আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে মুরং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আলীকদম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মুরং জনগোষ্ঠীর নারী-পুরুষ এবং ছাত্রছাত্রীদের নিয়ে এ সম্মেলন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মনজুরুল হাসান।
এ সময় মনজুরুল হাসান বলেন, মুরং সম্প্রদায় সেনাবাহিনীদের সঙ্গে থেকে পাহাড়ে সন্ত্রাস নির্মূলে নানাভাবে ভূমিকা রাখছে। তাঁরা মুরং বাহিনী গঠন করে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়ে পাহাড়ের শান্তি বজায় রাখছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ম্রো জনগোষ্ঠী ও তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া সুযোগ তৈরি করে দিয়েছে। মুরং সম্প্রদায়ের জন্য আলাদা হোস্টেল তৈরি করা হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবা এবং ম্রো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম ৩১ বীর জোন কমান্ডার লে. কর্নেল সাব্বির হাসান, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাফা কামাল, লামা পৌরসভার মেয়র জহির উদ্দিন প্রমুখ।
আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, আশির দশকের দিকে আলীকদম উপজেলায় সশস্ত্র শান্তি বাহিনীর তৎপরতায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছিল। বাহিনীর চাঁদাবাজি, গুম, হত্যাকাণ্ড ও ধর্ষণের কারণে পার্বত্য এলাকা আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছিল। সে সময় সেনাবাহিনীর সশস্ত্র অভিযানে সন্ত্রাসী শান্তি বাহিনীকে নির্মূল করতে মুরং বাহিনী কাজ করেছিল।
এদিকে মুরং সম্মেলন ও মতবিনিময় সভায় মুরং জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া মুরং ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। মুরং জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের অংশগ্রহণ এবং স্থানীয় শিল্পীগোষ্ঠীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন শেষ হয়।

বান্দরবানের আলীকদমে মুরং সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে আলীকদম সরকারি উচ্চবিদ্যালয় মাঠে মুরং জনগোষ্ঠীর নারী-পুরুষ এবং ছাত্রছাত্রীদের নিয়ে এ সম্মেলন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মনজুরুল হাসান।
এ সময় মনজুরুল হাসান বলেন, মুরং সম্প্রদায় সেনাবাহিনীদের সঙ্গে থেকে পাহাড়ে সন্ত্রাস নির্মূলে নানাভাবে ভূমিকা রাখছে। তাঁরা মুরং বাহিনী গঠন করে বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি হয়ে পাহাড়ের শান্তি বজায় রাখছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ম্রো জনগোষ্ঠী ও তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া সুযোগ তৈরি করে দিয়েছে। মুরং সম্প্রদায়ের জন্য আলাদা হোস্টেল তৈরি করা হয়েছে। এ ছাড়া চিকিৎসাসেবা এবং ম্রো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলীকদম ৩১ বীর জোন কমান্ডার লে. কর্নেল সাব্বির হাসান, আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাফা কামাল, লামা পৌরসভার মেয়র জহির উদ্দিন প্রমুখ।
আলীকদম উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, আশির দশকের দিকে আলীকদম উপজেলায় সশস্ত্র শান্তি বাহিনীর তৎপরতায় জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছিল। বাহিনীর চাঁদাবাজি, গুম, হত্যাকাণ্ড ও ধর্ষণের কারণে পার্বত্য এলাকা আতঙ্কের রাজ্যে পরিণত হয়েছিল। সে সময় সেনাবাহিনীর সশস্ত্র অভিযানে সন্ত্রাসী শান্তি বাহিনীকে নির্মূল করতে মুরং বাহিনী কাজ করেছিল।
এদিকে মুরং সম্মেলন ও মতবিনিময় সভায় মুরং জনগোষ্ঠীর মাঝে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া মুরং ছাত্র-ছাত্রীদের স্কুল ব্যাগ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। মুরং জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের অংশগ্রহণ এবং স্থানীয় শিল্পীগোষ্ঠীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মেলন শেষ হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
১১ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
২১ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৮ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে