রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মো. হানিফ নামে একজন মাদ্রাসার প্রভাষককে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঈদের আগের দিন অভিযুক্তরা ওই প্রভাষক ও তাঁর পরিবারের সদস্যদের বেদম মারধর করেন। এ নিয়ে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তাঁদের পুনরায় চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগে জানা যায়, মো. হানিফ হর্ণিদুর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চারপাতা গ্রামের আফজল পাটওয়ারীবাড়ির বাসিন্দা। পারিবারিক জায়গা-জমি নিয়ে তাঁদের আপন ভাই ও ভাতিজার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ মে ভুক্তভোগীর আপন ভাই রুহুল আমিন, ওসমান গনি সরোয়ার এবং তাঁদের ছেলে খোরশেদ আলম ও মোরশেদ আলম প্রভাষককে সপরিবারে মারধর করেন। এ সময় গুরুতর আহত হন প্রভাষক হানিফ। তাঁকে আহত অবস্থায় প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে এর পর থেকেই মামলা প্রত্যাহার করতে অভিযুক্তরা নানা হুমকি দিয়ে যাচ্ছেন। এ নিয়ে তাঁরা ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, ‘অভিযুক্তরা আমাদের মারধর করেই থামছেন না। তাঁরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। এদের মধ্যে মোরশেদ আলম ও ওসমান গণি সরোয়ার প্রকাশ্যেই হত্যার হুমকি দিচ্ছেন। প্রয়োজনে তাঁরা ঘটনা ঘটিয়ে বিদেশে পাড়ি দেবেন বলে শাসাচ্ছেন। এ জন্য আমরা ভয় ও আতঙ্কে আছি। এখন পর্যন্ত আমার অসুস্থ স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযুক্ত মোরশেদ আলমের বোন আফরোজা মিসু বলেন, ‘জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছে। দাদির কাছ থেকে চাচা সব জমি দলিল করে নিয়ে যাওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। জমি মাপতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে চাচা আহত হয়েছেন। কোনো হুমকি দেওয়া হচ্ছে না।’
মামলাটির তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘মামলা প্রত্যাহারের জন্য আসামিদের চাপ বা হুমকির বিষয়টি বাদীপক্ষ থেকে আমাদের এখনো জানানো হয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুরের রায়পুরে মো. হানিফ নামে একজন মাদ্রাসার প্রভাষককে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঈদের আগের দিন অভিযুক্তরা ওই প্রভাষক ও তাঁর পরিবারের সদস্যদের বেদম মারধর করেন। এ নিয়ে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তাঁদের পুনরায় চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগে জানা যায়, মো. হানিফ হর্ণিদুর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চারপাতা গ্রামের আফজল পাটওয়ারীবাড়ির বাসিন্দা। পারিবারিক জায়গা-জমি নিয়ে তাঁদের আপন ভাই ও ভাতিজার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ মে ভুক্তভোগীর আপন ভাই রুহুল আমিন, ওসমান গনি সরোয়ার এবং তাঁদের ছেলে খোরশেদ আলম ও মোরশেদ আলম প্রভাষককে সপরিবারে মারধর করেন। এ সময় গুরুতর আহত হন প্রভাষক হানিফ। তাঁকে আহত অবস্থায় প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে এর পর থেকেই মামলা প্রত্যাহার করতে অভিযুক্তরা নানা হুমকি দিয়ে যাচ্ছেন। এ নিয়ে তাঁরা ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, ‘অভিযুক্তরা আমাদের মারধর করেই থামছেন না। তাঁরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। এদের মধ্যে মোরশেদ আলম ও ওসমান গণি সরোয়ার প্রকাশ্যেই হত্যার হুমকি দিচ্ছেন। প্রয়োজনে তাঁরা ঘটনা ঘটিয়ে বিদেশে পাড়ি দেবেন বলে শাসাচ্ছেন। এ জন্য আমরা ভয় ও আতঙ্কে আছি। এখন পর্যন্ত আমার অসুস্থ স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযুক্ত মোরশেদ আলমের বোন আফরোজা মিসু বলেন, ‘জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছে। দাদির কাছ থেকে চাচা সব জমি দলিল করে নিয়ে যাওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। জমি মাপতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে চাচা আহত হয়েছেন। কোনো হুমকি দেওয়া হচ্ছে না।’
মামলাটির তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘মামলা প্রত্যাহারের জন্য আসামিদের চাপ বা হুমকির বিষয়টি বাদীপক্ষ থেকে আমাদের এখনো জানানো হয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
২৩ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৩৭ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
৪৩ মিনিট আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে