মো. আকতারুজ্জামান, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

সম্পত্তি আত্মসাৎ এবং সরকারি চাকরিতে যোগদান করতে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদে মা-বাবার নাম পরিবর্তন করেছিলেন এনবিআর কর্মকর্তা হুমায়ুন কবির (৩৭)। একটি মামলা ও পরবর্তী তদন্তের জেরে এসব তথ্য বেরিয়ে এসেছে।
হুমায়ুন কবিরের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামে। তিনি এনবিআরের কর অঞ্চল-২৪-এ কর্মরত। জমি নিয়ে জালিয়াতির অভিযোগে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছিলেন তাঁর চাচাতো ভাই শাহ আলম। ওই মামলায় তিনি অভিযোগ করেছিলেন, তাঁর মা হাফেজা খাতুনের সঙ্গে বাবা জয়নাল আবেদীনের বিবাহবিচ্ছেদের পর সাফিয়া খাতুন ওরফে সাকিয়া বেগমকে বিয়ে করেন তাঁর বাবা। মামলায় অভিযুক্ত হুমায়ুন কবির তাঁর চাচাতো ভাই। হুমায়ুন কবির নিজের জাতীয় পরিচয়পত্রে শাহ আলমের মা ও বাবার নাম ব্যবহার করেছেন। উদ্দেশ্য ছিল শাহ আলমের পরিবারের সম্পত্তিতে ভাগ বসানো। এ কাজের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদেও নাম পরিবর্তন করেছেন তিনি।
এরপর শাহ আলমের সৎ মা সাফিয়া খাতুন ওরফে সাকিয়া বেগমের কাছ থেকে জালিয়াতি করে ২০১৫ সালে চৌদ্দগ্রাম সাবরেজিস্ট্রার অফিসের মাধ্যমে ৬ শতক জমি হেবানামা করে নেন। ওই দলিলে হুমায়ুন কবির চাচা জয়নাল আবেদীনকে নিজের বাবা এবং শাহ আলমের সৎ মা সাফিয়া খাতুনকে নিজের মা উল্লেখ করেন। এরপর ওই বছরই চৌদ্দগ্রাম সাবরেজিস্ট্রার অফিসের মাধ্যমে হুমায়ুন কবির তাঁর ভাই জালাল আহম্মদকে অপর একটি দলিলে ওই ৬ শতকসহ ৯ শতক জমি হেবা দলিল করে দেন। ওই দলিলে হুমায়ুন কবির তাঁর বাবার নাম উল্লেখ করেন আমির হোসেন এবং মায়ের নাম সালেহা বেগম।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কুমিল্লাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি হুমায়ুন কবির জালিয়াতির মাধ্যমে বাদী শাহ আলমের মা-বাবার সম্পত্তিতে মালিকানা লাভের উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। এ ছাড়া তিনি শিক্ষাগত যোগ্যতার সনদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহ আলম বলেন, ‘হুমায়ুন কবির আমার আপন চাচাতো ভাই। তিনি আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করতে এবং সরকারি চাকরিতে যোগদান করতে আমার বাবা ও সৎ মায়ের নাম ব্যবহার করেছেন। এ বিষয়ে মামলা করার পর থেকে আমাকে হত্যাসহ নানা হুমকি দিচ্ছেন।’
এ নিয়ে জানতে হুমায়ুন কবিরের মোবাইলে কল করে সাংবাদিক পরিচয় দিলে তিনি কল কেটে দেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলার বাদী শাহ আলমের আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এই প্রতিবেদন আদালতে দেওয়া হয়েছে।

সম্পত্তি আত্মসাৎ এবং সরকারি চাকরিতে যোগদান করতে জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদে মা-বাবার নাম পরিবর্তন করেছিলেন এনবিআর কর্মকর্তা হুমায়ুন কবির (৩৭)। একটি মামলা ও পরবর্তী তদন্তের জেরে এসব তথ্য বেরিয়ে এসেছে।
হুমায়ুন কবিরের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামে। তিনি এনবিআরের কর অঞ্চল-২৪-এ কর্মরত। জমি নিয়ে জালিয়াতির অভিযোগে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা করেছিলেন তাঁর চাচাতো ভাই শাহ আলম। ওই মামলায় তিনি অভিযোগ করেছিলেন, তাঁর মা হাফেজা খাতুনের সঙ্গে বাবা জয়নাল আবেদীনের বিবাহবিচ্ছেদের পর সাফিয়া খাতুন ওরফে সাকিয়া বেগমকে বিয়ে করেন তাঁর বাবা। মামলায় অভিযুক্ত হুমায়ুন কবির তাঁর চাচাতো ভাই। হুমায়ুন কবির নিজের জাতীয় পরিচয়পত্রে শাহ আলমের মা ও বাবার নাম ব্যবহার করেছেন। উদ্দেশ্য ছিল শাহ আলমের পরিবারের সম্পত্তিতে ভাগ বসানো। এ কাজের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদেও নাম পরিবর্তন করেছেন তিনি।
এরপর শাহ আলমের সৎ মা সাফিয়া খাতুন ওরফে সাকিয়া বেগমের কাছ থেকে জালিয়াতি করে ২০১৫ সালে চৌদ্দগ্রাম সাবরেজিস্ট্রার অফিসের মাধ্যমে ৬ শতক জমি হেবানামা করে নেন। ওই দলিলে হুমায়ুন কবির চাচা জয়নাল আবেদীনকে নিজের বাবা এবং শাহ আলমের সৎ মা সাফিয়া খাতুনকে নিজের মা উল্লেখ করেন। এরপর ওই বছরই চৌদ্দগ্রাম সাবরেজিস্ট্রার অফিসের মাধ্যমে হুমায়ুন কবির তাঁর ভাই জালাল আহম্মদকে অপর একটি দলিলে ওই ৬ শতকসহ ৯ শতক জমি হেবা দলিল করে দেন। ওই দলিলে হুমায়ুন কবির তাঁর বাবার নাম উল্লেখ করেন আমির হোসেন এবং মায়ের নাম সালেহা বেগম।
আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কুমিল্লাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি হুমায়ুন কবির জালিয়াতির মাধ্যমে বাদী শাহ আলমের মা-বাবার সম্পত্তিতে মালিকানা লাভের উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। এ ছাড়া তিনি শিক্ষাগত যোগ্যতার সনদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহ আলম বলেন, ‘হুমায়ুন কবির আমার আপন চাচাতো ভাই। তিনি আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করতে এবং সরকারি চাকরিতে যোগদান করতে আমার বাবা ও সৎ মায়ের নাম ব্যবহার করেছেন। এ বিষয়ে মামলা করার পর থেকে আমাকে হত্যাসহ নানা হুমকি দিচ্ছেন।’
এ নিয়ে জানতে হুমায়ুন কবিরের মোবাইলে কল করে সাংবাদিক পরিচয় দিলে তিনি কল কেটে দেন।
মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডি কুমিল্লার পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির বলেন, অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলার বাদী শাহ আলমের আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং এই প্রতিবেদন আদালতে দেওয়া হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে