তানিম আহমেদ, চট্টগ্রাম থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বানানো দুটি নকশি কাঁথা উপহার দিয়েছেন চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া রহিমা আক্তার। আজ মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই উপহার দেন রহিমা। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রহিমা আক্তার বলেন, ‘আপনার দেওয়া ঘরে বসবাস করে দুইটা কাঁথা সেলাই করেছি। আপনাকে অবশ্যই অবশ্যই এই কাঁথাগুলো নিতে হবে। আমার কাছে মূল্যবান আর কিছু দেওয়ার নাই। এই দুটি কাঁথা সেলাই করছি। আপনি আমার কাছ থেকে নেবেন।’ এই সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আচ্ছা।’
আশ্রয়ণ প্রকল্পের ঘরটিকে ফাইভ স্টার হোটেলের মতো মনে করেন রহিমা। তিনি বলেন, ‘একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। বিল্ডিংটা দেখলে মনে হয়, ফাইভ স্টার হোটেলের মতো। আমি মনে করি অ্যাঁর (আমার) বিল্ডিংটা ফাইভ স্টার হোটেল।’
রহিমা আক্তার প্রধানমন্ত্রীকে জানান, তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অন্য বাচ্চাদের আরবি পড়ান এবং তাঁর মেয়ে বাংলা, ইংরেজি ও অঙ্ক প্রাইভেট পড়ান।
রহিমা বলেন, ‘সব মিলিয়ে আমাদের ১০-১৫ হাজার টাকা ইনকাম (আয়) হয়। এই আয় দিয়ে একটি ফ্রিজ কিনছি। প্রতিদিন আপনাকে দেখার জন্য একটা টিভি নিছি। এ ছাড়া একটা খাট নিছি।’
আরেক উপকারভোগী ইয়ার মোহাম্মদ বলেন, ‘আমি একদম নিরাশ্রয়। আমার মা-বাবাও আশ্রয় দিতে পারে নাই। অ্যাঁর (আমার) মতো জেলে মানুষকে টোঁয়ায়ে (খুঁজে) একটা ঘর দিছেন। অনেক কৃতজ্ঞ।’
ঘরসহ দুই শতক জমির বিষয়টি উল্লেখ করে ইয়ার মোহাম্মদ বলেন, ‘আমার বিবেক অনুযায়ী প্রধানমন্ত্রী আমারে ২০ লাখ টাকার মালিক বানায়ে দিয়েছেন। আমি অনেক খুশি।’
এ সময় প্রধানমন্ত্রীকে আনোয়ারায় আমন্ত্রণ জানান ইয়ার মোহাম্মদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বানানো দুটি নকশি কাঁথা উপহার দিয়েছেন চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া রহিমা আক্তার। আজ মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই উপহার দেন রহিমা। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রহিমা আক্তার বলেন, ‘আপনার দেওয়া ঘরে বসবাস করে দুইটা কাঁথা সেলাই করেছি। আপনাকে অবশ্যই অবশ্যই এই কাঁথাগুলো নিতে হবে। আমার কাছে মূল্যবান আর কিছু দেওয়ার নাই। এই দুটি কাঁথা সেলাই করছি। আপনি আমার কাছ থেকে নেবেন।’ এই সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আচ্ছা।’
আশ্রয়ণ প্রকল্পের ঘরটিকে ফাইভ স্টার হোটেলের মতো মনে করেন রহিমা। তিনি বলেন, ‘একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। বিল্ডিংটা দেখলে মনে হয়, ফাইভ স্টার হোটেলের মতো। আমি মনে করি অ্যাঁর (আমার) বিল্ডিংটা ফাইভ স্টার হোটেল।’
রহিমা আক্তার প্রধানমন্ত্রীকে জানান, তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অন্য বাচ্চাদের আরবি পড়ান এবং তাঁর মেয়ে বাংলা, ইংরেজি ও অঙ্ক প্রাইভেট পড়ান।
রহিমা বলেন, ‘সব মিলিয়ে আমাদের ১০-১৫ হাজার টাকা ইনকাম (আয়) হয়। এই আয় দিয়ে একটি ফ্রিজ কিনছি। প্রতিদিন আপনাকে দেখার জন্য একটা টিভি নিছি। এ ছাড়া একটা খাট নিছি।’
আরেক উপকারভোগী ইয়ার মোহাম্মদ বলেন, ‘আমি একদম নিরাশ্রয়। আমার মা-বাবাও আশ্রয় দিতে পারে নাই। অ্যাঁর (আমার) মতো জেলে মানুষকে টোঁয়ায়ে (খুঁজে) একটা ঘর দিছেন। অনেক কৃতজ্ঞ।’
ঘরসহ দুই শতক জমির বিষয়টি উল্লেখ করে ইয়ার মোহাম্মদ বলেন, ‘আমার বিবেক অনুযায়ী প্রধানমন্ত্রী আমারে ২০ লাখ টাকার মালিক বানায়ে দিয়েছেন। আমি অনেক খুশি।’
এ সময় প্রধানমন্ত্রীকে আনোয়ারায় আমন্ত্রণ জানান ইয়ার মোহাম্মদ।

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে