পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে বৃহস্পতিবার বিকেলে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলার ৮টি উপজেলার যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শুক্রবারের মধ্যে সম্মেলনের ভেন্যু নির্ধারণ ও ১৮ মে’র মধ্যে সম্মেলনের বিভিন্ন উপ-কমিটি গঠন ও কাউন্সিলর তালিকা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ক ম টিপু সুলতান চৌধুরী বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার কেন্দ্রীয় নেতারা ভেন্যু নির্ধারণের জন্য ভেন্যু পরিদর্শন করবেন। সম্মেলনের উপ-কমিটি গঠনের জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন। কয়েক দিনের মধ্যে জেলার যুবলীগ নেতাদের নিয়ে বর্ধিত সভা ডেকে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি বলেন, ‘আগামী ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে কেন্দ্রীয় নেতারা আমাদের কিছু দিক নির্দেশ দিয়েছেন। লিখিত কিছু নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। গত ২৯ এপ্রিল বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে বৃহস্পতিবার বিকেলে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ উপস্থিত ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলার ৮টি উপজেলার যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শুক্রবারের মধ্যে সম্মেলনের ভেন্যু নির্ধারণ ও ১৮ মে’র মধ্যে সম্মেলনের বিভিন্ন উপ-কমিটি গঠন ও কাউন্সিলর তালিকা প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ক ম টিপু সুলতান চৌধুরী বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার কেন্দ্রীয় নেতারা ভেন্যু নির্ধারণের জন্য ভেন্যু পরিদর্শন করবেন। সম্মেলনের উপ-কমিটি গঠনের জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন। কয়েক দিনের মধ্যে জেলার যুবলীগ নেতাদের নিয়ে বর্ধিত সভা ডেকে সকলের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি বলেন, ‘আগামী ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে কেন্দ্রীয় নেতারা আমাদের কিছু দিক নির্দেশ দিয়েছেন। লিখিত কিছু নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। গত ২৯ এপ্রিল বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে