নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে ১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর গাড়িবহরে হামলা চালানো হয়েছে। আজ বুধবার নগরের কোতোয়ালি থানার ওয়াসার মোড়ে এ ঘটনা ঘটে।
হামলায় আওয়ামী লীগের ৮-১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় নির্বাচনী প্রচারে অংশ নেওয়া অন্তত আটটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বেলা ৩টার দিকে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির। পদযাত্রা শেষে নিউমার্কেট থেকে একটি গ্রুপ নগরের ওয়াসার মোড়ের দিকে যাওয়ার পথে মহিউদ্দিন বাচ্চুর গাড়িবহরে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মীর একটি মিছিল লালখান বাজার হয়ে ওয়াসার দিকে যাচ্ছিল। লালখান বাজার পেট্রলপাম্পের সামনে মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রচারণে আটটি গাড়ি রাখা ছিল। এ সময় আওয়ামী লীগের ১০-২০ জন নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির নেতা-কর্মীরা মিছিল থেকে পাথর ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় অন্তত আটটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মী আহত হন।
এদিকে মহিউদ্দিন বাচ্চুর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। এ সময় হাতে লাঠিসোঁটা নিয়ে তাঁদের বিক্ষোভ করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ গিয়ে তাঁদের শান্ত করে। এ সময় বিএনপির কর্মী সন্দেহে এক কর্মীকে আটক করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করে।
ওমর গনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি আবারও সন্ত্রাসী কার্যক্রম বেছে নিয়েছে। মহিউদ্দিন বাচ্চু ভাইয়ের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার চেষ্টা করেছে। আমাদের নেতা-কর্মীরা তা প্রতিরোধ করেছে। তারা সন্ত্রাসী কায়দায় ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে। বিএনপি-জামায়াত যে সন্ত্রাসী দল, আবারও তার প্রমাণ দিল।’
যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘মিছিল নিয়ে যাওয়ার পথে অতর্কিতে হামলা করে পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বাধা দিতে গেলে আমাদের বেশ কিছু নেতা-কর্মী আহত হন।’
তবে বিএনপির ওই হামলার প্রতিবাদে নগর বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা করেছে বলে দাবি করেছেন নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। তিনি বলেন, বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে বলেন, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে তারা নিজেরাই হামলা চালিয়েছে। আজ বিএনপির কর্মসূচিতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে। এটি দেখে হতাশায় আওয়ামী লীগের লোকজন এসে বিএনপির কার্যালয়ে হামলা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লালখান বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বিএনপির লোকজন হামলা চালিয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগের একটি গ্রুপ বিএনপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

চট্টগ্রামে বিএনপির পদযাত্রা থেকে ১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর গাড়িবহরে হামলা চালানো হয়েছে। আজ বুধবার নগরের কোতোয়ালি থানার ওয়াসার মোড়ে এ ঘটনা ঘটে।
হামলায় আওয়ামী লীগের ৮-১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় নির্বাচনী প্রচারে অংশ নেওয়া অন্তত আটটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বেলা ৩টার দিকে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ছিল মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির। পদযাত্রা শেষে নিউমার্কেট থেকে একটি গ্রুপ নগরের ওয়াসার মোড়ের দিকে যাওয়ার পথে মহিউদ্দিন বাচ্চুর গাড়িবহরে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির ৫০-৬০ জন নেতা-কর্মীর একটি মিছিল লালখান বাজার হয়ে ওয়াসার দিকে যাচ্ছিল। লালখান বাজার পেট্রলপাম্পের সামনে মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রচারণে আটটি গাড়ি রাখা ছিল। এ সময় আওয়ামী লীগের ১০-২০ জন নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির নেতা-কর্মীরা মিছিল থেকে পাথর ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় অন্তত আটটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মী আহত হন।
এদিকে মহিউদ্দিন বাচ্চুর অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার প্রতিবাদে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। এ সময় হাতে লাঠিসোঁটা নিয়ে তাঁদের বিক্ষোভ করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ গিয়ে তাঁদের শান্ত করে। এ সময় বিএনপির কর্মী সন্দেহে এক কর্মীকে আটক করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করে।
ওমর গনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি আবারও সন্ত্রাসী কার্যক্রম বেছে নিয়েছে। মহিউদ্দিন বাচ্চু ভাইয়ের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে হামলার চেষ্টা করেছে। আমাদের নেতা-কর্মীরা তা প্রতিরোধ করেছে। তারা সন্ত্রাসী কায়দায় ৮-১০টি গাড়ি ভাঙচুর করেছে। বিএনপি-জামায়াত যে সন্ত্রাসী দল, আবারও তার প্রমাণ দিল।’
যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগারবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘মিছিল নিয়ে যাওয়ার পথে অতর্কিতে হামলা করে পাঁচটি মোটরসাইকেল, পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় বাধা দিতে গেলে আমাদের বেশ কিছু নেতা-কর্মী আহত হন।’
তবে বিএনপির ওই হামলার প্রতিবাদে নগর বিএনপির কার্যালয়ে পাল্টা হামলা করেছে বলে দাবি করেছেন নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। তিনি বলেন, বিএনপির কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।
নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে বলেন, আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে তারা নিজেরাই হামলা চালিয়েছে। আজ বিএনপির কর্মসূচিতে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে। এটি দেখে হতাশায় আওয়ামী লীগের লোকজন এসে বিএনপির কার্যালয়ে হামলা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লালখান বাজারে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে বিএনপির লোকজন হামলা চালিয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগের একটি গ্রুপ বিএনপির কার্যালয়ে ঢোকার চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্যসচিব ইউনুস আলী (৩২)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার...
৯ মিনিট আগে
চট্টগ্রাম মহানগরীতে ৩৩০ জনের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ তালিকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সাবেক মন্ত্রী, মেয়র, কাউন্সিলরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যেমন আছেন, একইভাবে আছেন বিএনপির নেতা, সনাতনী...
১২ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আটতলা নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু ওয়ার্ডে আগুনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আতঙ্কে রোগী ও স্বজনদের হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুনে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে...
৩৯ মিনিট আগে
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে দ্রুততম সময়ে ১৬ দশমিক ১ কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম স্থান অধিকার করেছেন সাইফুল ইসলাম রাসেল। ৪ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগিতা শেষ করেন।
১ ঘণ্টা আগে