Ajker Patrika

নাইক্ষ্যংছড়িতে গত দুই দিনে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৯
নাইক্ষ্যংছড়িতে গত দুই দিনে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

নাইক্ষ্যংছড়িতে গত দুই দিনে ৩টি অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা, অস্ত্র ও সরকারি ৩টি সিলিং ফ্যান উদ্ধার করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত এসব উদ্ধার করা হয়। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদরের মঞ্জুর আলম (৩২), উখিয়ার রাজাপালংয়ের নুরুল আলম (২৯), মোজাম্মেল হক (৩২), আবদুল মান্নান (২৪) ও মো. কাইসার (২২)।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে উপজেলার ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের প্রবেশমুখ বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মঞ্জুর আলম ও নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। 

এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে সরকারি ৩টি সিলিং ফ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগ পেয়েছে পুলিশ।

নাইক্ষ্যংছড়িতে গত দুই দিনে ৩টি অভিযান পৌনে ৩ কোটি টাকার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছেঅপরদিকে, গত মঙ্গলবার দিবাগত রাতে আলিক্ষ্যং মৌজার লেদুখালের তীরে বক্কর সওদাগরের রাবার বাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে একনলা সচল ১টি বন্দুক ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিন অভিযানেই নেতৃত্বদানকারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বক্কর সওদাগরের রাবার বাগানের আড়ালে অস্ত্রের কারখানা তৈরি করা হয়েছে। অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ির দুর্গম ও পাহাড়ি এলাকা ছাড়াও বৃহত্তর চট্টগ্রামে পাচার করা হতো।

অফিসার ইনচার্জ আরও বলেন, ‘এই কারখানা থেকেই গত এক সপ্তাহে ৫টি ভারী দেশীয় একনলা বন্দুক বিক্রি করা হয়। গোপনে এটির সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে কারিগরসহ সহযোগীরা পালিয়ে যায়।’ এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় দুজনকে আসামি করে মামলা হয়। 

গত দুদিনের ৩টি ঘটনায় থানায় পৃথক পৃথক ৩টি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত