নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন কক্সবাজারের মরিয়ম বেগম নামের এক গৃহবধূ। জন্ম নেওয়া সন্তানদের মধ্যে পাঁচটি ছেলে এবং একটি মেয়েসন্তান। দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দেন তিনি। তবে তাঁর ছয় শিশু স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) জন্ম নিয়েছে। মা ও নবজাতক শিশুরা সুস্থ আছে।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার নগরীর ন্যাশনাল হসপিটাল লিমিটেড হাসপাতালে।
মরিয়ম বেগম কক্সবাজার ঈদগাঁ জাকিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী। চট্টগ্রাম মহানগরীর হিলভিউ এলাকায় বসবাস করেন তাঁরা।
এর আগে মরিয়ম বেগম চার সন্তান নিয়ে গর্ভধারণ করেন। কিন্তু পাঁচ মাসের মাথায় বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। পরে আরেকটি সন্তান জন্ম দেন তিনি। কয়েক বছর পর পুনরায় গর্ভধারণ করলে আল্ট্রাতে পাঁচ সন্তানের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু ডেলিভারির সময় ছয় বাচ্চার জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কক্সবাজার ঈদগাঁ জাকিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী মরিয়ম বেগম হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ নাজনীন সুলতানা লুলুর তত্ত্বাবধানে ছিলেন। গতকাল হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুস্থ ছয় নবজাতকের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।
পাঁচ নবজাতকের ওজন তুলনামূলকভাবে কম হলেও তারা ঝুঁকিমুক্ত। অপর এক নবজাতকের ওজন ঠিক আছে। ছয় শিশুর স্বাস্থ্যঝুঁকি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। বর্তমানে ছয় নবজাতককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক কারিশমা সুলতানা বলেন, ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই নারী লুলু ম্যাডামের তত্ত্বাবধানে ছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্ম হয়েছে।
আরেক চিকিৎসক আমজাদ হোসাইন বলেন, ছয় সন্তানের জন্ম হয় নরমাল ডেলিভারির মাধ্যমে। মা-শিশু সবাই সুস্থ আছে। বর্তমানে তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাসপাতালে নরমাল ডেলিভারিতে প্রায়ই একসঙ্গে দুই-তিনটি সন্তানের জন্ম হয়ে থাকে। তবে নরমাল ডেলিভারিতে একসঙ্গে ছয় শিশুর জন্ম এবারই প্রথম হলো।

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন কক্সবাজারের মরিয়ম বেগম নামের এক গৃহবধূ। জন্ম নেওয়া সন্তানদের মধ্যে পাঁচটি ছেলে এবং একটি মেয়েসন্তান। দ্বিতীয়বারের মতো সন্তান জন্ম দেন তিনি। তবে তাঁর ছয় শিশু স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারি) জন্ম নিয়েছে। মা ও নবজাতক শিশুরা সুস্থ আছে।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার নগরীর ন্যাশনাল হসপিটাল লিমিটেড হাসপাতালে।
মরিয়ম বেগম কক্সবাজার ঈদগাঁ জাকিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী। চট্টগ্রাম মহানগরীর হিলভিউ এলাকায় বসবাস করেন তাঁরা।
এর আগে মরিয়ম বেগম চার সন্তান নিয়ে গর্ভধারণ করেন। কিন্তু পাঁচ মাসের মাথায় বাচ্চাগুলো নষ্ট হয়ে যায়। পরে আরেকটি সন্তান জন্ম দেন তিনি। কয়েক বছর পর পুনরায় গর্ভধারণ করলে আল্ট্রাতে পাঁচ সন্তানের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু ডেলিভারির সময় ছয় বাচ্চার জন্ম হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কক্সবাজার ঈদগাঁ জাকিরপাড়ার বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী মরিয়ম বেগম হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ নাজনীন সুলতানা লুলুর তত্ত্বাবধানে ছিলেন। গতকাল হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুস্থ ছয় নবজাতকের নরমাল ডেলিভারি সম্পন্ন করেন।
পাঁচ নবজাতকের ওজন তুলনামূলকভাবে কম হলেও তারা ঝুঁকিমুক্ত। অপর এক নবজাতকের ওজন ঠিক আছে। ছয় শিশুর স্বাস্থ্যঝুঁকি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। বর্তমানে ছয় নবজাতককে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ চলছে।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক কারিশমা সুলতানা বলেন, ১৯ সপ্তাহের গর্ভাবস্থায় থেকে ওই নারী লুলু ম্যাডামের তত্ত্বাবধানে ছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে ছয় নবজাতকের জন্ম হয়েছে।
আরেক চিকিৎসক আমজাদ হোসাইন বলেন, ছয় সন্তানের জন্ম হয় নরমাল ডেলিভারির মাধ্যমে। মা-শিশু সবাই সুস্থ আছে। বর্তমানে তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাসপাতালে নরমাল ডেলিভারিতে প্রায়ই একসঙ্গে দুই-তিনটি সন্তানের জন্ম হয়ে থাকে। তবে নরমাল ডেলিভারিতে একসঙ্গে ছয় শিশুর জন্ম এবারই প্রথম হলো।

কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে ডাকা সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়েন দলের জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
ফরিদপুরে এক রাতে দুই স্থানে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল রোববার দিবাগত রাতে সদর উপজেলায় মহাসড়কের পাশের একটি পেট্রলপাম্পে ঢোকে ১১ সদস্যের ডাকাত দল। মাত্র ৫ মিনিটে কর্মচারীদের বেঁধে রেখে প্রায় ২ লাখ টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায় বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। অন্যদিকে একই রাতে বোয়ালমারী উপজেলার
১০ মিনিট আগে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে এ আগুনের সূত্রপাত হয়। তবে সময়মতো অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীসহ ভেতরে থাকা ছয় যাত্রী দ্রুত নেমে পড়ায় তাঁরা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।
১৬ মিনিট আগে
মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) ফায়ারিং প্রশিক্ষণের সময় মাসুম নামের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি তাঁর বুকে লাগে। আজ সোমবার সকালে পুলিশ ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে