রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকায় এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম পূর্ণিমা চাকমা (১৯)। তিনি রাঙামাটি সরকারী মহিলা কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। পূর্ণিমার মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. কবির হোসেন কলেজছাত্রী মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, এক কলেজছাত্রীকে হাসপাতালে আনা হয়েছে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমরা ছাত্রীর মরদেহ পেয়েছি। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে প্রকৃত কারণ জানা যাবে। পূর্ণিমার বাড়ি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে ভারত সীমান্তবর্তী বগাখালী গ্রামে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
হাসপাতালে পূর্ণিমার মরদেহ নিয়ে যাওয়া শচীন চাকমা (৩০) বলেন, মেয়েটি রাঙামাটি শহরের রাজবাড়িতে জনৈক বিনীতা দেওয়ানের বাড়িতে থাকতেন। সেখান থেকে পড়াশোনা করতেন। গত ২২ অক্টোবর জুরাছড়ি বন বিহারে কঠিন চীবর দানে গিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে সেখান থেকে ফিরে রাজবাড়িতে ফিরলে ঘরের লোকজন তাঁকে চুরিসহ নানা অপবাদ দিয়ে অপমান করে বলে শুনেছি। এরপর দুপুরে তাঁর মরদেহ পাওয়া যায়। আমি নিজে গিয়ে মরদেহ হাসপাতালে এনেছি।
পূর্ণিমার মামাতো ভাই সুইডিশ পলিটেকনিক ছাত্র পলাশ চাকমা বলেন, পূর্ণিমা যে বাসায় থাকত সে বাসার লোকজন তাকে নির্যাতন করত জানি। বিভিন্ন সময় সে কথাগুলো তার বন্ধুদের সঙ্গে শেয়ার করত। আমি মনে করি, এ মৃত্যুর দায় বাসার মালিক এড়াতে পারে না।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত বলেন, আমরা এক কলেজছাত্রীর মরদেহ পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
তবে এ ব্যাপারে বিনীতা দেওয়ান পরিবারের কারোর বক্তব্য পাওয়া যায়নি। তাদের বাড়িটি তালাবদ্ধ পাওয়া গেছে।
পূর্ণিমার মামাতো ভাই পলাশ চাকমা বলেন, পূর্ণিমার বাবা বগাখালী থেকে রাঙামাটির উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার সেখানে পৌঁছাতে পারেন।

রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকায় এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম পূর্ণিমা চাকমা (১৯)। তিনি রাঙামাটি সরকারী মহিলা কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে। পূর্ণিমার মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাঙামাটি কোতোয়ালী থানার ওসি মো. কবির হোসেন কলেজছাত্রী মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, এক কলেজছাত্রীকে হাসপাতালে আনা হয়েছে খবর পেয়ে হাসপাতালে গিয়ে আমরা ছাত্রীর মরদেহ পেয়েছি। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তে প্রকৃত কারণ জানা যাবে। পূর্ণিমার বাড়ি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নে ভারত সীমান্তবর্তী বগাখালী গ্রামে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
হাসপাতালে পূর্ণিমার মরদেহ নিয়ে যাওয়া শচীন চাকমা (৩০) বলেন, মেয়েটি রাঙামাটি শহরের রাজবাড়িতে জনৈক বিনীতা দেওয়ানের বাড়িতে থাকতেন। সেখান থেকে পড়াশোনা করতেন। গত ২২ অক্টোবর জুরাছড়ি বন বিহারে কঠিন চীবর দানে গিয়েছিলেন তিনি। শুক্রবার সকালে সেখান থেকে ফিরে রাজবাড়িতে ফিরলে ঘরের লোকজন তাঁকে চুরিসহ নানা অপবাদ দিয়ে অপমান করে বলে শুনেছি। এরপর দুপুরে তাঁর মরদেহ পাওয়া যায়। আমি নিজে গিয়ে মরদেহ হাসপাতালে এনেছি।
পূর্ণিমার মামাতো ভাই সুইডিশ পলিটেকনিক ছাত্র পলাশ চাকমা বলেন, পূর্ণিমা যে বাসায় থাকত সে বাসার লোকজন তাকে নির্যাতন করত জানি। বিভিন্ন সময় সে কথাগুলো তার বন্ধুদের সঙ্গে শেয়ার করত। আমি মনে করি, এ মৃত্যুর দায় বাসার মালিক এড়াতে পারে না।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত বলেন, আমরা এক কলেজছাত্রীর মরদেহ পেয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
তবে এ ব্যাপারে বিনীতা দেওয়ান পরিবারের কারোর বক্তব্য পাওয়া যায়নি। তাদের বাড়িটি তালাবদ্ধ পাওয়া গেছে।
পূর্ণিমার মামাতো ভাই পলাশ চাকমা বলেন, পূর্ণিমার বাবা বগাখালী থেকে রাঙামাটির উদ্দেশে রওনা দিয়েছেন। শনিবার সেখানে পৌঁছাতে পারেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৩ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
২৪ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
২৬ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩৬ মিনিট আগে