Ajker Patrika

গৃহবধূর ছবি-ভিডিও ধারণ করে চাঁদা দাবির মামলায় যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১৭
গৃহবধূর ছবি-ভিডিও ধারণ করে চাঁদা দাবির মামলায় যুবক গ্রেপ্তার

নোয়াখালীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান আসিফ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাইজদী পৌর পার্কের সামনে থেকে মেহেদী হাসান আসিফকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁকে সুধারাম মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মেহেদী হাসান আসিফ জেলার বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের লুত ড্রাইভার বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, এক গৃহবধূর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় মেহেদী হাসান আসিফের। ওই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে ভিডিও কলসহ কৌশলে গৃহবধূর কিছু অশ্লীল-আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। পরে সেই ছবি-ভিডিও পেনড্রাইভে সংরক্ষণ করে সেসব দেখিয়ে গৃহবধূর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী নারী বিষয়টি জানালে গোয়েন্দা পুলিশ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর মাধ্যমে তাঁকে মাইজদী পৌর পার্কে ডেকে নেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পার্কের গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার যুবককে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

সঞ্চয়পত্রের মুনাফার হার কমছে না, প্রজ্ঞাপনের অপেক্ষা

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

ব্যবসায়ী নেতাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিল বিএনপি

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: বিকেলে নেওয়ার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত