Ajker Patrika

গজারিয়া-কালীপুর ট্রলার যাতায়াত রাত ৮ টার পর বন্ধ ঘোষণা

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৬: ৩৮
গজারিয়া-কালীপুর ট্রলার যাতায়াত রাত ৮ টার পর বন্ধ ঘোষণা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর ও গজারিয়ার চরকালীপুরে ট্রলারে যাতায়াত রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে গজারিয়া পুলিশ ফাঁড়ি। ঈদকেন্দ্রিক যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ৮টার আগে ও ভোর ৫টার পর ট্রলার যাতায়াত সচল থাকবে।

স্থানীয় সূত্রে জানা যায়, এই রুটে মতলব উত্তর উপজেলার হাজার হাজার যাত্রী ঢাকা থেকে যাতায়াত করে থাকে। রাজধানী থেকে মতলব উত্তরে যাওয়ার এই রুট সংক্ষিপ্ত হওয়ায় যাতায়াত হয় বেশি। সামনে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা থেকে ট্রলারযোগে এই পথে যাতায়াত বেড়েছে।

যাত্রীরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে আমরা এই পথে যাতায়াত করছি। সময় কম লাগায় এই পথে আসা-যাওয়া সহজ হয়। সময় নির্ধারণ না করে পুলিশি টহল ও নিরাপত্তা জোড়দার করলে যাত্রীদের আরও বেশি উপকার হবে। এ ছাড়া এই রুটে বিগত দিনে ডাকাতি, চুরি ও বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে অনেকেই। তাই এই রুটে নিরাপত্তা বাড়ানো মতলবের সাধারণ জনগণের দাবি ছিল আগে থেকেই। নতুন করে এই পথে যাতায়াতের জন্য সময় নির্ধারণের কারণে অনেকটা ভোগান্তি হবে বলে মনে করে যাত্রীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি 
ইটভাটায় অভিযান।  ছবি: আজকের পত্রিকা
ইটভাটায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে গড়ে ওঠা পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিকদের ২৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চিমনি ও কাঁচা ইট ধ্বংস করে ভাটাগুলো বন্ধ করে দেন আদালত।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মধুপুরের কালামাঝি গ্রামের বিজয় ব্রিকসকে ৫ লাখ, কুড়ালিয়া গ্রামের সিটি ব্রিকস, এসকেবি ব্রিকস, তিতাস ব্রিকস ও দড়িহাতিল গ্রামের মধুপুর ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তাঁদের কাজে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের টিম সহায়তা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
দুর্ঘটনার শিকার বাস। ছবি: সংগৃহীত
দুর্ঘটনার শিকার বাস। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ যাত্রী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হন হযরত আলী নামে এক যাত্রী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এতে আহতরা হলেন মজিবুর রহমান (৫০), শামীম মিয়া (৩৭), হানিফ মিয়া (৩০), রিয়াজ উদ্দিন (৫১), হযরত আলী (৫০), সোহেল (৩২), রাহেলা খাতুন (৬৫), জাহাঙ্গীর আলম (৫৩), জালাল উদ্দিন (৬৫), আব্দুর রশিদ (৮০) ও কামরুজ্জামান ভূঁইয়া (৪৫)।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি দল আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি বাস মহাসড়ক থেকে সরিয়ে ফেলে ফায়ার সার্ভিসের টিম।

বাস যাত্রীরা জানান, মঙ্গলবার সকালের দিকে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী এম কে সুপার বাসের সঙ্গে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ভৈরবগামী শ্যামলছায়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাস দুমড়েমুচড়ে গিয়ে মহাসড়কের ওপরে পড়ে। এতে দুই বাসে থাকা ১১ যাত্রী আহত হয়। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি দল আহতদের উদ্ধার করে। মহাসড়কে দুটি বাস পড়ে থাকায় আধা ঘণ্টার মতো মহাসড়কে যানজট তৈরি হয়।

ময়মনসিংহগামী এম কে সুপার বাসের যাত্রী বেদেনা বলেন, ‘আল্লাহ বাঁচাইছে, আমি বাসের পেছনের দিকের সিটে বসা ছিলাম। হঠাৎ বিকট শব্দে জোরে একটা ঝাঁকুনি লাগে। ওঠে দাঁড়িয়ে দেখি আমাদের বাসের সঙ্গে অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে উপড়ে পড়ে গেছে।’

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং বাস দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত
ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগের মামলায় ফরহাদ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাঁকে গ্রেপ্তার করে। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, আটক ফরহাদ হোসেন ও ভুক্তভোগী কিশোরী একই এলাকার বাসিন্দা। ২০ ডিসেম্বর রাতে বাড়ির বাইরের দরজা বন্ধ করতে ওই কিশোরী গেলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ফরহাদ। এ সময় মেয়েটি কৌশল করে বাড়িতে চলে আসে এবং পরদিন ঘটনাটি চাচিকে জানায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ডাকতে থাকেন ফরহাদ। এ সময় কিশোরীর পরিবারের লোকজন ফরহাদকে আটক করে পুলিশে দেন।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ফরহাদকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। ফরহাদকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় জেসমিন আরা (২২) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা দীঘিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পরে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত জেসমিন আরা একই উপজেলার কুসুম্বা ইউনিয়নের গাইহানা গ্রামের কুবাদ আলীর মেয়ে। আটক ব্যক্তিরা হলেন, জেসমিনের স্বামী উজ্জ্বল হোসেন (২৫), শ্বশুর ইউনুস আলী (৫০) ও শাশুড়ি জোসনা বেগম (৪৫)।

নিহত গৃহবধূর বাবা কুবাদ আলী অভিযোগ করে জানান, প্রায় সাত বছর আগে পারিবারিকভাবে তাঁর মেয়ের বিয়ে হয় উজ্জ্বল হোসেনের সঙ্গে। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন বিষয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। সোমবার রাতভর জেসমিনের ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরে মাইক্রোবাসে করে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত জেসমিনের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে গুঞ্জন

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-এর বেশি বহাল থাকছে যেসব প্রতিষ্ঠানে

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত