Ajker Patrika

কক্সবাজার সমুদ্রসৈকতে মেসির ৩৪ ফুট ছবি

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৯: ৫৩
কক্সবাজার সমুদ্রসৈকতে মেসির ৩৪ ফুট ছবি

বিশ্বের তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে ছবি প্রদর্শিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকতে। আজ শনিবার (৩ ডিসেম্বর) সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এই ছবি প্রদর্শন করেন চিত্রশিল্পী তারিকুল ইসলাম ও হাসিঘর ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এই ছবি দেখতে তাঁর ভক্ত ও পর্যটকেরা ভিড় করছেন। 

সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ছবিটি প্রদর্শনী করা হয়। ছবি: আজকের পত্রিকাআয়োজকেরা বলছেন, কাতার বিশ্বকাপ সামনে রেখে সবচেয়ে প্রিয় খেলোয়াড় লিওনেল মেসির ছবি সাদা কাপড়ে অ্যাক্রিলিক রং দিয়ে আঁকা হয়েছে, যার দৈর্ঘ্য ৩৪ ফুট এবং প্রস্থ ২২ ফুট। তাঁদের দাবি, কাপড়ে আঁকা এই ছবিই হবে বিশ্বের মধ্যে হাতে আঁকা মেসির সবচেয়ে বড় ছবি। এই ছবিতে আকাশের সাত রং ব্যবহার করা হয়েছে।

চিত্রশিল্পী তারিকুল ইসলাম এর আগে মিষ্টিকুমড়ার বীজে মেসির অবয়ব এঁকেছিলেন। ছবি: সংগৃহীতচিত্রশিল্পী তারিকুল ইসলাম বলেন, ‘কক্সবাজার সমুদ্রসৈকতে মেসির সবচেয়ে বড় ছবিটি প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া এর আগে মিষ্টি কুমড়া বীজে মেসির আটটি ক্ষুদ্র ছবি আঁকা হয়েছে।’

চিত্রশিল্পী তারিকুল রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চারু ও কারুকলা বিষয়ে সহকারী শিক্ষক। তিনি বগুড়ার ধুনট উপজেলার বেড়েরবাড়ী এলাকার বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত