Ajker Patrika

আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে, সেই ছাত্রদল নেতা কারাগারে

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৮: ০৮
ফরিদগঞ্জে সেই ছাত্রদল নেতা কারাগারে। ছবি: আজকের পত্রিকা
ফরিদগঞ্জে সেই ছাত্রদল নেতা কারাগারে। ছবি: আজকের পত্রিকা

আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। তাঁকে থানায় নিতে ওসিকে আসতে বলা ইউনিয়ন ছাত্রদলের নেতা শাওন কাবী রিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ (বুধবার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শাওন কাবী রিজা ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একজন কনটেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবী রিজা। সেই ঘটনায় অভিযোগ পাওয়ার পর রাতে উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ।

এ সময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাঁকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা প্রদান, অশোভন আচরণসহ পুলিশের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।

এ সময় পুলিশের এক উপপরিদর্শককে ওই ছাত্রদল নেতা বলেন, ‘আমি ছাত্রদলের প্রেসিডেন্ট। আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। নাহয়, আমি যাব না।’

এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, সড়কে যানবাহনের গতিরোধ করে মারধর এবং একই সঙ্গে পুলিশের কাজে বাধা প্রদান করায় তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। সেই মামলায় কাবীকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নজরে আসে কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের। এ ঘটনায় আজ কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত পত্রে শাওন কাবী রিজাকে ১৬ নম্বর রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত