানে আসবে কি না আমার সন্দেহ। কারণ সেন্টমার্টিনের সর্বত্রই যেন হ-য-ব-র-ল অবস্থা। দ্বীপটিকে পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বয় করে কাজ করার ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেবে সংসদীয় কমিটি।’
আজ বেলা ৩টার দিকে সেন্টমার্টিনের তথ্যসেবা কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী, প্রকৌশলী মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, বেগম কানিজ ফাতিমা আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাম্মেল হোসেন, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিজুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুর রহমান, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।
পরে সভাপতি র আ ম উবাইদুল মোক্তাদির চৌধুরী এই সভার মুলতবি ঘোষণা করেন। আগামীকাল রোববার দুপুরে কক্সবাজারে মুলতবি হওয়া এই সভা অনুষ্ঠিত হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
৮ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১০ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১১ মিনিট আগে
‘গণভোটের ব্যাপারে সরকারের যে তৎপরতা দেখছি, দুষ্কৃতকারীদের দমনে সেই তৎপরতা দেখছি না। তফসিল ঘোষণার পর ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন কী করছে?’
৩১ মিনিট আগে