প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে দুই একর জায়গায় জৈব প্রক্রিয়ায় রাসায়নিক মুক্ত মাল্টা বাগান গড়ে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক প্রেমতোষ বড়ুয়া (৫২)। পাহাড়ি টিলা ও সমতল ভূমিতে ২০১৭ সালে পৃথক জায়গায় গড়ে তোলা বাগানে এখন মাল্টা ফলে টইটুম্বুর। দুই বাগানে ৬৩৬টা মাল্টা গাছে ঝুলছে কাঁচা-পাকা মাল্টা। রাসায়নিক মুক্ত হওয়ায় বাজারে প্রেমতোষ বড়ুয়ার বাগানের মাল্টা বিক্রি হচ্ছে ভালো দামে। চলতি মৌসুমে ইতি মধ্যেই তিন লাখ টাকার ফল বিক্রি করে লাভবান হয়েছেন তিনি। তাঁর দুটি বাগানে এখনো প্রচুর পরিমাণ ফল রয়েছে।
উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান জয়নগর গ্রামের বাসিন্দা কৃষক প্রেমতোষ বড়ুয়া। তিনি জানান, ১৯৮৮ সালে নগরীর ওমরগণি এমইএস কলেজ থেকে এইচএসসি পাশ করে ভাগ্য পরিবর্তনের আশায় ১৯৯০ সালে মধ্যপ্রাচ্য পাড়ি জমান। কিন্তু সেখানে তেমন সুবিধা করতে না পেরে ২০০৭ সালে নিজ মাতৃভূমিতে ফিরে এসে কৃষিকাজে মনোনিবেশ করেন। এই সময়ে ইউটিউব চ্যানেলে কৃষি বিষয়ক বিভিন্ন সাইটে প্রতিবেদন দেখে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ২৫ হাজার টাকা খাজনায় এক একর জমিতে ৩১৬টি মাল্টা গাছ রোপণ করেন তিনি। রাসায়নিক প্রক্রিয়ায় খরচ বেশি হওয়ায় তিনি মাল্টা বাগানে সম্পূর্ণ জৈব প্রক্রিয়া শুরু করে সফল হন। পরে নিজের পারিবারিক এক একর কৃষি জমিতে ৩১৬টি মাল্টা চারা রোপণ করে বাগান সম্প্রসারণ করেন।
প্রেমতোষ বড়ুয়া আরও জানান, প্রতি টন সাত হাজার টাকা করে ৩২ টন গোবরসহ জৈব কীটনাশক, জৈব ছত্রাক ও সেক্সফেরোমন পদ্ধতিতে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত বাগান গড়েছেন তিনি। ওমান প্রবাসী ছোট ভাই প্রিয়রাজ বড়ুয়ার সহযোগিতাসহ অনেক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করে এখন সফল কৃষক হিসেবে আর্থিক সচ্ছলতা এসেছে পরিবারে। বাগানে স্ত্রী ও দুই সন্তানও তাঁকে সহযোগিতা করেন। আর্থিক সমস্যা কাটিয়ে জীবনযুদ্ধে সফলতার গল্পে নিজের নাম লিখিয়েছেন প্রেমতোষ।
মাল্টা চারার পাশাপাশি দুটি বাগানে উন্নত জাতের আম, লিচু, কাঁঠাল, পেঁপেসহ বিভিন্ন জাতের ফলদ গাছের চারা রোপণ করেছেন তিনি। প্রেমতোষ বড়ুয়ার বিষমুক্ত মাল্টা বাগান দেখতে প্রতিদিন অনেকেই তাঁর বাগানে ছুটে যান। গ্রাম-বাংলার অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যময় পরিবেশে প্রেমতোষ বড়ুয়ার দুটি বাগানে আর্থিক সফলতার গল্প শুনে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন মাল্টা চাষে। প্রেমতোষ বড়ুয়ার মাল্টা বাগানের সফলতায় রাউজানে মাল্টা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে।
এ প্রসঙ্গে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন বলেন, রাউজানের জন্য উপযোগী যে ফসল রয়েছে সেগুলো সম্প্রসারণ করার চেষ্টা করছি। এর মধ্যে অন্যতম মাল্টা ফল। রাউজানে প্রায় ৪০টি মাল্টা বাগান রয়েছে। মাল্টা বাগান থেকে কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। মাল্টা চাষে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি। আমরা চাচ্ছি মাল্টা বাগানগুলো জৈব পদ্ধতিতে গড়ে তোলার জন্য। রাউজানে বর্তমানে জৈব পদ্ধতিতে উৎপন্ন হচ্ছে এমন মাল্টা বাগান আছে। যেখানে কীটনাশক বা রাসায়নিক ব্যবহার হয় না। আমরা সব সময় কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছি। সকল প্রকার সহযোগিতা তাঁদের করা হচ্ছে।

চট্টগ্রামের রাউজানে দুই একর জায়গায় জৈব প্রক্রিয়ায় রাসায়নিক মুক্ত মাল্টা বাগান গড়ে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক প্রেমতোষ বড়ুয়া (৫২)। পাহাড়ি টিলা ও সমতল ভূমিতে ২০১৭ সালে পৃথক জায়গায় গড়ে তোলা বাগানে এখন মাল্টা ফলে টইটুম্বুর। দুই বাগানে ৬৩৬টা মাল্টা গাছে ঝুলছে কাঁচা-পাকা মাল্টা। রাসায়নিক মুক্ত হওয়ায় বাজারে প্রেমতোষ বড়ুয়ার বাগানের মাল্টা বিক্রি হচ্ছে ভালো দামে। চলতি মৌসুমে ইতি মধ্যেই তিন লাখ টাকার ফল বিক্রি করে লাভবান হয়েছেন তিনি। তাঁর দুটি বাগানে এখনো প্রচুর পরিমাণ ফল রয়েছে।
উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রাউজান জয়নগর গ্রামের বাসিন্দা কৃষক প্রেমতোষ বড়ুয়া। তিনি জানান, ১৯৮৮ সালে নগরীর ওমরগণি এমইএস কলেজ থেকে এইচএসসি পাশ করে ভাগ্য পরিবর্তনের আশায় ১৯৯০ সালে মধ্যপ্রাচ্য পাড়ি জমান। কিন্তু সেখানে তেমন সুবিধা করতে না পেরে ২০০৭ সালে নিজ মাতৃভূমিতে ফিরে এসে কৃষিকাজে মনোনিবেশ করেন। এই সময়ে ইউটিউব চ্যানেলে কৃষি বিষয়ক বিভিন্ন সাইটে প্রতিবেদন দেখে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর ২৫ হাজার টাকা খাজনায় এক একর জমিতে ৩১৬টি মাল্টা গাছ রোপণ করেন তিনি। রাসায়নিক প্রক্রিয়ায় খরচ বেশি হওয়ায় তিনি মাল্টা বাগানে সম্পূর্ণ জৈব প্রক্রিয়া শুরু করে সফল হন। পরে নিজের পারিবারিক এক একর কৃষি জমিতে ৩১৬টি মাল্টা চারা রোপণ করে বাগান সম্প্রসারণ করেন।
প্রেমতোষ বড়ুয়া আরও জানান, প্রতি টন সাত হাজার টাকা করে ৩২ টন গোবরসহ জৈব কীটনাশক, জৈব ছত্রাক ও সেক্সফেরোমন পদ্ধতিতে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত বাগান গড়েছেন তিনি। ওমান প্রবাসী ছোট ভাই প্রিয়রাজ বড়ুয়ার সহযোগিতাসহ অনেক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে বিনিয়োগ করে এখন সফল কৃষক হিসেবে আর্থিক সচ্ছলতা এসেছে পরিবারে। বাগানে স্ত্রী ও দুই সন্তানও তাঁকে সহযোগিতা করেন। আর্থিক সমস্যা কাটিয়ে জীবনযুদ্ধে সফলতার গল্পে নিজের নাম লিখিয়েছেন প্রেমতোষ।
মাল্টা চারার পাশাপাশি দুটি বাগানে উন্নত জাতের আম, লিচু, কাঁঠাল, পেঁপেসহ বিভিন্ন জাতের ফলদ গাছের চারা রোপণ করেছেন তিনি। প্রেমতোষ বড়ুয়ার বিষমুক্ত মাল্টা বাগান দেখতে প্রতিদিন অনেকেই তাঁর বাগানে ছুটে যান। গ্রাম-বাংলার অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যময় পরিবেশে প্রেমতোষ বড়ুয়ার দুটি বাগানে আর্থিক সফলতার গল্প শুনে অনেকেই আগ্রহী হয়ে উঠছেন মাল্টা চাষে। প্রেমতোষ বড়ুয়ার মাল্টা বাগানের সফলতায় রাউজানে মাল্টা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে।
এ প্রসঙ্গে রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন বলেন, রাউজানের জন্য উপযোগী যে ফসল রয়েছে সেগুলো সম্প্রসারণ করার চেষ্টা করছি। এর মধ্যে অন্যতম মাল্টা ফল। রাউজানে প্রায় ৪০টি মাল্টা বাগান রয়েছে। মাল্টা বাগান থেকে কৃষকেরা বেশ লাভবান হচ্ছেন। মাল্টা চাষে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি। আমরা চাচ্ছি মাল্টা বাগানগুলো জৈব পদ্ধতিতে গড়ে তোলার জন্য। রাউজানে বর্তমানে জৈব পদ্ধতিতে উৎপন্ন হচ্ছে এমন মাল্টা বাগান আছে। যেখানে কীটনাশক বা রাসায়নিক ব্যবহার হয় না। আমরা সব সময় কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখছি। সকল প্রকার সহযোগিতা তাঁদের করা হচ্ছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে