রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মো. হানিফ নামে একজন মাদ্রাসার প্রভাষককে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঈদের আগের দিন অভিযুক্তরা ওই প্রভাষক ও তাঁর পরিবারের সদস্যদের বেদম মারধর করেন। এ নিয়ে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তাঁদের পুনরায় চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগে জানা যায়, মো. হানিফ হর্ণিদুর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চারপাতা গ্রামের আফজল পাটওয়ারীবাড়ির বাসিন্দা। পারিবারিক জায়গা-জমি নিয়ে তাঁদের আপন ভাই ও ভাতিজার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ মে ভুক্তভোগীর আপন ভাই রুহুল আমিন, ওসমান গনি সরোয়ার এবং তাঁদের ছেলে খোরশেদ আলম ও মোরশেদ আলম প্রভাষককে সপরিবারে মারধর করেন। এ সময় গুরুতর আহত হন প্রভাষক হানিফ। তাঁকে আহত অবস্থায় প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে এর পর থেকেই মামলা প্রত্যাহার করতে অভিযুক্তরা নানা হুমকি দিয়ে যাচ্ছেন। এ নিয়ে তাঁরা ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, ‘অভিযুক্তরা আমাদের মারধর করেই থামছেন না। তাঁরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। এদের মধ্যে মোরশেদ আলম ও ওসমান গণি সরোয়ার প্রকাশ্যেই হত্যার হুমকি দিচ্ছেন। প্রয়োজনে তাঁরা ঘটনা ঘটিয়ে বিদেশে পাড়ি দেবেন বলে শাসাচ্ছেন। এ জন্য আমরা ভয় ও আতঙ্কে আছি। এখন পর্যন্ত আমার অসুস্থ স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযুক্ত মোরশেদ আলমের বোন আফরোজা মিসু বলেন, ‘জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছে। দাদির কাছ থেকে চাচা সব জমি দলিল করে নিয়ে যাওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। জমি মাপতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে চাচা আহত হয়েছেন। কোনো হুমকি দেওয়া হচ্ছে না।’
মামলাটির তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘মামলা প্রত্যাহারের জন্য আসামিদের চাপ বা হুমকির বিষয়টি বাদীপক্ষ থেকে আমাদের এখনো জানানো হয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

লক্ষ্মীপুরের রায়পুরে মো. হানিফ নামে একজন মাদ্রাসার প্রভাষককে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঈদের আগের দিন অভিযুক্তরা ওই প্রভাষক ও তাঁর পরিবারের সদস্যদের বেদম মারধর করেন। এ নিয়ে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। সেই মামলা প্রত্যাহারের জন্য তাঁদের পুনরায় চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
অভিযোগে জানা যায়, মো. হানিফ হর্ণিদুর্গাপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চারপাতা গ্রামের আফজল পাটওয়ারীবাড়ির বাসিন্দা। পারিবারিক জায়গা-জমি নিয়ে তাঁদের আপন ভাই ও ভাতিজার সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গত ২ মে ভুক্তভোগীর আপন ভাই রুহুল আমিন, ওসমান গনি সরোয়ার এবং তাঁদের ছেলে খোরশেদ আলম ও মোরশেদ আলম প্রভাষককে সপরিবারে মারধর করেন। এ সময় গুরুতর আহত হন প্রভাষক হানিফ। তাঁকে আহত অবস্থায় প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে প্রভাষকের স্ত্রী মাহমুদা বেগম এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে এর পর থেকেই মামলা প্রত্যাহার করতে অভিযুক্তরা নানা হুমকি দিয়ে যাচ্ছেন। এ নিয়ে তাঁরা ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, ‘অভিযুক্তরা আমাদের মারধর করেই থামছেন না। তাঁরা মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিচ্ছেন। এদের মধ্যে মোরশেদ আলম ও ওসমান গণি সরোয়ার প্রকাশ্যেই হত্যার হুমকি দিচ্ছেন। প্রয়োজনে তাঁরা ঘটনা ঘটিয়ে বিদেশে পাড়ি দেবেন বলে শাসাচ্ছেন। এ জন্য আমরা ভয় ও আতঙ্কে আছি। এখন পর্যন্ত আমার অসুস্থ স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।
তবে অভিযুক্ত মোরশেদ আলমের বোন আফরোজা মিসু বলেন, ‘জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছে। দাদির কাছ থেকে চাচা সব জমি দলিল করে নিয়ে যাওয়ায় বিরোধের সৃষ্টি হয়েছে। জমি মাপতে গেলে তর্কাতর্কির একপর্যায়ে চাচা আহত হয়েছেন। কোনো হুমকি দেওয়া হচ্ছে না।’
মামলাটির তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদুল হক বলেন, ‘মামলা প্রত্যাহারের জন্য আসামিদের চাপ বা হুমকির বিষয়টি বাদীপক্ষ থেকে আমাদের এখনো জানানো হয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে