সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. কলিম উদ্দিন (৩৩) হত্যার বিচার চেয়ে মামলা করেছেন তার মা জাহানার বেগম ওরফে বেবি। গতকাল শুক্রবার রাতে তিনি বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলায় সুনির্দিষ্ট সাতজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন বারৈয়ারঢালা ইউনিয়নের উত্তর কলাবাড়িয়া এলাকার মো. সাখাওয়াত হোসেন সাখা (৪২) ও তাঁর ভাই মো. সুমন (৩৬), একই ইউনিয়নের মধ্যম কলাবাড়িয়া এলাকার নুর ছাফা (৪০), মিরসরাই ভাঙাপুল ডাকঘর এলাকার বাসিন্দা (বর্তমানে বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর কলাবাড়িয়ার) মো. রাকিব (২৬), উত্তর কলাবাড়িয়ার বাহার উদ্দিনের ছেলে মো. হৃদয় (২৮), বারৈয়াঢালার পশ্চিম ধর্মপুর গ্রামের মো. রিয়াজ (২৭) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের মো. ইমন (৩০)। এ ছাড়া অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নিহতের মায়ের দাবি, তার ছেলে কলিম একজন সিএনজি অটোচালক এবং বালু ব্যবসায়ী। কলিম সব সময় অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। এ কারণে এই আসামিরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে তাঁকে কুপিয়ে হত্যা করেছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা কলিম হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এই আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে ব্যাবসায়িক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সেচ্ছাসেবক দলের নেতা কলিম উদ্দিনকে গুরুতর আহত করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. কলিম উদ্দিন (৩৩) হত্যার বিচার চেয়ে মামলা করেছেন তার মা জাহানার বেগম ওরফে বেবি। গতকাল শুক্রবার রাতে তিনি বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মামলায় সুনির্দিষ্ট সাতজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন বারৈয়ারঢালা ইউনিয়নের উত্তর কলাবাড়িয়া এলাকার মো. সাখাওয়াত হোসেন সাখা (৪২) ও তাঁর ভাই মো. সুমন (৩৬), একই ইউনিয়নের মধ্যম কলাবাড়িয়া এলাকার নুর ছাফা (৪০), মিরসরাই ভাঙাপুল ডাকঘর এলাকার বাসিন্দা (বর্তমানে বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর কলাবাড়িয়ার) মো. রাকিব (২৬), উত্তর কলাবাড়িয়ার বাহার উদ্দিনের ছেলে মো. হৃদয় (২৮), বারৈয়াঢালার পশ্চিম ধর্মপুর গ্রামের মো. রিয়াজ (২৭) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের মো. ইমন (৩০)। এ ছাড়া অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলায় নিহতের মায়ের দাবি, তার ছেলে কলিম একজন সিএনজি অটোচালক এবং বালু ব্যবসায়ী। কলিম সব সময় অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন। এ কারণে এই আসামিরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে তাঁকে কুপিয়ে হত্যা করেছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা কলিম হত্যার ঘটনায় তার মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এই আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।
প্রসঙ্গত, গত বুধবার রাতে ব্যাবসায়িক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সেচ্ছাসেবক দলের নেতা কলিম উদ্দিনকে গুরুতর আহত করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৩ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে