সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সাতকানিয়ায় বন্দুক দিয়ে কীভাবে গুলি করবে বিষয়টি দেখাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন পংকজ তালুকদার (৩২)।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া দক্ষিণপাড়া সাধন মেম্বার বাড়ি এলাকায় মামার বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
পংকজ উপজেলার নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নলুয়া তালুকদার বাড়ির সুখ প্রকাশ তালুকদারের ছেলে ও চট্টগ্রাম শহরের পতেঙ্গা ফ্রিপোর্ট কলসী দিঘির পাড়ের ওষুধ ব্যবসায়ী।
উপজেলার নলুয়া নিজ বাড়ি থেকে পংকজ তালুকদার সপরিবারে উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া মামার বাড়িতে কালীপূজা উপলক্ষে বেড়াতে যান। রাতে হঠাৎ গুলির বিকট শব্দ হয়।
পংকজের মামাতো ভাই জয় চৌধুরী বলেন, ‘রাতে আমরা উঠানে বসে লুডু খেলছিলাম। ওই সময় আমার জেঠাতো ভাই, পিসাতো ভাই ও কাকাতো ভাই বাইরে থেকে এসে আমাদের বাড়ির ভেতরে ঢুকতে বলে। পরে জেঠাতো ভাইয়ের ঘরের সামনে তারা সবাই বসে। জেঠাতো ভাই সঞ্জয় চৌধুরী একটি বন্দুক নিয়ে আসেন এবং সবাইকে দেখান। তখন আমার বৌদি বললেন, বন্দুকটি আসল নয়, নকল। তখন বন্দুকটি কাকাতো ভাই অনিক চৌধুরী নিয়ে সবকিছু খুলে ট্রিগারটি টেনে রাখে। পরে ওই বন্দুকে বুলেট ঢোকানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে গুলি বের হয়ে পংকজের পেটে বিদ্ধ হয়। তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
পংকজের মা চম্পা তালুকদার বলেন, ‘গুলি কেমনে করবে, সেটি দেখাতে গিয়ে মিস ফায়ার হয়ে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে।’
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবার থেকে কেউ এখনো মামলা করেনি। মামলার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে।

সাতকানিয়ায় বন্দুক দিয়ে কীভাবে গুলি করবে বিষয়টি দেখাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন পংকজ তালুকদার (৩২)।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া দক্ষিণপাড়া সাধন মেম্বার বাড়ি এলাকায় মামার বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। এ ঘটনায় পুলিশ এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
পংকজ উপজেলার নলুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নলুয়া তালুকদার বাড়ির সুখ প্রকাশ তালুকদারের ছেলে ও চট্টগ্রাম শহরের পতেঙ্গা ফ্রিপোর্ট কলসী দিঘির পাড়ের ওষুধ ব্যবসায়ী।
উপজেলার নলুয়া নিজ বাড়ি থেকে পংকজ তালুকদার সপরিবারে উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া মামার বাড়িতে কালীপূজা উপলক্ষে বেড়াতে যান। রাতে হঠাৎ গুলির বিকট শব্দ হয়।
পংকজের মামাতো ভাই জয় চৌধুরী বলেন, ‘রাতে আমরা উঠানে বসে লুডু খেলছিলাম। ওই সময় আমার জেঠাতো ভাই, পিসাতো ভাই ও কাকাতো ভাই বাইরে থেকে এসে আমাদের বাড়ির ভেতরে ঢুকতে বলে। পরে জেঠাতো ভাইয়ের ঘরের সামনে তারা সবাই বসে। জেঠাতো ভাই সঞ্জয় চৌধুরী একটি বন্দুক নিয়ে আসেন এবং সবাইকে দেখান। তখন আমার বৌদি বললেন, বন্দুকটি আসল নয়, নকল। তখন বন্দুকটি কাকাতো ভাই অনিক চৌধুরী নিয়ে সবকিছু খুলে ট্রিগারটি টেনে রাখে। পরে ওই বন্দুকে বুলেট ঢোকানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে গুলি বের হয়ে পংকজের পেটে বিদ্ধ হয়। তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
পংকজের মা চম্পা তালুকদার বলেন, ‘গুলি কেমনে করবে, সেটি দেখাতে গিয়ে মিস ফায়ার হয়ে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে।’
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবার থেকে কেউ এখনো মামলা করেনি। মামলার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে। ঘটনায় ব্যবহৃত পিস্তলটি উদ্ধারের চেষ্টা চলছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
২ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
২ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৩ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৩ ঘণ্টা আগে