নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টার উপস্থিতিতে মতবিনিময় সভায় উন্নয়ন প্রকল্পের ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিডিএর সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের ছবি দেখানো হয়েছিল। এমন ভিডিও প্রদর্শনে উষ্মা প্রকাশ করেন দুই উপদেষ্টা। এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হওয়ার পর সংশ্লিষ্ট প্রকৌশলীকে শোকজ করেছে সিডিএ কর্তৃপক্ষ।
গত শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মতবিনিময় সভায় এমন ভিডিও দেখানো হয়। এতে দায়িত্ব গাফিলতির কারণে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা প্রকল্পের পরিচালক আহমেদ মঈনুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি।
মতবিনিময় সভায় উপস্থিত থাকা সিডিএর কর্মকর্তারা জানান, সিডিএর চলমান প্রকল্পগুলোর উন্নয়নকাজের তথ্য-উপাত্ত নিয়ে প্রকল্প পরিচালকরা ভিডিও ও স্লাইড প্রদর্শন করেন মতবিনিময় সভায়। প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনও ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের ভিডিও চিত্র প্রদর্শন করেন। এ সময় ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিডিএর সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের ছবি দেখানো হয়। এ নিয়ে সভায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভায় উপস্থিত সকলে একজন আরেকজনের দিকে তাকাতে থাকে। দুই উপদেষ্টা এতে উষ্মা প্রকাশ করেন।
এ বিষয়ে সিডিএর সচিব রবীন্দ্র চাকমা জানান, নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনকে শোকজ করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতেও বলা হয়েছে। এদিকে সিডিএর কয়েকজন প্রকৌশলী নিজেদের নাম গোপন রেখে বলেছেন, আসলে ভুলবশত এটা হয়েছে। আহমেদ মঈনুদ্দিনও ভুলবশত এটা হয়েছে বলে জানান।
মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সিডিএর চেয়ারম্যান নুরুল করিম উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টার উপস্থিতিতে মতবিনিময় সভায় উন্নয়ন প্রকল্পের ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিডিএর সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের ছবি দেখানো হয়েছিল। এমন ভিডিও প্রদর্শনে উষ্মা প্রকাশ করেন দুই উপদেষ্টা। এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হওয়ার পর সংশ্লিষ্ট প্রকৌশলীকে শোকজ করেছে সিডিএ কর্তৃপক্ষ।
গত শনিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মতবিনিময় সভায় এমন ভিডিও দেখানো হয়। এতে দায়িত্ব গাফিলতির কারণে সিডিএর নির্বাহী প্রকৌশলী ও জলাবদ্ধতা প্রকল্পের পরিচালক আহমেদ মঈনুদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি।
মতবিনিময় সভায় উপস্থিত থাকা সিডিএর কর্মকর্তারা জানান, সিডিএর চলমান প্রকল্পগুলোর উন্নয়নকাজের তথ্য-উপাত্ত নিয়ে প্রকল্প পরিচালকরা ভিডিও ও স্লাইড প্রদর্শন করেন মতবিনিময় সভায়। প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনও ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের ভিডিও চিত্র প্রদর্শন করেন। এ সময় ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিডিএর সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুচ ছালামের ছবি দেখানো হয়। এ নিয়ে সভায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। সভায় উপস্থিত সকলে একজন আরেকজনের দিকে তাকাতে থাকে। দুই উপদেষ্টা এতে উষ্মা প্রকাশ করেন।
এ বিষয়ে সিডিএর সচিব রবীন্দ্র চাকমা জানান, নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনকে শোকজ করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে জবাব দিতেও বলা হয়েছে। এদিকে সিডিএর কয়েকজন প্রকৌশলী নিজেদের নাম গোপন রেখে বলেছেন, আসলে ভুলবশত এটা হয়েছে। আহমেদ মঈনুদ্দিনও ভুলবশত এটা হয়েছে বলে জানান।
মতবিনিময় সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান, ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমান খান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সিডিএর চেয়ারম্যান নুরুল করিম উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৪ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৫ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৫ ঘণ্টা আগে