কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বোতলের গায়ের মুদ্রিত মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য মুছে ফেলা ৩৪ লিটার তেলও জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরীর বাদশা মিয়ার বাজার ও স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে দেখা যায়, মেসার্স শাহিন এন্টারপ্রাইজ বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছেন। অভিযানে ছদ্মবেশে থাকা এক সদস্যের কাছেও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করে তারা। যার গায়ের মূল্য তুলে ফেলা হয়েছে। এরপর দোকানে তল্লাশি করে দেখা যায়, বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের মূল্য তালিকা মুছে ফেলা হয়েছে। বিষয়টি দোকানদার স্বীকার করেছেন। ফলে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩৪ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল নগরীর কাসেমূল উলুম মাদ্রাসার এতিমখানায় দান করা হয়।
আছাদুল ইসলাম বলেন, অপরদিকে মেসার্স শাহিন স্টোরে দেখা যায়, তারা মুদ্রিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করছে। অভিযানে ছদ্মবেশী সদস্যের কাছেও তিনি অতিরিক্ত দাম রাখেন। ফলে মেসার্স শাহিন স্টোরকে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুমিল্লায় বোতলের গায়ের মুদ্রিত মূল্য মুছে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য মুছে ফেলা ৩৪ লিটার তেলও জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার কুমিল্লা নগরীর বাদশা মিয়ার বাজার ও স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, অভিযানে দেখা যায়, মেসার্স শাহিন এন্টারপ্রাইজ বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করছেন। অভিযানে ছদ্মবেশে থাকা এক সদস্যের কাছেও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করে তারা। যার গায়ের মূল্য তুলে ফেলা হয়েছে। এরপর দোকানে তল্লাশি করে দেখা যায়, বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের মূল্য তালিকা মুছে ফেলা হয়েছে। বিষয়টি দোকানদার স্বীকার করেছেন। ফলে ভোক্তা আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩৪ লিটার তেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল নগরীর কাসেমূল উলুম মাদ্রাসার এতিমখানায় দান করা হয়।
আছাদুল ইসলাম বলেন, অপরদিকে মেসার্স শাহিন স্টোরে দেখা যায়, তারা মুদ্রিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করছে। অভিযানে ছদ্মবেশী সদস্যের কাছেও তিনি অতিরিক্ত দাম রাখেন। ফলে মেসার্স শাহিন স্টোরকে বেশি দামে তেল বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২৩ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৪ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে