সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়ায় বন্দুক দিয়ে কীভাবে গুলি করবে বিষয়টি দেখাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন পংকজ তালুকদার (৩২)।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া দক্ষিণপাড়া সাধন মেম্বার বাড়ি এলাকায় মামার বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
পংকজ উপজেলার নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নলুয়া তালুকদার বাড়ির সুখ প্রকাশ তালুকদারের ছেলে ও চট্টগ্রাম শহরের পতেঙ্গা ফ্রিপোর্ট কলসী দিঘির পাড়ের ওষুধ ব্যবসায়ী।
উপজেলার নলুয়া নিজ বাড়ি থেকে পংকজ তালুকদার সপরিবারে উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া মামার বাড়িতে কালীপূজা উপলক্ষে বেড়াতে যান। রাতে হঠাৎ গুলির বিকট শব্দ হয়।
পংকজের মামাতো ভাই জয় চৌধুরী বলেন, ‘রাতে আমরা উঠানে বসে লুডু খেলছিলাম। ওই সময় আমার জেঠাতো ভাই, পিসাতো ভাই ও কাকাতো ভাই বাইরে থেকে এসে আমাদের বাড়ির ভেতরে ঢুকতে বলে। পরে জেঠাতো ভাইয়ের ঘরের সামনে তারা সবাই বসে। জেঠাতো ভাই সঞ্জয় চৌধুরী একটি বন্দুক নিয়ে আসেন এবং সবাইকে দেখান। তখন আমার বৌদি বললেন, বন্দুকটি আসল নয়, নকল। তখন বন্দুকটি কাকাতো ভাই অনিক চৌধুরী নিয়ে সবকিছু খুলে ট্রিগারটি টেনে রাখে। পরে ওই বন্দুকে বুলেট ঢোকানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে গুলি বের হয়ে পংকজের পেটে বিদ্ধ হয়। তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
পংকজের মা চম্পা তালুকদার বলেন, ‘গুলি কেমনে করবে, সেটি দেখাতে গিয়ে মিস ফায়ার হয়ে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে।’
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবার থেকে কেউ এখনো মামলা করেনি। মামলার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে।

সাতকানিয়ায় বন্দুক দিয়ে কীভাবে গুলি করবে বিষয়টি দেখাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন পংকজ তালুকদার (৩২)।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া দক্ষিণপাড়া সাধন মেম্বার বাড়ি এলাকায় মামার বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
পংকজ উপজেলার নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নলুয়া তালুকদার বাড়ির সুখ প্রকাশ তালুকদারের ছেলে ও চট্টগ্রাম শহরের পতেঙ্গা ফ্রিপোর্ট কলসী দিঘির পাড়ের ওষুধ ব্যবসায়ী।
উপজেলার নলুয়া নিজ বাড়ি থেকে পংকজ তালুকদার সপরিবারে উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া মামার বাড়িতে কালীপূজা উপলক্ষে বেড়াতে যান। রাতে হঠাৎ গুলির বিকট শব্দ হয়।
পংকজের মামাতো ভাই জয় চৌধুরী বলেন, ‘রাতে আমরা উঠানে বসে লুডু খেলছিলাম। ওই সময় আমার জেঠাতো ভাই, পিসাতো ভাই ও কাকাতো ভাই বাইরে থেকে এসে আমাদের বাড়ির ভেতরে ঢুকতে বলে। পরে জেঠাতো ভাইয়ের ঘরের সামনে তারা সবাই বসে। জেঠাতো ভাই সঞ্জয় চৌধুরী একটি বন্দুক নিয়ে আসেন এবং সবাইকে দেখান। তখন আমার বৌদি বললেন, বন্দুকটি আসল নয়, নকল। তখন বন্দুকটি কাকাতো ভাই অনিক চৌধুরী নিয়ে সবকিছু খুলে ট্রিগারটি টেনে রাখে। পরে ওই বন্দুকে বুলেট ঢোকানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে গুলি বের হয়ে পংকজের পেটে বিদ্ধ হয়। তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
পংকজের মা চম্পা তালুকদার বলেন, ‘গুলি কেমনে করবে, সেটি দেখাতে গিয়ে মিস ফায়ার হয়ে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে।’
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবার থেকে কেউ এখনো মামলা করেনি। মামলার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে।

টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
৫ মিনিট আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে