কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর ও মনোহরগঞ্জ উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। ইভিএমে ভোট হওয়ায় কেন্দ্র দখল, জাল ভোট নিয়ে তেমন উত্তেজনা না হলেও নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধসহ বিক্ষিপ্ত ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
এদিকে মুরাদনগরের ধামঘর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালামকে আটকের খবরে তাঁর সমর্থকেরা পরমতলায় গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তা সরিয়ে দেয়। এ সময় স্ট্রাইকিং ফোর্সের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়। বাংগরা পশ্চিম ইউপির দীঘিরপাড় দাখিল মাদ্রাসা কেন্দ্রে পোলিং কর্মকর্তার প্রক্সি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনকে প্রভাবিত করার অপরাধে মুরাদনগর এলজিইডি কার্যালয়ের এক কার্য সহকারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আবার শ্রীকাইল ইউপির উত্তর পেন্নাই এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহারকে সমর্থন করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়ার বাড়িঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষ এক প্রার্থী। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর, মালামাল লুটপাট ও হামলায় আহত হয়েছে ১০ জন।
একইভাবে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিরা হলেন সাবেক ইউপি সদস্য বাহাউদ্দিন, আনোয়ার হোসেন, হাবিব ও কাদির। আনোয়ার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রে দায়িত্বরত এএসআই সত্যজিৎ ধর জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছিল। হঠাৎ কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, এই কেন্দ্রটি খুবই ছোট। তবে ভোটারদের নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের সময় বাগ্বিতণ্ডার ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার দুটি উপজেলার মধ্যে মুরাদনগর উপজেলার ২২ ইউপির ২১টি এবং মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউপির মধ্যে ৩টিতে ১টি সংরক্ষিত সদস্যসহ ৪টি পদে ব্যালটে নির্বাচন হয়। এ উপজেলার ৩টি ইউপির ৪টি সদস্যপদ ছাড়া সব কটি ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যপদে একক প্রার্থী হওয়ায় সবাই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

কুমিল্লার মুরাদনগর ও মনোহরগঞ্জ উপজেলার ২৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। ইভিএমে ভোট হওয়ায় কেন্দ্র দখল, জাল ভোট নিয়ে তেমন উত্তেজনা না হলেও নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধসহ বিক্ষিপ্ত ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছে।
এদিকে মুরাদনগরের ধামঘর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কালামকে আটকের খবরে তাঁর সমর্থকেরা পরমতলায় গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে রাখেন। পরে পুলিশ এসে তা সরিয়ে দেয়। এ সময় স্ট্রাইকিং ফোর্সের গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করা হয়। বাংগরা পশ্চিম ইউপির দীঘিরপাড় দাখিল মাদ্রাসা কেন্দ্রে পোলিং কর্মকর্তার প্রক্সি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনকে প্রভাবিত করার অপরাধে মুরাদনগর এলজিইডি কার্যালয়ের এক কার্য সহকারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আবার শ্রীকাইল ইউপির উত্তর পেন্নাই এলাকায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহারকে সমর্থন করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়ার বাড়িঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষ এক প্রার্থী। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর, মালামাল লুটপাট ও হামলায় আহত হয়েছে ১০ জন।
একইভাবে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। এতে আহত ব্যক্তিরা হলেন সাবেক ইউপি সদস্য বাহাউদ্দিন, আনোয়ার হোসেন, হাবিব ও কাদির। আনোয়ার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রে দায়িত্বরত এএসআই সত্যজিৎ ধর জানান, ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলছিল। হঠাৎ কেন্দ্রের বাইরে উত্তেজনা সৃষ্টি হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সাহেবনগর মাহুতিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, এই কেন্দ্রটি খুবই ছোট। তবে ভোটারদের নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের সময় বাগ্বিতণ্ডার ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লার দুটি উপজেলার মধ্যে মুরাদনগর উপজেলার ২২ ইউপির ২১টি এবং মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউপির মধ্যে ৩টিতে ১টি সংরক্ষিত সদস্যসহ ৪টি পদে ব্যালটে নির্বাচন হয়। এ উপজেলার ৩টি ইউপির ৪টি সদস্যপদ ছাড়া সব কটি ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যপদে একক প্রার্থী হওয়ায় সবাই বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪১ মিনিট আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
১ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
২ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
২ ঘণ্টা আগে