Ajker Patrika

চট্টগ্রামে এক টাকায় ২১ রকমের পণ্য

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
রমজান উপলক্ষে আজ সোমবার চট্টগ্রাম নগরীর ষোলোশহর বিপ্লব উদ্যানে এক টাকার বাজার কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মো. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা
রমজান উপলক্ষে আজ সোমবার চট্টগ্রাম নগরীর ষোলোশহর বিপ্লব উদ্যানে এক টাকার বাজার কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মো. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে রমজান উপলক্ষে নামমাত্র ‘এক টাকা’ মূল্যে চাল, ছোলা, ডাল, তেল, ডিমসহ ২১ রকমের পণ্য নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। আজ সোমবার সকালে নগরীর দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সহায়তায় ‘এক টাকায় রোজার বাজার’ কর্মসূচির মাধ্যমে এই বাজার বিতরণ করা হয়।

বাজারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এক টাকায় রোজার বাজারের খবর পেয়ে নগরের নিম্ন আয়ের মানুষ ভিড় করেন ওই বাজারে। এক টাকার কয়েন জমা নিয়ে দেওয়া হয় ২০ টাকার কুপন। একেকটা কুপন দিয়ে কেনাকাটা করেন সবাই।

রমজান উপলক্ষে আজ সোমবার চট্টগ্রাম নগরীর ষোলোশহর বিপ্লব উদ্যানে এক টাকার বাজার কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মো. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা
রমজান উপলক্ষে আজ সোমবার চট্টগ্রাম নগরীর ষোলোশহর বিপ্লব উদ্যানে এক টাকার বাজার কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মো. শাহাদাত হোসেন। ছবি: আজকের পত্রিকা

বাজার উদ্বোধনকালে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘এক টাকায় রোজার এই বাজারে এসে আমার মনে হচ্ছে, এখানে শায়েস্তা খাঁর আমল ফিরে এসেছে। অভাবী মানুষজন এখান থেকে এক টাকা মূল্য পরিশোধ করে হাজার টাকার অধিক পণ্য বাছাই করার স্বাধীনতা পাচ্ছেন। এমন বাজারের ধারণা অভাবনীয় প্রশংসার দাবি রাখে। বিদ্যানন্দকে দেখে যদি সমাজের অন্য বিত্তবানেরা এভাবে মানুষের পাশে এগিয়ে আসেন, তাহলে এই রমজানে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে বিশ্বাস করি।’

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের পরিচালক জামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ বাজারে ৫০০ দরিদ্র পরিবার এক টাকা দিয়ে কমপক্ষে ১ হাজার টাকার নিত্যপণ্য কিনতে পেরেছে, যা তাদের এ দুঃসময়ে একটু হলেও স্বস্তি নিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চূড়ান্ত হচ্ছে সাত কলেজের নতুন বিশ্ববিদ্যালয়ের নাম, শিগগির ঘোষণা

প্রবাসীর স্ত্রীর ঘরে ধরা পড়া সেই নেতাকে বহিষ্কার করল ছাত্রশিবির

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিতে নৌকা না পেয়ে ভূমি অফিস সহকারীকে মারধর এসপির

এশিয়ার ১০টিসহ ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত