নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত অপরাধী মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের (৩২) সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। সাইফুলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে বায়েজিদ লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাতে বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত ২টার দিকে চেকপোস্টের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে গোলাগুলির পর বার্মা সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বার্মা সাইফুল সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ১৮ মামলার আসামি। এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।
গোলাগুলির ঘটনায় সাইফুল গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি জানান, বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল। ভোররাতে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন– বায়েজিদ থানার উপপরিদর্শক কে এম নজিবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো. রবিউল হোসেন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

চট্টগ্রাম: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও তালিকাভুক্ত অপরাধী মো. সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলের (৩২) সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। সাইফুলের কাছ থেকে দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দিবাগত রাতে বায়েজিদ লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।
বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, রাতে বায়েজিদ বোস্তামী থানার লিংক রোডের এশিয়া ওমেন ইউনিভার্সিটির গেটে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসায়। রাত ২টার দিকে চেকপোস্টের সামনে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের সঙ্গে গোলাগুলির পর বার্মা সাইফুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। বার্মা সাইফুল সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ১৮ মামলার আসামি। এর আগেও তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন।
গোলাগুলির ঘটনায় সাইফুল গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি জানান, বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল। ভোররাতে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন– বায়েজিদ থানার উপপরিদর্শক কে এম নজিবুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো. রবিউল হোসেন। তাঁরা সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে