চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়ায় ভোটে হেরে স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয়সহ বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে নুরুল আলম স্বপন নামের এক পরাজিত মেম্বার প্রার্থীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খিলপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে ওই ওয়ার্ডে মেম্বার পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সিরাজুল ইসলাম (মোরগ) প্রতীকে ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলম স্বপন (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৪৯৮ ভোট।
পরাজিত হওয়ার পর থেকে নুর আলম স্বপন তাঁর লোকজন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়, অমরপুর কমিউনিটি হাসপাতালের পাশে দোকানপাট, বিভিন্ন বাড়িঘর ও প্রতিষ্ঠানে হামলা চালান। দুপুরে তাঁর নেতৃত্বে অমরপুর মসজিদবাড়িতে হামলা চালিয়ে নারীসহ অন্তত ৯ জনকে আহত করেন।
আহতরা হলেন—নুরুল ইসলাম কিরণ (৪০), মো. লিটন (২৫), মেজবাহ (১৮), ফজলুর রহমান (৫০), মাকসুদ আলম (১৮), মেহরাজ হোসেন রবিন (২৩), জাকির হোসেন (৪০), সাকিব (১৮) ও লাকি আক্তার (৩৮)। তাঁদের মধ্যে নুরুল ইসলাম কিরণ ও লিটনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে একই সন্ধ্যায় সন্ত্রাসীরা স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদে হামলা চালিয়ে তছনছ করে। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের ছবি ভাঙচুর করা হয়। এ ছাড়া আশপাশের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেলসহ আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ ওঠে।
নবনির্বাচিত ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম বলেন, পরাজিত মেম্বার প্রার্থী নুরুল আলম স্বপনের নেতৃত্বে হুমায়ুন কবির, শাওন, রায়হান, হুমায়ুন, রাকিবসহ ২০-২২ জনের সন্ত্রাসী দল এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
নুর আলম স্বপনের সঙ্গে কথা বলার জন্য বারবার ফোন করে তা বন্ধ পাওয়া যায়।
খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার খবর পেয়ে তাৎক্ষণিক ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়ায় ভোটে হেরে স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদের কার্যালয়সহ বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে নুরুল আলম স্বপন নামের এক পরাজিত মেম্বার প্রার্থীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খিলপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে ওই ওয়ার্ডে মেম্বার পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। সিরাজুল ইসলাম (মোরগ) প্রতীকে ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলম স্বপন (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৪৯৮ ভোট।
পরাজিত হওয়ার পর থেকে নুর আলম স্বপন তাঁর লোকজন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়, অমরপুর কমিউনিটি হাসপাতালের পাশে দোকানপাট, বিভিন্ন বাড়িঘর ও প্রতিষ্ঠানে হামলা চালান। দুপুরে তাঁর নেতৃত্বে অমরপুর মসজিদবাড়িতে হামলা চালিয়ে নারীসহ অন্তত ৯ জনকে আহত করেন।
আহতরা হলেন—নুরুল ইসলাম কিরণ (৪০), মো. লিটন (২৫), মেজবাহ (১৮), ফজলুর রহমান (৫০), মাকসুদ আলম (১৮), মেহরাজ হোসেন রবিন (২৩), জাকির হোসেন (৪০), সাকিব (১৮) ও লাকি আক্তার (৩৮)। তাঁদের মধ্যে নুরুল ইসলাম কিরণ ও লিটনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে একই সন্ধ্যায় সন্ত্রাসীরা স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংসদে হামলা চালিয়ে তছনছ করে। এ সময় চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের ছবি ভাঙচুর করা হয়। এ ছাড়া আশপাশের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে মোটরসাইকেলসহ আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ ওঠে।
নবনির্বাচিত ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম বলেন, পরাজিত মেম্বার প্রার্থী নুরুল আলম স্বপনের নেতৃত্বে হুমায়ুন কবির, শাওন, রায়হান, হুমায়ুন, রাকিবসহ ২০-২২ জনের সন্ত্রাসী দল এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
নুর আলম স্বপনের সঙ্গে কথা বলার জন্য বারবার ফোন করে তা বন্ধ পাওয়া যায়।
খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতার খবর পেয়ে তাৎক্ষণিক ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে