নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন কক্সবাজারের মরিয়ম বেগম নামের এক গৃহবধূ। জন্ম নেওয়া সন্তানদের মধ্যে পাঁচটি ছেলে এবং একটি মেয়েসন্তান। দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দেন তিনি। তবে তাঁর ছয় শিশু স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) জন্ম নিয়েছে। মা ও নবজাতক শিশুরা সুস্থ আছে।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার নগরীর ন্যাশনাল হসপিটাল লিমিটেড হাসপাতালে।
মরিয়ম বেগম কক্সবাজার ঈদগাঁ জাকিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী। চট্টগ্রাম মহানগরীর হিলভিউ এলাকায় বসবাস করেন তাঁরা।
এর আগে মরিয়ম বেগম চার সন্তান নিয়ে গর্ভধারণ করেন। কিন্তু পাঁচ মাসের মাথায় বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। পরে আরেকটি সন্তান জন্ম দেন তিনি। কয়েক বছর পর পুনরায় গর্ভধারণ করলে আল্ট্রাতে পাঁচ সন্তানের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু ডেলিভারির সময় ছয় বাচ্চার জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কক্সবাজার ঈদগাঁ জাকিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী মরিয়ম বেগম হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ নাজনীন সুলতানা লুলুর তত্ত্বাবধানে ছিলেন। গতকাল হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুস্থ ছয় নবজাতকের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।
পাঁচ নবজাতকের ওজন তুলনামূলকভাবে কম হলেও তারা ঝুঁকিমুক্ত। অপর এক নবজাতকের ওজন ঠিক আছে। ছয় শিশুর স্বাস্থ্যঝুঁকি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। বর্তমানে ছয় নবজাতককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক কারিশমা সুলতানা বলেন, ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই নারী লুলু ম্যাডামের তত্ত্বাবধানে ছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্ম হয়েছে।
আরেক চিকিৎসক আমজাদ হোসাইন বলেন, ছয় সন্তানের জন্ম হয় নরমাল ডেলিভারির মাধ্যমে। মা-শিশু সবাই সুস্থ আছে। বর্তমানে তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাসপাতালে নরমাল ডেলিভারিতে প্রায়ই একসঙ্গে দুই-তিনটি সন্তানের জন্ম হয়ে থাকে। তবে নরমাল ডেলিভারিতে একসঙ্গে ছয় শিশুর জন্ম এবারই প্রথম হলো।

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন কক্সবাজারের মরিয়ম বেগম নামের এক গৃহবধূ। জন্ম নেওয়া সন্তানদের মধ্যে পাঁচটি ছেলে এবং একটি মেয়েসন্তান। দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দেন তিনি। তবে তাঁর ছয় শিশু স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) জন্ম নিয়েছে। মা ও নবজাতক শিশুরা সুস্থ আছে।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার নগরীর ন্যাশনাল হসপিটাল লিমিটেড হাসপাতালে।
মরিয়ম বেগম কক্সবাজার ঈদগাঁ জাকিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী। চট্টগ্রাম মহানগরীর হিলভিউ এলাকায় বসবাস করেন তাঁরা।
এর আগে মরিয়ম বেগম চার সন্তান নিয়ে গর্ভধারণ করেন। কিন্তু পাঁচ মাসের মাথায় বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। পরে আরেকটি সন্তান জন্ম দেন তিনি। কয়েক বছর পর পুনরায় গর্ভধারণ করলে আল্ট্রাতে পাঁচ সন্তানের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু ডেলিভারির সময় ছয় বাচ্চার জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কক্সবাজার ঈদগাঁ জাকিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী মরিয়ম বেগম হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ নাজনীন সুলতানা লুলুর তত্ত্বাবধানে ছিলেন। গতকাল হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুস্থ ছয় নবজাতকের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।
পাঁচ নবজাতকের ওজন তুলনামূলকভাবে কম হলেও তারা ঝুঁকিমুক্ত। অপর এক নবজাতকের ওজন ঠিক আছে। ছয় শিশুর স্বাস্থ্যঝুঁকি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। বর্তমানে ছয় নবজাতককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক কারিশমা সুলতানা বলেন, ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই নারী লুলু ম্যাডামের তত্ত্বাবধানে ছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্ম হয়েছে।
আরেক চিকিৎসক আমজাদ হোসাইন বলেন, ছয় সন্তানের জন্ম হয় নরমাল ডেলিভারির মাধ্যমে। মা-শিশু সবাই সুস্থ আছে। বর্তমানে তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাসপাতালে নরমাল ডেলিভারিতে প্রায়ই একসঙ্গে দুই-তিনটি সন্তানের জন্ম হয়ে থাকে। তবে নরমাল ডেলিভারিতে একসঙ্গে ছয় শিশুর জন্ম এবারই প্রথম হলো।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৩ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৪ ঘণ্টা আগে