চাঁদপুর প্রতিনিধি

আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। তাঁকে থানায় নিতে ওসিকে আসতে বলা ইউনিয়ন ছাত্রদলের নেতা শাওন কাবী রিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ (বুধবার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাওন কাবী রিজা ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, একজন কনটেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবী রিজা। সেই ঘটনায় অভিযোগ পাওয়ার পর রাতে উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ।
এ সময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাঁকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা প্রদান, অশোভন আচরণসহ পুলিশের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।
এ সময় পুলিশের এক উপপরিদর্শককে ওই ছাত্রদল নেতা বলেন, ‘আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। নাহয়, আমি যাব না।’
এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, সড়কে যানবাহনের গতিরোধ করে মারধর এবং একই সঙ্গে পুলিশের কাজে বাধা প্রদান করায় তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। সেই মামলায় কাবীকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নজরে আসে কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের। এ ঘটনায় আজ কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত পত্রে শাওন কাবী রিজাকে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। তাঁকে থানায় নিতে ওসিকে আসতে বলা ইউনিয়ন ছাত্রদলের নেতা শাওন কাবী রিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ (বুধবার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাওন কাবী রিজা ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, একজন কনটেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবী রিজা। সেই ঘটনায় অভিযোগ পাওয়ার পর রাতে উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ।
এ সময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাঁকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা প্রদান, অশোভন আচরণসহ পুলিশের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।
এ সময় পুলিশের এক উপপরিদর্শককে ওই ছাত্রদল নেতা বলেন, ‘আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। নাহয়, আমি যাব না।’
এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, সড়কে যানবাহনের গতিরোধ করে মারধর এবং একই সঙ্গে পুলিশের কাজে বাধা প্রদান করায় তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। সেই মামলায় কাবীকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নজরে আসে কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের। এ ঘটনায় আজ কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত পত্রে শাওন কাবী রিজাকে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের কাছে আবিদের সুস্থতা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। দুর্ঘটনায় আবিদের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। তবে ক্ষত গভীর হওয়ায় তার রক্তে সংক্রমণ (সেফটিসেমিয়া) ছড়িয়ে পড়েছিল।
১৫ মিনিট আগে
রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সালমান (১২) নামে ওই শিশুটিকে পথশিশু বলে জানিয়েছে পুলিশ।
২৭ মিনিট আগে
নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে