Ajker Patrika

উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পরও ডিন নির্বাচনে প্রার্থিতা নিয়ে প্রশ্ন

চবি প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৬: ৫২
উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পরও ডিন নির্বাচনে প্রার্থিতা নিয়ে প্রশ্ন

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। একই সঙ্গে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডিন নির্বাচনে আইন অনুষদের ডিন পদে হলুদ দলের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩০ মার্চ ডিন নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ২৩ মার্চ রাতে পাঁচটি শর্তে তিনি চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ পান ড. আব্দুল্লাহ ফারুক। কিন্তু উপাচার্য পদে নিয়োগ পাওয়ার পরও ডিন পদে প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অপর ডিন প্রার্থী অধ্যাপক ড. জাকির হোসেন। 

রোববার এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে একটি অভিযোগও দিয়েছেন তিনি। 

রিটার্নিং কর্মকর্তা বরাবর করা অভিযোগে অধ্যাপক জাকির হোসেন লিখেন, ‘আপনি অবগত আছেন যে, আগামী ৩০/০৩/২০২২ তারিখে আইন অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে আমি অধ্যাপক মো. জাকির হোসেন ও অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছি। গত ২৩ তারিখে অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুককে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক বিভিন্ন পত্রপত্রিকার সাথে সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি এই নিয়োগে সত্যি অনেক আনন্দিত। বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে যা যা দরকার তিনি সবই করবেন। অন্যান্য পত্রপত্রিকায় বলেছেন, তিনি কখন যোগদান করবেন এখনো সিদ্ধান্ত নেননি। তার মানে তিনি যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করবেন বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ হতে তা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। কেননা, কোনো পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি যোগদান করবেন না মর্মে কোনো বক্তব্য দেননি। একই সঙ্গে তিনি ডিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায়ও বহাল রয়েছেন। এ ক্ষেত্রে উপাচার্য হিসেবে যোগদানের ইচ্ছায় ও ডিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পেছনে পরিকল্পিত অসৎ উদ্দেশ্য রয়েছে বলে প্রতীয়মান হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে আইনগত জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় আপনার সুচিন্তিত আশু হস্তক্ষেপ কামনা করছি।’ 

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অভিযোগ দিয়েছি এ কারণে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশ অবিলম্বে কার্যকর হবে উল্লেখ আছে। কিন্তু নজিরবিহীন ঘটনা, আজকে পাঁচ দিন যাবৎ তিনি উপাচার্য পদে যোগদান করেননি। বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে যোগদান করবেন না বলেও জানাননি। একদিকে তিনি যোগদান করবেন বলে পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন, অন্যদিকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পেছনে তাঁর অসৎ উদ্দেশ্য আছে।’ 

তবে বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন ড. আব্দুল্লাহ আর ফারুক। তিনি বলেন, ‘আমি এখনো যোগদান করিনি। যোগদান করার বিষয়ে আমি এখনো সিদ্ধান্ত নিইনি। চিন্তাভাবনা করছি। এ বিষয়ে আমার স্বাধীনতা আছে। আর যতক্ষণ পর্যন্ত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ততক্ষণ পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে।’ 

ডিন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন প্রার্থী একটা পয়েন্ট আউট করেছেন যে অপর প্রার্থী উপাচার্য পদে মনোনীত হয়েছেন। এখন যিনি উপাচার্য পদে মনোনীত হয়েছেন তিনি যদি যোগদান না করেন তাহলে এটা নিয়ে কোনো ইরেগুলারিটি থাকছে না। তবে তিনি লিখিতভাবে কিছু না জানালেও মৌখিকভাবে যোগদান করবেন না বলে আমাকে জানিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তিনি যোগদান না করেন ততক্ষণ পর্যন্ত তিনি বৈধ প্রার্থী।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত