Ajker Patrika

সব কেড়ে নিয়ে ৮ রোহিঙ্গাকে রেখে পালিয়ে গেল মাঝি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
সব কেড়ে নিয়ে ৮ রোহিঙ্গাকে রেখে পালিয়ে গেল মাঝি

ফেনীর সোনাগাজীতে আট রোহিঙ্গার মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে মাঝি। পুলিশ সূত্রে জানা গেছে, তারা কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গত কয়েক দিন আগে তারা নদী পথে স্বজনদের সঙ্গে দেখা করতে নোয়াখালীর ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্পে যায়। সেখান থেকে ফেরার পথে ঘটনাটি ঘটে।

সোমবার উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার রোহিঙ্গারা হলেন-রমজান আলীর ছেলে নুর মোহাম্মদ (১৫), হাফেজ আহম্মদের ছেলে মো. ছাদেক (১৪), মোহাম্মদ আলীর ছেলে মো. আফছার (১৭), আবুল হাসেমের ছেলে সৈয়দ কাসেম (২৫), সৈয়দ কাসেমের ছেলে মো. রিয়াজ (৭), জাফর উল্যাহর ছেলে রমজান আলী (১৬) এবং আবদুস শুক্কুরের ছেলে মো. ফারুক (১৫)।

জানা গেছে, জনৈক রুহুল আমিন মাঝি ও কাসেম মাঝির সঙ্গে যোগাযোগ করে কক্সবাজারের উদ্দেশ্যে নদী পথে ট্রলার ভাড়া করেন রোহিঙ্গারা। তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাদের ছোট ফেনী নদীর মুসাপুর তীরে রেখে ট্রলার নিয়ে পালিয়ে যায় মাঝি। রোহিঙ্গারা নিরুপায় হয়ে নদী তীরবর্তী সওদাগর হাটে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত রোহিঙ্গাদের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মহাসচিব বিএনপিতে, জোট ছাড়ার ঘোষণা দিলেন এলডিপির কর্নেল অলি

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

এলাকার খবর
Loading...