Ajker Patrika

মিয়ানমার সীমান্তে প্রচণ্ড গোলাগুলি, এপারে আতঙ্ক

বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১৭: ৪৮
মিয়ানমার সীমান্তে প্রচণ্ড গোলাগুলি, এপারে আতঙ্ক

মিয়ানমার সীমান্তের ৪০ পিলার এলাকাজুড়ে বিদ্রোহীদের আস্তানা লক্ষ্য করে দুটি হেলিকপ্টার ও একটি জেট বিমান থেকে মুহুর্মুহু গোলাবর্ষণ করছে মিয়ানমার সেনারা। আজ শনিবার সকাল থেকে বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ লেখার সময়ও সীমান্তের ১৩ কিলোমিটার এলাকায় গোলাবর্ষণ চলছে। আতঙ্কে রাবার বাগানসহ বিভিন্ন বাগানে নিয়োজিত শ্রমিকেরা কাজ ছেড়ে নিরাপদে সরে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ, স্থানীয় গ্রামবাসী ও সীমান্ত সড়কে কাজ করেন এমন একাধিক শ্রমিক।

বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম সংবাদমাধ‍্যকে জানান,  নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী এলাকায় শনিবার সকালে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে দুটি যুদ্ধ বিমান ও দুটি হেলিকপ্টার এসে ব‍্যাপক গোলাবর্ষণ করে। মিয়ানমারের হেলিকপ্টার থেকে ৩০/৩৫টি ফায়ার করতে দেখা যায়।

পুলিশ সুপার বলেন, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ গোলাবর্ষণের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডর রেজু আমতলী বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সীমান্ত চৌকির (বিওপি) আওতাধীন ৪০ ও ৪১ নং পিলারের মাঝামাঝি এলাকায় মিয়ানমারের জেট বিমান ও হেলিকপ্টার এসে ফায়ার করে। এ সময় যুদ্ধবিমান থেকে দুটি গোলা বাংলাদেশের ঘুমধুমের অভ‍্যন্তরে পড়ে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

পুলিশ সুপার আরও বলেন, ঘুমধুমের ১নং ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫-এর মাঝামাঝি মিয়ানমারের বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প থেকে চার রাউন্ড ভারী গোলা বর্ষণ করা হয়। গোলাবর্ষণ এখনো চলছে। রিঙ্গাঝিরি ক্যাম্প ও তুমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টার শেলের ফায়ার চলছে।

এর আগে গত রোববার (২৮ আগস্ট) সীমান্তের তুমরু গ্রামে মর্টার শেলের গোলা এসে পড়ায় তোলপাড়ের সৃষ্টি হয়। এ ঘটনার পর বাংলাদেশ সরকার মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সূত্র জানান, মিয়ানমার সেনারা সীমান্তের জিরো পয়েন্টে বিদ্রোহী আরাকান আর্মির আস্তানা গুঁড়িয়ে দিতে এ হামলা চালাচ্ছে বলে মিয়ানমারের নানা সূত্র থেকে তাঁরা জানতে পারছেন। আরকান রাজ্যে অবস্থানরত রোহিঙ্গাদের ওপরও শুরু হয়েছে নতুন করে নিপীড়ন। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তের নানাস্থানে জড়ো হচ্ছেন বলে জানিয়েছে একটি গোয়েন্দা সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ওই কর্মকর্তা জানান, বিষয়টি এরই মধ্যে ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। 

এ ছাড়া একাধিক সূত্রে জানা যাচ্ছে, মিয়ানমার বাহিনীর অত্যাচারে শত শত রোহিঙ্গা ভারতের মিজোরাম রাজ্যের দিকে পালিয়ে গেছেন। সেখানে বাধাগ্রস্ত হয়ে তাঁরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। আরাকানজুড়ে রোহিঙ্গাদের ওপর অত্যাচারের মাত্রা বেড়েছে। তাঁরা বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি ও তুমরু সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছেন।

অপর একটি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত সড়কের কাজ বন্ধ আছে এক মাস ধরে। বাগানের কাজও বন্ধ। যেখানে শ্রমিকের সংখ্যা দুই হাজারের বেশি। সম্প্রতি তাঁরা তিন দফা কাজ বন্ধ রেখে এলাকা ছেড়েছেন। প্রথম দফা এক মাস আগে, দ্বিতীয় দফায় গত বুধবার আর তৃতীয় দফা আজ শনিবার কাজ বন্ধ করে নিরাপদ আশ্রয়ে গেছেন।

সিরাজুল, রফিক, শহীদুল্লাহ ও লাবে তঞ্চঙ্গ্যা নামে নির্মাণ শ্রমিকেরা বলেন, তাঁরা দীর্ঘ দিন ধরে এ সড়কে কাজ করছেন। এখানে তাঁরা কয়েক মাস ধরে কাজ করছেন। হঠাৎ মিয়ানমার বাহিনীর ভারী অস্ত্রের গোলা বর্ষণ ও মর্টার শেলের আওয়াজে তাঁরা আতঙ্কিত। মাথার ওপর ঘুরছে হেলিকপ্টার। হেলিকপ্টার থেকেও গুলি ছোড়া হচ্ছে। গোলা এসে পড়ার ভয়ে ২০ / ২৫ দিন আগে মিয়ানমার সীমান্ত সড়কের কাজ বন্ধ রেখে নিরাপদে চলে এসেছেন। 

দ্বিতীয় দফায় মর্টারের গোলা এসে পড়ার ঘটনায় তুমরু এলাকার একাধিক শ্রমিক এ প্রতিবেদককে জানান, বুধবার (৩১ আগস্ট) তাঁদের ফিরে যেতে বলে কর্তৃপক্ষ। তাঁরাও আতঙ্কিত। কাজ বন্ধ রেখে নিরাপদে সরে গেছেন।

অপর একটি সূত্র জানায়, ঘুমধুমের তুমরু, রেজু আমতলী, বাইশফাঁড়ি, তুইঙ্গাঝিরি, গর্জনবুনিয়া ও রেজু পাড়াসহ ঘুমধুমের ১৬ কিলোমিটার এলাকাজুড়ে এক মাস ধরে মিয়ানমারের ভেতরে সীমান্ত এলাকায় গোলাবর্ষণ চলছে। সম্প্রতি হেলিকপ্টার থেকেও গোলাবর্ষণ করা হচ্ছে। পাশাপাশি মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে। এখন পর্যন্ত ২০ থেকে ৩০টি মর্টার শেষ ছোড়া হয়েছে। এর মধ্যে তিনটি মর্টার শেল উত্তর তুমরু গ্রামের মসজিদের আঙিনা ও বসতবাড়িতে পড়ে। 

সূত্রগুলো জানাচ্ছে, সীমান্তের এ পয়েন্টে হেলিকপ্টার থেকে গোলাবর্ষণের পাশাপাশি বিদ্রোহীদের আস্তানা শনাক্তে ড্রোন ব্যবহার করছে মিয়ানমার বাহিনী। কিন্তু সুনির্দিষ্টভাবে আস্তানা শনাক্ত করতে না পেরে পুরো ১৬ কিলোমিটার এলাকায় এলোপাতাড়ি গোলাবর্ষণ ও মর্টার শেল নিক্ষেপ করছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, গতকাল শুক্রবার সকালেও মিয়ানমার বাহিনী দফায় দফায় প্রায় ঘণ্টাব্যাপী তাদের সীমান্তের জিরো পয়েন্টে গোলাগুলি চলেছে।

ঘুমধুম ইউপি মেম্বার আবুল কালাম জানান, গোলাগুলির শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সব কাজকর্ম বন্ধ। শ্রমিকেরা ভয়ে কাজে যাচ্ছেন না। মালিকপক্ষও ঝুঁকি নিচ্ছে না। এর আগেও গোলাগুলির শব্দে ৩৯ ও ৪০ নম্বর পিলার এলাকার বাসিন্দারা রাতে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন।

ইউপি মেম্বার আরও জানান, গত মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে জেট বিমান এবং ড্রোন উড়তে দেখেন তাঁর এলাকার মানুষ। এ ছাড়া মিয়ানমারের তুমরু সীমান্ত রক্ষীর ঘাঁটি থেকে গত বৃহস্পতিবার কয়েক দফা মর্টার শেল এসে পড়ে সাত কিলোমিটার দূরের বাইশফাঁড়ি-আমতলী সীমান্ত পয়েন্টে। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গির আজিজ বলেন, রেজু আমতলী ফাত্রাঝিরি বাইশফাড়ি সীমান্তে নতুন করে গোলাগুলির আওয়াজ শুনেছেন তার এলাকার মানুষ। গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত ৩৮ নম্বর পিলার থেকে ৪০ নম্বর পিলার এলাকাসহ ঘুমধুম সীমান্তের সর্বত্র মিয়ানমারের সীমান্ত ঘেঁষা এলাকায় গোলা বর্ষণের আওয়াজ পাওয়া গেছে।

ইউপি চেয়ারম্যান বলেন, কিছু গোলা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বা ভেতরে এসে পড়েছে। সীমান্ত সড়কের শ্রমিক ও তাঁর নিজের বাগানের শ্রমিকেরা কাজ বন্ধ করে নিরাপদে অবস্থান করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্যে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের নদ্দাপাড়ার তালতলা মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহজাহান শেখ (৪৫)। তিনি দক্ষিণখানের আশকোনা ডিলার বাড়ির হাকিম উদ্দিনের ছেলে। জানা গেছে, শাহজাহান শেখ বিমানবন্দর থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি আশকোনা কমিউনিটি পুলিশের সভাপতি ও ডিশের ব্যবসা করতেন।

ওই এলাকার ব্যবসায়ী মাহফুজুর রহমান মিয়াদ আজকের পত্রিকাকে বলেন, ‘শাহজাহান ডিলার একটি গলি থেকে দৌড়ে তালতলা মোড়ের দিকে আসেন। তখন কয়েক দুর্বৃত্ত পেছন থেকে দৌড়ে এসে তাঁকে এলোপাতাড়ি কোপায়। এতে তাঁর মাথা দুই খণ্ড হয়ে যায়। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান।’

মাহফুজ আরও জানান, দুর্বৃত্তরা ঘটনাস্থলে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি ও একটি ক্যাপ (টুপি) ফেলে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্যে কিছু লোক শাহজাহানকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে। কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

হত্যাকাণ্ডের পরপরই দক্ষিণখান থানা পুলিশ, র‍্যাব, ডিবি ও গোয়েন্দা সংস্থার লোকজনকে ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করতে দেখা যায়।

ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারী ধারালো অস্ত্র দিয়ে শাহজাহান শেখকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শরীফুল ইসলাম বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের শনাক্তকরণসহ আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে ১৪ মাস বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ ঘটনা ঘটে।   

শিশু হাবিবুর রহমান ত্বহা বড়খাপন গ্রামের আওলাদ মিয়া ও তানজিলা খাতুন দম্পতির ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন জানান, সকালে শিশুটির মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে ত্বহা বাড়ির পাশের একটি ছোট ডোবায় পড়ে যায়। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সুমন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা
নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযান। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়াই পরিচালিত অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী জেলার সদর ও মাধবদী থানাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় জেলা পুলিশ ও র‍্যাব-১১-এর একটি টহল দল অভিযানে সহায়তা করে।

সংযোগ বিচ্ছিন্ন করা কারখানাগুলো হচ্ছে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকার মেসার্স রিহাম টেক্সটাইল, মাধবদীর বাগদাদ ডাইং, একই উপজেলার মেসার্স জে অ্যান্ড বি টেক্সটাইল মিলস এবং সদর উপজেলার ডেং ফেং লিমিটেড।

নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা বলেন, পরিবেশগত ছাড়পত্র ও ইটিপিবিহীনভাবে পরিচালিত তিনটি ডাইং ও একটি ব্যাটারি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সেলিমা রহমানের মনোনয়ন দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বিএনপি নেতাদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
বিএনপি নেতাদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল ও দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাবুগঞ্জে মশালমিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর এই কর্মসূচি পালন করেন মনোনয়নবঞ্চিত বিএনপি নেতা সেলিমা রহমানের অনুসারীরা। মশাল হাতে নিয়ে বিক্ষোভকারীরা বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

এ সময় তাঁরা মনোনয়নপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। বরিশাল-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বিক্ষোভকারীরা জানান, তাঁরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের কর্মী-সমর্থক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে তাঁরা প্রতিবাদ জানিয়ে আসছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সন্ধ্যায় এই মশালমিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন না করে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলীয় নেতা-কর্মীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি করেছে।

বরিশাল জেলা যুবদলের সহসভাপতি মো. আওলাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কামাল হোসেন সরদার, সেলিম সরদার, উপজেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান শিকদার, মো. মনিরুজ্জামান মিল্টন, মো. হাবিবুর রহমান রিপন, বিএনপি নেতা মো. হারুন হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মো. মেহেদী হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

সিঙ্গাপুর যাত্রার আগে হাদির শারীরিক অবস্থা নিয়ে যা জানাল মেডিকেল বোর্ড

ইডেনের সেই ছাত্রীকে বিয়ের ছয় মাস পর নোবেলের বিরুদ্ধে ধর্ষণের চার্জশিট

তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারতে পারে যুক্তরাষ্ট্র— পেন্টাগনের গোপন নথি ফাঁস

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত