নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুটি সীমান্ত পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আরও একজন আহত হয়েছে। পৃথক এ দুই ঘটনায় নিখোঁজ দুজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি দুটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় এবং সকাল ১০টায়।
প্রথম ঘটনাটি ঘটে সীমান্তের ৪৬ ও ৪৭ পিলার নিকটবর্তী জামছড়ি পয়েন্টে। অপর ঘটনাটি ঘটে ৪৯ নম্বর সীমান্ত পিলারের কাছে বালুর পয়েন্ট এলাকায়।
সকাল ৭টার ঘটনায় দুজন আহত হন। তাঁদের মধ্যে আলী হোছেন (৩৫) নামে একজনের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ডান পা থেঁতলে গেছে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অপর আহতের নাম মো. আরিফ উল্লাহ (৩২)। দুজনই স্থানীয় আশারতলীর বাসিন্দা। তারা দুজনই নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী ও জামছড়ি গ্রামের বাসিন্দা।
অন্য ঘটনাটিতে আহত রাশেদুল ইসলাম (২৪) দোছড়ি ইউনিয়নে কুলাছি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনিও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তিনজন আহতের তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী। তিনি জানান, তিনি স্থলমাইন বিস্ফোরণে তিনজন আহত হওয়ার খবর পেয়েছেন। নিখোঁজের বিষয়টি এখনো জানেন না।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, মিয়ানমার সীমান্তে জান্তা–বিরোধী আরকান আর্মির স্থাপন করা স্থলমাইনে বাংলাদেশি আহতের খবর তিনি শুনেছেন। তবে যেহেতু বিষয়টি বিজিবি দেখছে তাই তিনি বিস্তারিত বলতে পারবেন না।
এ বিষয়ে জানতে ১১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম কফির উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়নি।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামশুল আলম জানান, মাইন বিস্ফোরণে আহত হয়েছেন আলী হোছেন এবং আরিফ উল্লাহ। তাঁরা মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়েছিলেন।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে আলি হোছেন ও আরিফ উল্লাহ নামে দুজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুটি সীমান্ত পয়েন্টে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে আরও একজন আহত হয়েছে। পৃথক এ দুই ঘটনায় নিখোঁজ দুজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি দুটি ঘটেছে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় এবং সকাল ১০টায়।
প্রথম ঘটনাটি ঘটে সীমান্তের ৪৬ ও ৪৭ পিলার নিকটবর্তী জামছড়ি পয়েন্টে। অপর ঘটনাটি ঘটে ৪৯ নম্বর সীমান্ত পিলারের কাছে বালুর পয়েন্ট এলাকায়।
সকাল ৭টার ঘটনায় দুজন আহত হন। তাঁদের মধ্যে আলী হোছেন (৩৫) নামে একজনের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। ডান পা থেঁতলে গেছে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অপর আহতের নাম মো. আরিফ উল্লাহ (৩২)। দুজনই স্থানীয় আশারতলীর বাসিন্দা। তারা দুজনই নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী ও জামছড়ি গ্রামের বাসিন্দা।
অন্য ঘটনাটিতে আহত রাশেদুল ইসলাম (২৪) দোছড়ি ইউনিয়নে কুলাছি গ্রামের মুজিবুর রহমানের ছেলে। তিনিও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তিনজন আহতের তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী। তিনি জানান, তিনি স্থলমাইন বিস্ফোরণে তিনজন আহত হওয়ার খবর পেয়েছেন। নিখোঁজের বিষয়টি এখনো জানেন না।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, মিয়ানমার সীমান্তে জান্তা–বিরোধী আরকান আর্মির স্থাপন করা স্থলমাইনে বাংলাদেশি আহতের খবর তিনি শুনেছেন। তবে যেহেতু বিষয়টি বিজিবি দেখছে তাই তিনি বিস্তারিত বলতে পারবেন না।
এ বিষয়ে জানতে ১১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম কফির উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়নি।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামশুল আলম জানান, মাইন বিস্ফোরণে আহত হয়েছেন আলী হোছেন এবং আরিফ উল্লাহ। তাঁরা মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়েছিলেন।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণে আলি হোছেন ও আরিফ উল্লাহ নামে দুজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
২৫ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
২৮ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
৩১ মিনিট আগে
জাজিরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনাস্থল থেকে হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশের ক্রাইম সিন ইউনিট ও অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। একই সঙ্গে কয়েক দিনে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৩৮টি তাজা হাতবোমা নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
১ ঘণ্টা আগে