নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে তলব করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত ওই মামলার এক আসামির জামিন শুনানিতে এই আদেশ দেন।
আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী এস. এম মোর্শেদ।
এস. এম মোর্শেদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির ঘটনায় হাটহাজারী থানার মামলায় কারাগারে থাকা আসামি নুর হোসেন শাওন জামিন আবেদন করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে ১৪ সেপ্টেম্বর পুনরায় জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। সেই সঙ্গে ওই দিন আদালতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তলব করেন। একই দিন যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীকে আদালতে শুনানিতে উপস্থিত থাকতে আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে শ্লীলতাহানি করেন পাঁচ যুবক। ওই ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করেছিলেন অভিযুক্তরা। ঘটনার দুই দিন পর ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
এদিকে মামলার পর গত ২২ ও ২৩ জুলাই র্যাব অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) ও একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২), মো. সাইফুল (২৩) ও সাইফুল ইসলাম (২৪)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনার মামলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াকে তলব করেছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞার আদালত ওই মামলার এক আসামির জামিন শুনানিতে এই আদেশ দেন।
আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী এস. এম মোর্শেদ।
এস. এম মোর্শেদ জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শ্লীলতাহানির ঘটনায় হাটহাজারী থানার মামলায় কারাগারে থাকা আসামি নুর হোসেন শাওন জামিন আবেদন করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে ১৪ সেপ্টেম্বর পুনরায় জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন। সেই সঙ্গে ওই দিন আদালতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে তলব করেন। একই দিন যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থীকে আদালতে শুনানিতে উপস্থিত থাকতে আদেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত ১৭ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে শ্লীলতাহানি করেন পাঁচ যুবক। ওই ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করেছিলেন অভিযুক্তরা। ঘটনার দুই দিন পর ওই ছাত্রী বাদী হয়ে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
এদিকে মামলার পর গত ২২ ও ২৩ জুলাই র্যাব অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) ও একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২), মো. সাইফুল (২৩) ও সাইফুল ইসলাম (২৪)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে