নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘একুশে বইমেলা’ থেকে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটক ব্যক্তিদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে এখনো কিছু না জানানোয় তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আজ সোমবার দেড়টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বইমেলা প্রাঙ্গণ থেকে তাঁদের আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মো. ফারুক উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে তিনি জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত কিনা তা আমরা এখনই বলতে চাচ্ছি না। আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’
এদিকে কোতোয়ালি পুলিশও সন্দেহভাজন একজনকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকার কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তি নিজেকে একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আগে থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী বই মেলা এলাকায় সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দারা বইমেলায় অবস্থান নেয়। একপর্যায়ে বইমেলা সংলগ্ন মসজিদের সামনে থেকে প্রথমে একজনকে আটক করে নিয়ে যায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। এরপরই আরেকজন সন্দেহভাজনকে বইমেলা থেকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
গত রোববার বিকেলে জিমনেসিয়াম মাঠে ১৯ দিনব্যাপী এই বই মেলা উদ্বোধন করা হয়।

চট্টগ্রামে ‘একুশে বইমেলা’ থেকে জঙ্গি সন্দেহে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আটক ব্যক্তিদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে এখনো কিছু না জানানোয় তাঁদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আজ সোমবার দেড়টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বইমেলা প্রাঙ্গণ থেকে তাঁদের আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) মো. ফারুক উল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তবে তিনি জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত কিনা তা আমরা এখনই বলতে চাচ্ছি না। আমরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’
এদিকে কোতোয়ালি পুলিশও সন্দেহভাজন একজনকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন আজকের পত্রিকার কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তি নিজেকে একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে আগে থেকেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেই অনুযায়ী বই মেলা এলাকায় সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েনের পাশাপাশি কাউন্টার টেররিজম ইউনিট ও সাদা পোশাকের গোয়েন্দারা বইমেলায় অবস্থান নেয়। একপর্যায়ে বইমেলা সংলগ্ন মসজিদের সামনে থেকে প্রথমে একজনকে আটক করে নিয়ে যায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। এরপরই আরেকজন সন্দেহভাজনকে বইমেলা থেকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
গত রোববার বিকেলে জিমনেসিয়াম মাঠে ১৯ দিনব্যাপী এই বই মেলা উদ্বোধন করা হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে