হিমেল চাকমা, রাঙামাটি

শরতের দুপুরে হালকা গরম পড়ছে পাহাড়ে। দুপুর পার হতেই কমছে গরম। এ গরমে হালকা গা ভেজালে মন প্রাণ সতেজ হয়। এর মধ্যেই শান্তি খুঁজে বেড়াচ্ছেন হাজারো পর্যটক।
রাঙামাটির সুবলংয়ের প্রাকৃতিক ঝরনাগুলো এখন পানিতে পরিপূর্ণ। শত ফুট ওপর থেকে ঝরনার পানি আছড়ে পড়ছে নিচে। চিরচেনা এই ঝরনাগুলোতে ভিড় করতে শুরু করেছেন হাজার হাজার পর্যটক। লকডাউনের বন্দী জীবন থেকে মুক্তি পেয়ে প্রকৃতির মাঝে শান্তি খুঁজে বেড়াচ্ছেন এসব প্রকৃতিপ্রেমী।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিকুল (৪৫) বলেন, বন্ধু এবং পরিবারসহ সুবলংয়ের বিখ্যাত ঝরনাগুলো দেখতে আসলাম। আসলে এ সময়ে এখানে এসে যে ঝরনায় গোসল করবে না সে প্রকৃতির মায়া বুঝবে না।
তবে পর্যটকদের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা লক্ষ্য করা গেছে। বেড়াতে আসা পর্যটকের অধিকাংশের দাবি, তাঁরা করোনার টিকা নিয়েছেন।
ঢাকা থেকে আসা সাইফুল (৬০) বলেন, পুরো পরিবার নিয়ে বেড়াতে এসেছি রাঙামাটি। এতোদিন শুধু স্বামী-স্ত্রী করোনার টিকা নিয়েছিলাম। এখন ছেলে, মেয়ে, জামাই সবাই টিকা পেয়েছে। তাই বেড়াতে আসলাম। এখানে এসে মনে হল এ সময়ে না আসলে রাঙামাটির প্রকৃতি দেখা থেকে বঞ্চিত হতাম। সঠিক সময়ে এসেছি। সবাই ঝরনায় গোসল করলাম।
পর্যটক ছাড়া স্থানীয়দের ভিড়ও বেড়েছে ঝরনাগুলোতে। পরিবার পরিজন নিয়ে তাঁরাও ছুটছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে।
পর্যটন কেন্দ্রের কর্তারা বলছেন, শুক্র, শনিসহ সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকের ভিড় বেশি। দীর্ঘ সময় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকার পর এবার কিছুটা আয় হবে বলছেন ব্যবসায়ীরা।
সুবলং ঝরনার ব্যবস্থাপক নিরঞ্জয় চাকমা বলেন, পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার পর থেকে রাঙামাটিতে দেশি পর্যটকদের ভিড় বাড়ছে। শুক্রবার, শনিবার সহ সরকারি ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকছে। প্রতিদিন ৪ থেকে ৫ শ পর্যটক আসছে। এটি আরও কয়েক মাস থাকবে।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, রাঙামাটিতে এখন যথেষ্ট পর্যটক আসছে। এ অবস্থায় আগামী শীত মৌসুমে আরও বেশি পর্যটক আসার প্রত্যাশা করছি।

শরতের দুপুরে হালকা গরম পড়ছে পাহাড়ে। দুপুর পার হতেই কমছে গরম। এ গরমে হালকা গা ভেজালে মন প্রাণ সতেজ হয়। এর মধ্যেই শান্তি খুঁজে বেড়াচ্ছেন হাজারো পর্যটক।
রাঙামাটির সুবলংয়ের প্রাকৃতিক ঝরনাগুলো এখন পানিতে পরিপূর্ণ। শত ফুট ওপর থেকে ঝরনার পানি আছড়ে পড়ছে নিচে। চিরচেনা এই ঝরনাগুলোতে ভিড় করতে শুরু করেছেন হাজার হাজার পর্যটক। লকডাউনের বন্দী জীবন থেকে মুক্তি পেয়ে প্রকৃতির মাঝে শান্তি খুঁজে বেড়াচ্ছেন এসব প্রকৃতিপ্রেমী।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিকুল (৪৫) বলেন, বন্ধু এবং পরিবারসহ সুবলংয়ের বিখ্যাত ঝরনাগুলো দেখতে আসলাম। আসলে এ সময়ে এখানে এসে যে ঝরনায় গোসল করবে না সে প্রকৃতির মায়া বুঝবে না।
তবে পর্যটকদের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা লক্ষ্য করা গেছে। বেড়াতে আসা পর্যটকের অধিকাংশের দাবি, তাঁরা করোনার টিকা নিয়েছেন।
ঢাকা থেকে আসা সাইফুল (৬০) বলেন, পুরো পরিবার নিয়ে বেড়াতে এসেছি রাঙামাটি। এতোদিন শুধু স্বামী-স্ত্রী করোনার টিকা নিয়েছিলাম। এখন ছেলে, মেয়ে, জামাই সবাই টিকা পেয়েছে। তাই বেড়াতে আসলাম। এখানে এসে মনে হল এ সময়ে না আসলে রাঙামাটির প্রকৃতি দেখা থেকে বঞ্চিত হতাম। সঠিক সময়ে এসেছি। সবাই ঝরনায় গোসল করলাম।
পর্যটক ছাড়া স্থানীয়দের ভিড়ও বেড়েছে ঝরনাগুলোতে। পরিবার পরিজন নিয়ে তাঁরাও ছুটছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে।
পর্যটন কেন্দ্রের কর্তারা বলছেন, শুক্র, শনিসহ সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকের ভিড় বেশি। দীর্ঘ সময় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকার পর এবার কিছুটা আয় হবে বলছেন ব্যবসায়ীরা।
সুবলং ঝরনার ব্যবস্থাপক নিরঞ্জয় চাকমা বলেন, পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার পর থেকে রাঙামাটিতে দেশি পর্যটকদের ভিড় বাড়ছে। শুক্রবার, শনিবার সহ সরকারি ছুটির দিনগুলোতে ভিড় বেশি থাকছে। প্রতিদিন ৪ থেকে ৫ শ পর্যটক আসছে। এটি আরও কয়েক মাস থাকবে।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, রাঙামাটিতে এখন যথেষ্ট পর্যটক আসছে। এ অবস্থায় আগামী শীত মৌসুমে আরও বেশি পর্যটক আসার প্রত্যাশা করছি।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৩ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৬ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪১ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে