নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করতে স্ত্রী ও কন্যাসন্তান মেহেরিমা নূর আয়েশাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন সাজ্জাদুন নূর। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন তিনি। এরপর যাচ্ছিলেন বোয়ালখালী উপজেলার পূর্বগোমদণ্ডী ইউনিয়নে। কিন্তু কালুরঘাট সেতু তাদের জীবন ওলটপালট করে দিল মুহূর্তেই।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের ওপর ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায় কোলের ছোট্ট শিশু আয়েশা। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে এক ধাক্কায় দুমড়ে-মুচড়ে দেয়। এ ঘটনায় সাজ্জাদুন নূর ও তাঁর স্ত্রী জুবাইয়া ইসরা বেঁচে গেলেও প্রাণ হারিয়েছে দুই বছর বয়সী আয়েশা। এ সময় মেয়ের নিথর দেহ কোলে নিয়ে মা-বাবা কত ছোটাছুটি করেন মেয়েকে বাঁচানোর জন্য। কান্নায় আকাশ-বাতাস একাকার করে ফেলেন সাজ্জাদুন ও ইসরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে ঘটা এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় পুরো চট্টগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে শিশু আয়েশার ছবি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া চলছে সবখানে। মানুষের প্রশ্ন, ‘কালুরঘাট সেতু কি কর্তৃপক্ষহীন? একপাশে ট্রেন উঠলে আরেক পাশে গাড়ি উঠে কীভাবে সেতুতে? এই সেতুতে মুখোমুখি দুটি গাড়ি অতিক্রান্ত হওয়ার সুযোগ নেই। তাহলে দুপাশে একই সময়ে গাড়ি উঠতে দিল কারা?’
ভয়াবহ এ দুর্ঘটনার পর আয়েশা ও তার মাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আয়শাকে মৃত ঘোষণা করেন। আর তার মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই হাসপাতালে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সন্তান হারানোর শোকে আহাজারি করছেন সাজ্জাদুন নূর। বারবার বলছিলেন, ‘আমার মেয়েটা কী দোষ করেছে? আমি হয়তো গুনাহ করেছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, সাজ্জাদুন পেশায় গ্রাফিক ডিজাইনার। আয়েশা ছিল তাঁদের একমাত্র সন্তান। স্ত্রী-কন্যাকে নিয়ে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সাজ্জাদুন।
এ বিষয়ে সাজ্জাদুনের চাচাতো ভাই কাউসার বাপ্পি বলেন, ‘আমাদের ঈদ মাটি হয়ে গেছে। আয়েশার জন্য কাঁদছে বোয়ালখালী। কী সান্ত্বনা হবে এই মৃত্যুর?’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, দুর্ঘটনায় আয়েশাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করতে স্ত্রী ও কন্যাসন্তান মেহেরিমা নূর আয়েশাকে নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন সাজ্জাদুন নূর। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করেন তিনি। এরপর যাচ্ছিলেন বোয়ালখালী উপজেলার পূর্বগোমদণ্ডী ইউনিয়নে। কিন্তু কালুরঘাট সেতু তাদের জীবন ওলটপালট করে দিল মুহূর্তেই।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের ওপর ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারায় কোলের ছোট্ট শিশু আয়েশা। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে এক ধাক্কায় দুমড়ে-মুচড়ে দেয়। এ ঘটনায় সাজ্জাদুন নূর ও তাঁর স্ত্রী জুবাইয়া ইসরা বেঁচে গেলেও প্রাণ হারিয়েছে দুই বছর বয়সী আয়েশা। এ সময় মেয়ের নিথর দেহ কোলে নিয়ে মা-বাবা কত ছোটাছুটি করেন মেয়েকে বাঁচানোর জন্য। কান্নায় আকাশ-বাতাস একাকার করে ফেলেন সাজ্জাদুন ও ইসরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে ঘটা এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে যায় পুরো চট্টগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমসহ সবখানে শিশু আয়েশার ছবি ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া চলছে সবখানে। মানুষের প্রশ্ন, ‘কালুরঘাট সেতু কি কর্তৃপক্ষহীন? একপাশে ট্রেন উঠলে আরেক পাশে গাড়ি উঠে কীভাবে সেতুতে? এই সেতুতে মুখোমুখি দুটি গাড়ি অতিক্রান্ত হওয়ার সুযোগ নেই। তাহলে দুপাশে একই সময়ে গাড়ি উঠতে দিল কারা?’
ভয়াবহ এ দুর্ঘটনার পর আয়েশা ও তার মাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আয়শাকে মৃত ঘোষণা করেন। আর তার মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ওই হাসপাতালে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সন্তান হারানোর শোকে আহাজারি করছেন সাজ্জাদুন নূর। বারবার বলছিলেন, ‘আমার মেয়েটা কী দোষ করেছে? আমি হয়তো গুনাহ করেছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, সাজ্জাদুন পেশায় গ্রাফিক ডিজাইনার। আয়েশা ছিল তাঁদের একমাত্র সন্তান। স্ত্রী-কন্যাকে নিয়ে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন সাজ্জাদুন।
এ বিষয়ে সাজ্জাদুনের চাচাতো ভাই কাউসার বাপ্পি বলেন, ‘আমাদের ঈদ মাটি হয়ে গেছে। আয়েশার জন্য কাঁদছে বোয়ালখালী। কী সান্ত্বনা হবে এই মৃত্যুর?’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, দুর্ঘটনায় আয়েশাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বেলা পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় এবং ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
১৪ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
৩২ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
১ ঘণ্টা আগে