নিজস্ব প্রতিবেদক, বান্দরবান রুমা থেকে

বান্দরবানের রুমার সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপককে সন্ত্রাসীরা অপহরণের পরদিন তাঁর স্ত্রীকে কল করেন এক প্রতারক। ইন্টারনেটের মাধ্যমে আসা ওই কলে দাবি করা হয় ব্যবস্থাপক নেজাম উদ্দিন তাদের কাছে আছেন। এ সময় তাঁর সঙ্গে কথা বলতে চাইলে আর যোগাযোগ করেনি তারা।
তবে কোনো প্রতারক চক্র ওই কলটি করেছিল বলে নিশ্চিত করেছেন অপহরণের শিকার ইমতিয়াজের ভাই পুলিশ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
আজ বৃহস্পতিবার ব্যবস্থাপক নেজাম উদ্দিনের স্ত্রী মাইছুরা ইসফাতের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে আমার স্বামী অপহরণের পর এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারিনি। তবে, বুধবার সকালে ইন্টারনেটের মাধ্যমে একটি কল পেয়েছি। রিসিভ করার পর ওপাশ থেকে বলে-আপনার হাসবেন্ড আমাদের কাছে আছে। কথা বলায় দেব? তারপর আমি কথা বলতে চাইলে, তারা আর কথা বলায় দেননি। পরে, অনেকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।’
এ বিষয়ে নিজাম উদ্দিনের ভাই ও কর্ণফুলী থানার উপপরিদর্শক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বড় ভাবিকে যে নম্বর থেকে কল দিয়েছিল, ওই নম্বর আমরা চেক করে দেখেছি। কোনো প্রতারক চক্র ফোন দিয়েছে। তারা ভাবির সঙ্গে ভাইয়ার কথা বলায় দেবে বলে আর দিতে পারেনি। পরে অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেক চিন্তায় আছি। পুরো পরিবার স্তব্ধ। তবে, আমরা জানতে পেরেছি, বড় ভাই ভালো আছেন।’
গত মঙ্গল ও বুধবার পার্বত্য অঞ্চলে তিন ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সম্পৃক্ততা দেখছে প্রশাসন। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, আজকে কুকি-চিনের সঙ্গে বৈঠক হয়েছে। ব্যাংক ব্যবস্থাপক নেজাম উদ্দিন ভালো আছেন।
এদিকে সন্ত্রাসী হামলার আশঙ্কায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সোনালী ব্যাংক শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। একই সঙ্গে জেলা সদরের প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তিন উপজেলায় আগের মতো ব্যাংকিং কার্যক্রম চালু হবে।
অন্যদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণা করেছে বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটি। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা শেষে এ সিদ্ধান্ত জানান শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা।
তিনি বলেন, পাহাড়ের অস্থিতিশীল পরিবেশ শান্ত করতে এবং কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কিন্তু পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে আলোচনার মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন কেএনএফের সদস্যরা। এর জেরে সব ধরনের আলোচনা স্থগিত করা হয়েছে।

বান্দরবানের রুমার সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপককে সন্ত্রাসীরা অপহরণের পরদিন তাঁর স্ত্রীকে কল করেন এক প্রতারক। ইন্টারনেটের মাধ্যমে আসা ওই কলে দাবি করা হয় ব্যবস্থাপক নেজাম উদ্দিন তাদের কাছে আছেন। এ সময় তাঁর সঙ্গে কথা বলতে চাইলে আর যোগাযোগ করেনি তারা।
তবে কোনো প্রতারক চক্র ওই কলটি করেছিল বলে নিশ্চিত করেছেন অপহরণের শিকার ইমতিয়াজের ভাই পুলিশ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
আজ বৃহস্পতিবার ব্যবস্থাপক নেজাম উদ্দিনের স্ত্রী মাইছুরা ইসফাতের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে আমার স্বামী অপহরণের পর এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারিনি। তবে, বুধবার সকালে ইন্টারনেটের মাধ্যমে একটি কল পেয়েছি। রিসিভ করার পর ওপাশ থেকে বলে-আপনার হাসবেন্ড আমাদের কাছে আছে। কথা বলায় দেব? তারপর আমি কথা বলতে চাইলে, তারা আর কথা বলায় দেননি। পরে, অনেকবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।’
এ বিষয়ে নিজাম উদ্দিনের ভাই ও কর্ণফুলী থানার উপপরিদর্শক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘বড় ভাবিকে যে নম্বর থেকে কল দিয়েছিল, ওই নম্বর আমরা চেক করে দেখেছি। কোনো প্রতারক চক্র ফোন দিয়েছে। তারা ভাবির সঙ্গে ভাইয়ার কথা বলায় দেবে বলে আর দিতে পারেনি। পরে অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেক চিন্তায় আছি। পুরো পরিবার স্তব্ধ। তবে, আমরা জানতে পেরেছি, বড় ভাই ভালো আছেন।’
গত মঙ্গল ও বুধবার পার্বত্য অঞ্চলে তিন ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সম্পৃক্ততা দেখছে প্রশাসন। প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, আজকে কুকি-চিনের সঙ্গে বৈঠক হয়েছে। ব্যাংক ব্যবস্থাপক নেজাম উদ্দিন ভালো আছেন।
এদিকে সন্ত্রাসী হামলার আশঙ্কায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সোনালী ব্যাংক শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। একই সঙ্গে জেলা সদরের প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তিন উপজেলায় আগের মতো ব্যাংকিং কার্যক্রম চালু হবে।
অন্যদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণা করেছে বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটি। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা শেষে এ সিদ্ধান্ত জানান শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা।
তিনি বলেন, পাহাড়ের অস্থিতিশীল পরিবেশ শান্ত করতে এবং কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কিন্তু পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে আলোচনার মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন কেএনএফের সদস্যরা। এর জেরে সব ধরনের আলোচনা স্থগিত করা হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৮ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে