তানিম আহমেদ, চট্টগ্রাম থেকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বানানো দুটি নকশি কাঁথা উপহার দিয়েছেন চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া রহিমা আক্তার। আজ মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই উপহার দেন রহিমা। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রহিমা আক্তার বলেন, ‘আপনার দেওয়া ঘরে বসবাস করে দুইটা কাঁথা সেলাই করেছি। আপনাকে অবশ্যই অবশ্যই এই কাঁথাগুলো নিতে হবে। আমার কাছে মূল্যবান আর কিছু দেওয়ার নাই। এই দুটি কাঁথা সেলাই করছি। আপনি আমার কাছ থেকে নেবেন।’ এই সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আচ্ছা।’
আশ্রয়ণ প্রকল্পের ঘরটিকে ফাইভ স্টার হোটেলের মতো মনে করেন রহিমা। তিনি বলেন, ‘একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। বিল্ডিংটা দেখলে মনে হয়, ফাইভ স্টার হোটেলের মতো। আমি মনে করি অ্যাঁর (আমার) বিল্ডিংটা ফাইভ স্টার হোটেল।’
রহিমা আক্তার প্রধানমন্ত্রীকে জানান, তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অন্য বাচ্চাদের আরবি পড়ান এবং তাঁর মেয়ে বাংলা, ইংরেজি ও অঙ্ক প্রাইভেট পড়ান।
রহিমা বলেন, ‘সব মিলিয়ে আমাদের ১০-১৫ হাজার টাকা ইনকাম (আয়) হয়। এই আয় দিয়ে একটি ফ্রিজ কিনছি। প্রতিদিন আপনাকে দেখার জন্য একটা টিভি নিছি। এ ছাড়া একটা খাট নিছি।’
আরেক উপকারভোগী ইয়ার মোহাম্মদ বলেন, ‘আমি একদম নিরাশ্রয়। আমার মা-বাবাও আশ্রয় দিতে পারে নাই। অ্যাঁর (আমার) মতো জেলে মানুষকে টোঁয়ায়ে (খুঁজে) একটা ঘর দিছেন। অনেক কৃতজ্ঞ।’
ঘরসহ দুই শতক জমির বিষয়টি উল্লেখ করে ইয়ার মোহাম্মদ বলেন, ‘আমার বিবেক অনুযায়ী প্রধানমন্ত্রী আমারে ২০ লাখ টাকার মালিক বানায়ে দিয়েছেন। আমি অনেক খুশি।’
এ সময় প্রধানমন্ত্রীকে আনোয়ারায় আমন্ত্রণ জানান ইয়ার মোহাম্মদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বানানো দুটি নকশি কাঁথা উপহার দিয়েছেন চট্টগ্রামের আনোয়ারায় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া রহিমা আক্তার। আজ মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের হাজিগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই উপহার দেন রহিমা। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রহিমা আক্তার বলেন, ‘আপনার দেওয়া ঘরে বসবাস করে দুইটা কাঁথা সেলাই করেছি। আপনাকে অবশ্যই অবশ্যই এই কাঁথাগুলো নিতে হবে। আমার কাছে মূল্যবান আর কিছু দেওয়ার নাই। এই দুটি কাঁথা সেলাই করছি। আপনি আমার কাছ থেকে নেবেন।’ এই সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আচ্ছা।’
আশ্রয়ণ প্রকল্পের ঘরটিকে ফাইভ স্টার হোটেলের মতো মনে করেন রহিমা। তিনি বলেন, ‘একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র। বিল্ডিংটা দেখলে মনে হয়, ফাইভ স্টার হোটেলের মতো। আমি মনে করি অ্যাঁর (আমার) বিল্ডিংটা ফাইভ স্টার হোটেল।’
রহিমা আক্তার প্রধানমন্ত্রীকে জানান, তিনি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত অন্য বাচ্চাদের আরবি পড়ান এবং তাঁর মেয়ে বাংলা, ইংরেজি ও অঙ্ক প্রাইভেট পড়ান।
রহিমা বলেন, ‘সব মিলিয়ে আমাদের ১০-১৫ হাজার টাকা ইনকাম (আয়) হয়। এই আয় দিয়ে একটি ফ্রিজ কিনছি। প্রতিদিন আপনাকে দেখার জন্য একটা টিভি নিছি। এ ছাড়া একটা খাট নিছি।’
আরেক উপকারভোগী ইয়ার মোহাম্মদ বলেন, ‘আমি একদম নিরাশ্রয়। আমার মা-বাবাও আশ্রয় দিতে পারে নাই। অ্যাঁর (আমার) মতো জেলে মানুষকে টোঁয়ায়ে (খুঁজে) একটা ঘর দিছেন। অনেক কৃতজ্ঞ।’
ঘরসহ দুই শতক জমির বিষয়টি উল্লেখ করে ইয়ার মোহাম্মদ বলেন, ‘আমার বিবেক অনুযায়ী প্রধানমন্ত্রী আমারে ২০ লাখ টাকার মালিক বানায়ে দিয়েছেন। আমি অনেক খুশি।’
এ সময় প্রধানমন্ত্রীকে আনোয়ারায় আমন্ত্রণ জানান ইয়ার মোহাম্মদ।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৬ ঘণ্টা আগে