কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই হল দুই দিনে পরপর তিনবার সংঘর্ষে জড়িয়েছে। এখন বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
সর্বশেষ শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে নজরুল হলের ছাত্রলীগ নেতাকর্মীদের পেয়ে বঙ্গবন্ধু হলের নেতাকর্মীরা ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা থেকে দুই হলের নেতাকর্মীরা পরস্পরের দিকে বাঁশ, গাছের ডাল, রড ও ইট-পাটকেল ছুঁড়তে থাকে। ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সংঘর্ষ বন্ধ থাকলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে সংঘর্ষে প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নজরুল হল শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশও আহত হয়েছেন। গুরুতর আহত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ বাপ্পীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ সময় ক্যাম্পাসে ছিলেন না বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ সংঘর্ষ থামাতে গিয়েও মারধরের শিকার হয়েছেন। উত্তেজিত নেতাকর্মীরা তাঁর কথা শোনেননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম বলেন, ‘আমাদের হলের নেতাকর্মীদের নজরুল হলের নেতাকর্মীরা প্রথমে মারধর করেছে। এরপর আমরা ঠেকাতে গিয়ে আহত হয়েছি।’
কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ ইবনে সাদ বলেন, ‘আমাদের হলের নেতাকর্মীরা দুপুরে খেতে গিয়েছিল ক্যাম্পাস গেটে। তখন বঙ্গবন্ধু হলের নেতাকর্মীরা আমাদের হলের ছেলেদের মেরেছে।’
গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজে যাওয়ার সময় ‘সাইড’ চাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে হাতাহাতিতে জড়ায় কাজী নজরুল ইসলাম হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা। এই ঘটনার জেরে একই দিন সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম হলের এক ছেলেকে মারধর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী আকরাম হোসেইন, সালাউদ্দিন আহমেদ। এরপর শুক্রবার দিবাগত রাত ১২টায় দুই হলের শিক্ষার্থীরা আবার সংঘর্ষে জড়ায়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করছি। এখন পর্যন্ত সবকিছু শান্ত আছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই হল দুই দিনে পরপর তিনবার সংঘর্ষে জড়িয়েছে। এখন বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
সর্বশেষ শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে নজরুল হলের ছাত্রলীগ নেতাকর্মীদের পেয়ে বঙ্গবন্ধু হলের নেতাকর্মীরা ধাওয়া দিলে সংঘর্ষ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, দুপুর ২টা থেকে দুই হলের নেতাকর্মীরা পরস্পরের দিকে বাঁশ, গাছের ডাল, রড ও ইট-পাটকেল ছুঁড়তে থাকে। ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে সংঘর্ষ বন্ধ থাকলেও এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা যায়, দুপুরে সংঘর্ষে প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। ১০ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নজরুল হল শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান পলাশও আহত হয়েছেন। গুরুতর আহত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বায়েজিদ আহমেদ বাপ্পীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ সময় ক্যাম্পাসে ছিলেন না বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ সংঘর্ষ থামাতে গিয়েও মারধরের শিকার হয়েছেন। উত্তেজিত নেতাকর্মীরা তাঁর কথা শোনেননি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম বলেন, ‘আমাদের হলের নেতাকর্মীদের নজরুল হলের নেতাকর্মীরা প্রথমে মারধর করেছে। এরপর আমরা ঠেকাতে গিয়ে আহত হয়েছি।’
কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ ইবনে সাদ বলেন, ‘আমাদের হলের নেতাকর্মীরা দুপুরে খেতে গিয়েছিল ক্যাম্পাস গেটে। তখন বঙ্গবন্ধু হলের নেতাকর্মীরা আমাদের হলের ছেলেদের মেরেছে।’
গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজে যাওয়ার সময় ‘সাইড’ চাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে হাতাহাতিতে জড়ায় কাজী নজরুল ইসলাম হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা। এই ঘটনার জেরে একই দিন সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম হলের এক ছেলেকে মারধর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মী আকরাম হোসেইন, সালাউদ্দিন আহমেদ। এরপর শুক্রবার দিবাগত রাত ১২টায় দুই হলের শিক্ষার্থীরা আবার সংঘর্ষে জড়ায়।
ঘটনাস্থলে উপস্থিত থাকা সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করছি। এখন পর্যন্ত সবকিছু শান্ত আছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে