নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবশেষে চার দিন পর সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিভেছে। আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম হিমেল এ তথ্য জানিয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, ‘আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে আর কোথাও আগুন নেই। তবে কিছু জায়গায় ধোঁয়া আছে। কনটেইনারের ভেতরে রপ্তানি পোশাকের পণ্য আছে। সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে প্রায় ৪০০ কনটেইনার আগুনে ধ্বংস হয়েছে। প্রকৃত সংখ্যাটা অভিযান সমাপ্ত করার পর বলতে পারব। শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করে আগুন যাতে আর না বাড়ে এবং আর কোনো বিস্ফোরণ যাতে না ঘটে, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি।’
আরিফুল ইসলাম হিমেল বলেন, ‘আজ আর কোনো মরদেহ পাওয়া যায়নি। পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি। আগুনে ডিপোর একটি শেড এবং অনেক কনটেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেইনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এগুলোর নিচে আগুন আছে কি না, তা এখন বলা সম্ভব নয়।’
সেনাবাহিনী থেকে আগুন নিভে গেছে জানানো হলেও এখন পর্যন্ত আগুন নির্বাপণ ঘোষণা করেনি ফায়ার সার্ভিস। এ সম্পর্কে জানতে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে মোবাইল অপারেটর জানান, এখনো আগুন নির্বাপণ ঘোষণা করা হয়নি।
তবে ঘটনাস্থলে থাকা স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে এখন আর কোনো আগুন নেই। এখন ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে।

অবশেষে চার দিন পর সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন পুরোপুরি নিভেছে। আজ বুধবার দুপুরে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ বীর ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম হিমেল এ তথ্য জানিয়েছেন।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, ‘আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে আর কোথাও আগুন নেই। তবে কিছু জায়গায় ধোঁয়া আছে। কনটেইনারের ভেতরে রপ্তানি পোশাকের পণ্য আছে। সেগুলোতে পানি দেওয়ায় সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।’
এক প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে প্রায় ৪০০ কনটেইনার আগুনে ধ্বংস হয়েছে। প্রকৃত সংখ্যাটা অভিযান সমাপ্ত করার পর বলতে পারব। শুরু থেকেই নিরাপত্তা নিশ্চিত করে আগুন যাতে আর না বাড়ে এবং আর কোনো বিস্ফোরণ যাতে না ঘটে, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি।’
আরিফুল ইসলাম হিমেল বলেন, ‘আজ আর কোনো মরদেহ পাওয়া যায়নি। পুরো ডিপো আমরা ঘুরে দেখেছি। এখন পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি। আগুনে ডিপোর একটি শেড এবং অনেক কনটেইনার পুড়ে দুমড়ে-মুচড়ে গেছে। ক্রেইনের মাধ্যমে সেগুলো আমরা সরাচ্ছি। এগুলোর নিচে আগুন আছে কি না, তা এখন বলা সম্ভব নয়।’
সেনাবাহিনী থেকে আগুন নিভে গেছে জানানো হলেও এখন পর্যন্ত আগুন নির্বাপণ ঘোষণা করেনি ফায়ার সার্ভিস। এ সম্পর্কে জানতে ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে মোবাইল অপারেটর জানান, এখনো আগুন নির্বাপণ ঘোষণা করা হয়নি।
তবে ঘটনাস্থলে থাকা স্থানীয় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিভে গেছে। ডিপোতে এখন আর কোনো আগুন নেই। এখন ডাম্পিংয়ের কাজ শুরু হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চেকপোস্ট বসিয়ে শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ের (ঢাকা-পিরোজপুর) মহাসড়কে গাড়ি থামিয়ে এ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
৪ মিনিট আগে
আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে নাঈমের প্রাইভেট কারটির ধাক্কা লাগে। মোটরসাইকেলের আরোহীরা নাঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।
২ ঘণ্টা আগে