কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতিনিয়ত বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। উপজেলায় গত সেপ্টেম্বর মাসে উপজেলা হাসপাতালে মোট ৭৪১ জন ভর্তি রোগীর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ছিল ৩৯০ জন ও নিউমোনিয়ায় ৩০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ার্ড ইনচার্জ সালাহ উদ্দিন।
হাসপাতাল ঘুরে দেখা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের নিয়ে অস্থির দিন কাটাচ্ছেন অভিভাবকেরা।
উত্তর ধুরুং থেকে শিশু সন্তানকে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে হাসপাতালে আছেন রহিমা। শিশুর ডায়রিয়া কোনোমতেই ভালো হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। শুধু তাই নয় কৈয়ারবিল, লেমশীখালী ও আলী আকবর ডেইল থেকে আসা অভিভাবকেরা ডায়রিয়া আক্রান্ত শিশুদের নিয়ে নির্ঘুম রাত্রি যাপন করছেন।
এ বিষয়ে ওয়ার্ড ইনচার্জ সালাহ উদ্দিন বলেন, গত ১ অক্টোবর মোট ভর্তি ২৮ রোগীর মধ্যে ১৩ জনই ডায়রিয়া আক্রান্ত ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত সেপ্টেম্বর মাসে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। যদিও এটি একটি মৌসুমি রোগ। এ সময়ে ডায়রিয়ার প্রকোপটা একটু বেশি দেখা যায়।
ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সকল প্রকার ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দিন দিন রোগীদের চাপ বাড়ছে।

কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতিনিয়ত বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। উপজেলায় গত সেপ্টেম্বর মাসে উপজেলা হাসপাতালে মোট ৭৪১ জন ভর্তি রোগীর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত ছিল ৩৯০ জন ও নিউমোনিয়ায় ৩০ জন। এ তথ্য নিশ্চিত করেছেন ওয়ার্ড ইনচার্জ সালাহ উদ্দিন।
হাসপাতাল ঘুরে দেখা যায়, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত শিশুদের নিয়ে অস্থির দিন কাটাচ্ছেন অভিভাবকেরা।
উত্তর ধুরুং থেকে শিশু সন্তানকে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে হাসপাতালে আছেন রহিমা। শিশুর ডায়রিয়া কোনোমতেই ভালো হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। শুধু তাই নয় কৈয়ারবিল, লেমশীখালী ও আলী আকবর ডেইল থেকে আসা অভিভাবকেরা ডায়রিয়া আক্রান্ত শিশুদের নিয়ে নির্ঘুম রাত্রি যাপন করছেন।
এ বিষয়ে ওয়ার্ড ইনচার্জ সালাহ উদ্দিন বলেন, গত ১ অক্টোবর মোট ভর্তি ২৮ রোগীর মধ্যে ১৩ জনই ডায়রিয়া আক্রান্ত ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত সেপ্টেম্বর মাসে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। যদিও এটি একটি মৌসুমি রোগ। এ সময়ে ডায়রিয়ার প্রকোপটা একটু বেশি দেখা যায়।
ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সকল প্রকার ওষুধসহ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দিন দিন রোগীদের চাপ বাড়ছে।

তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী। আজ সোমবার সকালে রংপুরের কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
১১ মিনিট আগে
নাটোর আদালত প্রাঙ্গণে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জমি নিয়ে বিরোধজনিত মামলার জেরে আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে এ সংঘর্ষ হয়।
১৫ মিনিট আগে
পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা নদীর সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। আজ সোমবার বেলা ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার গাজীর ঘাটে নদী পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
১৫ মিনিট আগে
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী মাদারীপুর সদর উপজেলার ঘটকচর, মোস্তফাপুর, কলাবাড়িসহ বিভিন্ন স্থানে এই অভিযান চালায় মোস্তফাপুর হাইওয়ে থানা-পুলিশ।
১৯ মিনিট আগে