নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে গত দুই দিনে ৩টি অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা, অস্ত্র ও সরকারি ৩টি সিলিং ফ্যান উদ্ধার করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত এসব উদ্ধার করা হয়। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদরের মঞ্জুর আলম (৩২), উখিয়ার রাজাপালংয়ের নুরুল আলম (২৯), মোজাম্মেল হক (৩২), আবদুল মান্নান (২৪) ও মো. কাইসার (২২)।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে উপজেলার ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের প্রবেশমুখ বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মঞ্জুর আলম ও নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে সরকারি ৩টি সিলিং ফ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগ পেয়েছে পুলিশ।
অপরদিকে, গত মঙ্গলবার দিবাগত রাতে আলিক্ষ্যং মৌজার লেদুখালের তীরে বক্কর সওদাগরের রাবার বাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে একনলা সচল ১টি বন্দুক ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিন অভিযানেই নেতৃত্বদানকারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বক্কর সওদাগরের রাবার বাগানের আড়ালে অস্ত্রের কারখানা তৈরি করা হয়েছে। অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ির দুর্গম ও পাহাড়ি এলাকা ছাড়াও বৃহত্তর চট্টগ্রামে পাচার করা হতো।
অফিসার ইনচার্জ আরও বলেন, ‘এই কারখানা থেকেই গত এক সপ্তাহে ৫টি ভারী দেশীয় একনলা বন্দুক বিক্রি করা হয়। গোপনে এটির সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে কারিগরসহ সহযোগীরা পালিয়ে যায়।’ এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় দুজনকে আসামি করে মামলা হয়।
গত দুদিনের ৩টি ঘটনায় থানায় পৃথক পৃথক ৩টি মামলা করা হয়েছে।

নাইক্ষ্যংছড়িতে গত দুই দিনে ৩টি অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা, অস্ত্র ও সরকারি ৩টি সিলিং ফ্যান উদ্ধার করেছে থানা-পুলিশ। গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত এসব উদ্ধার করা হয়। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজার সদরের মঞ্জুর আলম (৩২), উখিয়ার রাজাপালংয়ের নুরুল আলম (২৯), মোজাম্মেল হক (৩২), আবদুল মান্নান (২৪) ও মো. কাইসার (২২)।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে উপজেলার ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের প্রবেশমুখ বেতবুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে পৌনে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মঞ্জুর আলম ও নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া নাইক্ষ্যংছড়িতে সরকারি ৩টি সিলিং ফ্যানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে ছিনতাই ও মাদক সেবনের অভিযোগ পেয়েছে পুলিশ।
অপরদিকে, গত মঙ্গলবার দিবাগত রাতে আলিক্ষ্যং মৌজার লেদুখালের তীরে বক্কর সওদাগরের রাবার বাগানে অভিযান চালানো হয়। সেখান থেকে একনলা সচল ১টি বন্দুক ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিন অভিযানেই নেতৃত্বদানকারী থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, বক্কর সওদাগরের রাবার বাগানের আড়ালে অস্ত্রের কারখানা তৈরি করা হয়েছে। অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ির দুর্গম ও পাহাড়ি এলাকা ছাড়াও বৃহত্তর চট্টগ্রামে পাচার করা হতো।
অফিসার ইনচার্জ আরও বলেন, ‘এই কারখানা থেকেই গত এক সপ্তাহে ৫টি ভারী দেশীয় একনলা বন্দুক বিক্রি করা হয়। গোপনে এটির সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে কারিগরসহ সহযোগীরা পালিয়ে যায়।’ এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় দুজনকে আসামি করে মামলা হয়।
গত দুদিনের ৩টি ঘটনায় থানায় পৃথক পৃথক ৩টি মামলা করা হয়েছে।

নিহত ব্যক্তির বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধের পর ১৬ জানুয়ারি সকালে বাড়িতে মোবাইল ফোন রেখে বের হন জয়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন (১৭ জানুয়ারি) কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে
১ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে...
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১ ঘণ্টা আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
২ ঘণ্টা আগে