রাঙামাটি প্রতিনিধি

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজন করে রাখা হয়েছিল। বড় আকারে এর শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা আর কোনো পক্ষকে সুবিধা নিতে দেব না। কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরা বসে সমাধান করব, সুরাহা করব। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ রোববার বেলা ২টায় রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনীতে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৭২-এর সংবিধানের কথা বলে আসছি। এ সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংবিধানে অবাঙালি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বিরোধিতা করেছিলেন পাহাড়ের নেতা এম এন লারমা।’
নাহিদ আরও বলেন, ‘আমরা এ মুজিববাদী সংবিধান বাতিল করে সবাই মিলে বসে একটি সংবিধান তৈরি করব। এখানে সবার কথা থাকবে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সবাই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তিক এলাকায় শাস্তি হিসেবে বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়। যেসব এলাকায় এসব দুর্নীতিগ্রস্তকে বদলি করা হয়, এসব এলাকার মানুষ ভিন্ন কি না, প্রশ্ন করে রাষ্ট্রের কাছে এসব দুর্নীতিগ্রস্তকে বিচারের আওতায় আনার দাবি জানান। এসব দুর্নীতিগ্রস্ত যেখানে যাবে, সেখানে দুর্নীতি করবে। এসব দুর্নীতিগ্রস্তকে কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে দেখতে চান না বরে জানান সারজিস।
এর আগে রাঙামাটি শহরের শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত হেঁটে যান এনসিপি নেতারা। সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমিন ও এনসিপি রাঙামাটির আহ্বায়ক বিপিন বিকাশ চাকমা। এনসিপির কর্মসূচিকে ঘিরে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনা পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়।

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিগত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজন করে রাখা হয়েছিল। বড় আকারে এর শিকার হয়েছিল পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন নানা অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা আর কোনো পক্ষকে সুবিধা নিতে দেব না। কোনো সমস্যা হলে সেটা আমরা নিজেরা বসে সমাধান করব, সুরাহা করব। সে জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
আজ রোববার বেলা ২টায় রাঙামাটি শহরের বনরূপা চৌমুহনীতে এনসিপির পথসভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ৭২-এর সংবিধানের কথা বলে আসছি। এ সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এ সংবিধানে অবাঙালি জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। এর বিরোধিতা করেছিলেন পাহাড়ের নেতা এম এন লারমা।’
নাহিদ আরও বলেন, ‘আমরা এ মুজিববাদী সংবিধান বাতিল করে সবাই মিলে বসে একটি সংবিধান তৈরি করব। এখানে সবার কথা থাকবে। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালি সবাই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। কাউকে বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই না। পাহাড়ে যে অশান্তি, যে বিভেদ বছরের পর বছর জিইয়ে রাখা হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
এনসিপির আরেক শীর্ষ নেতা সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন স্থানে দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের পার্বত্য চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তিক এলাকায় শাস্তি হিসেবে বদলি করা হয়। এটি কোনো সমাধান নয়। যেসব এলাকায় এসব দুর্নীতিগ্রস্তকে বদলি করা হয়, এসব এলাকার মানুষ ভিন্ন কি না, প্রশ্ন করে রাষ্ট্রের কাছে এসব দুর্নীতিগ্রস্তকে বিচারের আওতায় আনার দাবি জানান। এসব দুর্নীতিগ্রস্ত যেখানে যাবে, সেখানে দুর্নীতি করবে। এসব দুর্নীতিগ্রস্তকে কোনো জায়গায় জনগণের সেবক হিসেবে দেখতে চান না বরে জানান সারজিস।
এর আগে রাঙামাটি শহরের শিল্পকলা থেকে বনরূপা পর্যন্ত হেঁটে যান এনসিপি নেতারা। সভায় বক্তব্য দেন হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সামান্তা শারমিন ও এনসিপি রাঙামাটির আহ্বায়ক বিপিন বিকাশ চাকমা। এনসিপির কর্মসূচিকে ঘিরে রাঙামাটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনা পুলিশ ও আর্ম পুলিশ মোতায়েন করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে