নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের নির্বাচনী পথ সভায় গত বুধবার হামলার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন। ওই হামলায় গুরুতর আহত শাকিল হোসেন (২২) নামের এক যুবক গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শাকিলের খুনিদের ফাঁসির দাবিতে আজ শুক্রবার আশারকোটা গ্রামে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে শাকিলকে দাফন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান এম এ হামিদের পথ সভা চলাকালে গত বুধবার রাতে আওয়ামী লীগ প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের সমর্থক বাবুল গাজী মেম্বার, তাঁর ভাই সোহরাব, সাহাব উদ্দিন, একই গ্রামের অলি উল্লাহ, হুমায়ুন, কাউসার, মনির, স্বপনসহ ২০-৩০ জন হামলা চালায়। এতে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আশারকোটা গ্রামের শাকিল হোসেন, কাজী জোড়পুকুরীয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ ফরিদ ও ফরহাদ হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল আশারকোটা গ্রামের আবুল খায়েরের ছেলে। শাকিল ঢাকায় ফুলকলি নামে একটি বেকারীতে কর্মরত ছিল। তাঁর আব্দুল্লাহ নামে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চার ভাই বোনের মধ্যে শাকিল সবার ছোট বলে জানা গেছে।
চেয়ারম্যানপ্রার্থী এম এ হামিদ বলেন, ‘পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার তাঁর লোকজনসহ আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। বাবুল গাজী মেম্বারের নেতৃত্বে ২০-৩০ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আমার ১৫ সমর্থক আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে শাকিল ঢাকা মেডিকেলে মারা গেছে। আমি হত্যাকারীদের ফাঁসির দাবি করছি।’
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার বলেন, ‘শুনেছি বুধবার ঝামেলা হইছে। ওই ঝামেলায় বৃহস্পতিবার রাতে একটা ছেলে মারা গেছে। তবে হামলার বিষয়ে কিছুই জানি না। আমার লোকজন হামলা করেনি।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘শাকিল নামে এক যুবক মারা গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের নির্বাচনী পথ সভায় গত বুধবার হামলার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন। ওই হামলায় গুরুতর আহত শাকিল হোসেন (২২) নামের এক যুবক গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শাকিলের খুনিদের ফাঁসির দাবিতে আজ শুক্রবার আশারকোটা গ্রামে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে শাকিলকে দাফন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান এম এ হামিদের পথ সভা চলাকালে গত বুধবার রাতে আওয়ামী লীগ প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের সমর্থক বাবুল গাজী মেম্বার, তাঁর ভাই সোহরাব, সাহাব উদ্দিন, একই গ্রামের অলি উল্লাহ, হুমায়ুন, কাউসার, মনির, স্বপনসহ ২০-৩০ জন হামলা চালায়। এতে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আশারকোটা গ্রামের শাকিল হোসেন, কাজী জোড়পুকুরীয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ ফরিদ ও ফরহাদ হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল আশারকোটা গ্রামের আবুল খায়েরের ছেলে। শাকিল ঢাকায় ফুলকলি নামে একটি বেকারীতে কর্মরত ছিল। তাঁর আব্দুল্লাহ নামে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চার ভাই বোনের মধ্যে শাকিল সবার ছোট বলে জানা গেছে।
চেয়ারম্যানপ্রার্থী এম এ হামিদ বলেন, ‘পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার তাঁর লোকজনসহ আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। বাবুল গাজী মেম্বারের নেতৃত্বে ২০-৩০ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আমার ১৫ সমর্থক আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে শাকিল ঢাকা মেডিকেলে মারা গেছে। আমি হত্যাকারীদের ফাঁসির দাবি করছি।’
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার বলেন, ‘শুনেছি বুধবার ঝামেলা হইছে। ওই ঝামেলায় বৃহস্পতিবার রাতে একটা ছেলে মারা গেছে। তবে হামলার বিষয়ে কিছুই জানি না। আমার লোকজন হামলা করেনি।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘শাকিল নামে এক যুবক মারা গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে